শুক্রবার | ১৬ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ | রাত ২:৩২
Logo
এই মুহূর্তে ::
চল্লিশের রাজনৈতিক বাংলার বিস্মৃত কথাকার সাবিত্রী রায় (শেষ পর্ব) : সুব্রত কুমার দাস জাতিভিত্তিক জনগণনার বিজেপি রাজনীতি : তপন মল্লিক চৌধুরী গরমের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে তালশাঁসের চাহিদা : রিঙ্কি সামন্ত চল্লিশের রাজনৈতিক বাংলার বিস্মৃত কথাকার সাবিত্রী রায় (ষষ্ঠ পর্ব) : সুব্রত কুমার দাস ভারতের সংবিধান রচনার নেপথ্য কারিগর ও শিল্পীরা : দিলীপ মজুমদার চল্লিশের রাজনৈতিক বাংলার বিস্মৃত কথাকার সাবিত্রী রায় (পঞ্চম পর্ব) : সুব্রত কুমার দাস আলোর পথযাত্রী : মৈত্রেয়ী ব্যানার্জী চল্লিশের রাজনৈতিক বাংলার বিস্মৃত কথাকার সাবিত্রী রায় (চতুর্থ পর্ব) : সুব্রত কুমার দাস কন্নড় মেল্ল থেকেই সিন্ধুসভ্যতার ভূখণ্ডের প্রাচীন নাম মেলুহা : অসিত দাস রবীন্দ্রনাথের চার্লি — প্রতীচীর তীর্থ হতে (শেষ পর্ব) : রিঙ্কি সামন্ত চল্লিশের রাজনৈতিক বাংলার বিস্মৃত কথাকার সাবিত্রী রায় (তৃতীয় পর্ব) : সুব্রত কুমার দাস লোকভুবন থেকে রাজনীতিভুবন : পুরুষোত্তম সিংহ চল্লিশের রাজনৈতিক বাংলার বিস্মৃত কথাকার সাবিত্রী রায় (দ্বিতীয় পর্ব) : সুব্রত কুমার দাস রবীন্দ্রনাথের চার্লি — প্রতীচীর তীর্থ হতে (প্রথম পর্ব) : রিঙ্কি সামন্ত রবীন্দ্রনাথের ইরান যাত্রা : অভিজিৎ ব্যানার্জি ঠাকুরকে ঠাকুর না বানিয়ে আসুন একটু চেনার চেষ্টা করি : দিলীপ মজুমদার যুদ্ধ দারিদ্র কিংবা বেকারত্বের বিরুদ্ধে নয় তাই অশ্লীল উন্মত্ত উল্লাস : তপন মল্লিক চৌধুরী রবীন্দ্রনাথ, পঁচিশে বৈশাখ ও জয়ঢাক : অসিত দাস রবীন্দ্রনাথ, গান্ধীজী ও শান্তিনিকেতন : প্রভাতকুমার মুখোপাধ্যায় বাঙালী রবীন্দ্রনাথ : সৈয়দ মুজতবা আলী অনেক দূর পর্যন্ত ভেবেছিলেন আমাদের ঠাকুর : দিলীপ মজুমদার রবীন্দ্রনাথের প্রথম ইংরেজি জীবনী : সুব্রত কুমার দাস চল্লিশের রাজনৈতিক বাংলার বিস্মৃত কথাকার সাবিত্রী রায় (প্রথম পর্ব) : সুব্রত কুমার দাস শুক্লাম্বর দিঘী, বিশ্বাস করে দিঘীর কাছে কিছু চাইলে পাওয়া যায় : মুন দাশ মোহিনী একাদশীর ব্রতকথা ও মাহাত্ম্য : রিঙ্কি সামন্ত নিজের আংশিক বর্ণান্ধতা নিয়ে কবিগুরুর স্বীকারোক্তি : অসিত দাস ঝকঝকে ও মজবুত দাঁতের জন্য ভিটামিন : ডাঃ পিয়ালী চ্যাটার্জী (ব্যানার্জী) সত্যজিৎ রায়ের সঙ্গে দেখা : লুৎফর রহমান রিটন সংস্কৃতি জগতের এক নক্ষত্রের নাম বসন্ত চৌধুরী : রিঙ্কি সামন্ত আংশিক বর্ণান্ধতাজনিত হীনম্মন্যতাই রবীন্দ্রনাথের স্কুল ছাড়ার কারণ : অসিত দাস
Notice :

পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ বুদ্ধ পূর্ণিমা (গুরু পূর্ণিমা) আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা।  ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন,  ই-মেল : pagefour2020@gmail.com

কুমোরপাড়ার মৃৎশিল্পীরা খুঁজছে মাটির নিরাপত্তা : রিঙ্কি সামন্ত

রিঙ্কি সামন্ত / ৩৭১ জন পড়েছেন
আপডেট শুক্রবার, ৩১ জানুয়ারি, ২০২৫

সরস্বতী পুজোর কাউন্টডাউন শুরু হয়ে গেছে। বাঙালির ঘরে ঘরে হবে সরস্বতী পূজা। মূর্তি এনে পুজো করার প্রচলন রয়েছে বাংলায়। চরম ব্যস্ততা এখন কুমোর পাড়ায়। মূর্তি তৈরির বরাত বেড়েছে, তবুও তৃপ্তির হাসি উধাও এদের মুখ থেকে। ‘বোঝাই করা কলসি হাঁড়ি’ নিয়ে কুমোরপাড়ার গরুর গাড়িগুলি আর চলেনা। দাম বাড়ছে মাটির, কমছে মাটির তৈরি জিনিসের ব্যবহার। অনেক মৃৎশিল্পী নিরুপায় হয়ে ছেড়ে দিয়েছেন পারিবারিক পেশা। দেড়শ বছর আগে জমিদারদের অতিরিক্ত লোভ বিপাকে ফেলেছিল কুমোরদের। মাটিতে জমিদারি খাজনা, গ্রাম ত্যাগ করতে বাধ্য করেছিল কুমোরদের। এখনো কি তাদের সেই সমস্যা মিটেছে? কিভাবে অক্সিজেন পাবেন শিল্পীরা?

মাটি নিয়েই তাঁদের কারবার। মাটি ছাড়া কুমোরপাড়া অচল।কিন্তু এই মাটির জন্য কুমোরদের সমস্যার অন্ত নেই। কবে থেকে এসে সমস্যার শুরু তার সঠিক নথিপত্র মেলেনা, তবে দেড়শ বছর আগে নথিপত্রে কুমোরদের মাটি নিয়ে সমস্যার কথা মিলেছে। সমস্যাটা এতটাই প্রখর ছিল যে কুমোররা গ্রাম ত্যাগ করেছিল, আর সে ঘটনা ঘটেছিল মেদনীপুরে।

১২০৭ বঙ্গাব্দের ১১ই আশ্বিন, ইংরেজির ১৮৫৩ খ্রিস্টাব্দ। আজ থেকে প্রায় ১৭২ বছর আগে জনৈক সাংবাদিক ঈশ্বরচন্দ্র গুপ্তের ‘সংবাদ প্রভাকর’ পত্রিকায় প্রকাশিত করেছিল একটি খবর, ‘কুম্ভকারেরা হাঁড়ি, কলসি ইত্যাদি মাটির জিনিসপত্র তৈরি করতে চাইছেন না। এর ফলে সাধারণ মানুষ বেশ কষ্টের মধ্যে পড়েছেন।’ কারণ হাঁড়ি, কলসির মত নিত্য প্রয়োজনীয় সামগ্রী তখন দৈনন্দিন জীবনের অন্যতম অঙ্গ কারন ধাতুর তৈরি জিনিসপত্রের চল অতটা হয়নি সেই সময়।

এখন প্রশ্ন হল, কুমোররা মাটির জিনিসপত্র তৈরি বন্ধ করে দিলেন কেন? এর কারণ জমিদারদের মাটি আর কাঠের উপর খাজনা বসানো। কুমোররা তাদের প্রয়োজন মত মাটি খুড়ে নেন বিভিন্ন জায়গা থেকে। মাটির জিনিসপত্র পোড়ানোর জন্য লাগে জ্বালানি, সেজন্য জল জঙ্গল থেকে কাঠ সংগ্রহ করেন তারা। মেদিনীপুরের কোন নতুন জমিদার নাকি নির্দেশ দিয়েছিলেন, মাটি আর কাঠের জন্য কুমোরদের অতিরিক্ত খাজনা দিতে হবে। “বাকি রাখা খাজনা, মোটে ভালো কাজ না।” বিখ্যাত এই লাইনটি তখনকার দিনের বাংলার জমিদারদের যেন প্রধান উপজীব্য হয়ে উঠেছিলো। খাজনা না দিলে মাটি কোপানো, জঙ্গলে কাঠ ব্যবহার করা বন্ধ করে দেয়ার হুকুম জারি হল।

কিন্তু তাতে রাজি হলে না কুমোররা। তারা জমিদারদের নির্দেশে বিরুদ্ধে গিয়ে কাজ বন্ধ করে দিলেন। তবে তাদের এই কাজের জন্য নির্দিষ্ট যুক্তি ছিল। যুক্তিটি হলো বিনিময় প্রথার। কুমোররা জানিয়েছিলেন, তারা কোনকালে কাঠ বা মাটির জন্য খাজনা দেননি। জমিদারদের প্রয়োজনমতো হাঁড়ি, কলসি, জালা ইত্যাদি সরবরাহ করেছেন বিনামূল্যে। আগের জমিদাররা তাই নিয়ে সন্তোষে থাকতেন।

জমিদারদের বিনামূলের মাটির জিনিসপত্র দেওয়ার পেছনে একটা সামাজিক রীতি ছিল। পেশাভিত্তিক সমাজ ব্যবস্থায় দৈনন্দিন জীবনে ন’টি জাতীয় প্রয়োজন — কুমোর, তাঁতি, মালাকার, ময়রা, নাপিত, তেলি ইত্যাদি। এদের একত্রে বলা হয় নবশায়ক। জমিদার নিজের প্রয়োজনে এই নবশায়কদের গ্রামে এনে বসাতেন, তাদের জমি দিতেন। এই জমিকে চাকরান ভোগ বলা হতো। জমির জন্য কর দিতে হতোনা নবশায়কদের। তার পরিবর্তে তাঁতিরা জমিদারকে কাপড় দিত, কুমোর দিত মাটির বাসনপত্র, তেলি দিত তেল ইত্যাদি। কুম্ভকারেরা এই সহযোগিতামূলক সহাবস্থানের উল্লেখ করে অতিরিক্ত খাজনা দিতে রাজি হলনা, কাজ বন্ধ হল কুমোর পাড়ায়।

তবে কুমোরদের রেগে গিয়ে কাজ বন্ধ করে দেওয়ায় জমিদারদের সেরকম কোন সমস্যা হয়নি বলেই মনে হয়। কারণ সেরকম কোন কিছুর উল্লেখ আর পাওয়া যায় না, বরং ক্ষতি হলো কুমোরদের। তারা মেদিনীপুর ছেড়ে চলে গেল অন্যত্র বসবাস করবার জন্য।

তবে এই ঘটনার ১৭২ বছর পরেও কুমোরদের সমস্যা সে রকম সমাধান হয়েছে বলে মনে হয় না। বিভিন্ন কুমোর পাড়ায় যদি খোঁজ নেওয়া যায়, তাহলে দেখবেন মাটির জোগান পেতে সমস্যা বেশিরভাগ জায়গাতেই। সেই কারণেই হয়তো বহু পাড়ার চাকাও বন্ধ হয়ে গেছে, আক্ষরিক অর্থে শিকেয় উঠেছে তাদের এই জীবিকা।

কিছু কুমোরদের নদীর কাছে ঘর হলেও মাটি তোলা নিষেধ। এছাড়া শুধু নদীর মাটিতে ভালো ফল মেলেনা। মাটির সংকটের জন্য বেশিরভাগ কুমোর পাড়ার লোকজনই কাজ ছেড়ে দিয়েছেন। দু-এক ঘর মাটির জিনিস তৈরি করে বেশিরভাগটাই কেনা বাইরে থেকে। আগে চাষের জমি থেকেও মাটি নেয়া হতো। পুকুর, ডোবা যেখানে কাটানো হতো, সেখানে খবর পেলে এরা ছুটে যেত। পুকুরের উপরের এবং গভীরে দুরকম মাটি লাগে জিনিসপত্র তৈরি করতে।

বিভিন্ন জায়গায় খবর থেকে দেখা গেল, ডায়মন্ড হারবার থেকে মাটি বিক্রি হয়। এক লড়ি মাটির দাম ৪০ হাজার টাকা। পশ্চিম মেদিনীপুরে চন্দ্রকোনা রোডে কুমোররা ১০০ ঘনফুট মাটি কেনে চার থেকে পাঁচ হাজার টাকা দিয়ে। আবার সেই মাটিও খুব সহজে পাওয়া যায় না। ফলে মৃৎশিল্পীদের মুর্তির দাম ক্রমশঃ বেড়ে চলেছে। মৃৎশিল্প আমাদের গৌরব, এই শিল্প বাঁচানোর দরকার আছে। কিন্তু কিভাবে?

মাটি পেতে সমস্যা একাধিক। কুমোররা মাটি কেনে ব্যক্তিগত উদ্যোগে। আর প্রশাসন থাকেন কুমোর এবং তৃতীয় পক্ষের মাঝখানে। এছাড়া, মাটি বহনেও কিছু নিয়ম আছে। অনেক ক্ষেত্রেই ট্রাক্টর বা গরুর গাড়িতে বা ইঞ্জিন ভ্যানে করে মাটি আনতে দেয় না প্রশাসন। বাধ্য হয়ে সাইকেল বা বাইকে করে মাটি সংগ্রহ করতে হয়। পরিবেশ ও মাটির জন্য জলাশয়গুলি রক্ষাও করতে হবে। সমস্যা মেটাতে প্রশাসনেরই উদ্যোগী হওয়া জরুরী। পরিবেশ বাঁচিয়ে জলা জমি রক্ষা করে কিভাবে কুমোরদের জীবিকা রক্ষা করা যায় তাই নিয়ে সঠিক পদক্ষেপ প্রয়োজন প্রশাসনের।

চায়ের দোকানে প্লাস্টিক, চিনামাটির কাপ কিম্বা কাগজের কাপে চা বিক্রি হয়। মাটির ভাঁড়ের দাম বেশি বলে অনেক দোকানেই মাটির ভাঁড় ব্যবহার করতে চান না। তবে আশার আলোর দেখা যাচ্ছে তন্দুরি চায়ের জন্য। তন্দুরি চায়ে আগ্রহ বেড়েছে খদ্দেরের, চায়ের দোকানে ব্লগারদের আনাগোনা তাই। তন্দুরি চায়ের জন্য চাই মাটির ভাঁড়। প্রশাসনের প্লাস্টিক নিষিদ্ধ করার জন্য, ভাঁড়ের যোগান অনেকটাই বেড়েছে।

এখন নানা জিনিষের উপর পটচিত্র আঁকার চল হয়েছে, এতে উপার্জন বেড়েছে পটশিল্পীদের। বিভিন্ন অনুষ্ঠানে বাঙালিয়ানা ছোঁয়া পেতে রেস্তোরাগুলিতে মাটির থালায় খাওয়া দাওয়ার ব্যবস্থা করানো হচ্ছে। সুন্দর সুন্দর ডিজাইন করা মাটির পাত্রগুলির শুধু ঐতিহ্য বা ব্যবহারিক দিক নয়, এতে ফুটে উঠেছে মৃৎশিল্পীদের শৈল্পীক দিকটিও।

কুমোরদের পুরনো পদ্ধতির চাকটিও বেশ ভারী, চালানোও শ্রমসাধ্য। আধুনিক উদ্যোগের যন্ত্রপাতি নিতে হবে, নিতে হবে সরকারি উদ্যোগ। যাতে শিল্পীদের উন্নয়নের রূপরেখা সঠিক দিশা পায়।

জীবিকাগুলি এখন সংকটপূর্ণ অবস্থায় রয়েছে। মৃৎশিল্পীদের ঘরে আধুনিক বংশধরেরা পড়াশোনা শিখছে এবং চেষ্টা করছে অন্য জীবিকা অবলম্বন করার। বংশগত জীবিকা বাঁচিয়ে রাখার জন্য সরকারি উৎসাহ খুবই জরুরী। বিভিন্ন মেলাতে ঘর সাজানোর উপকরণ হিসেবে মাটির জিনিসপত্র বিক্রির ব্যবস্থা করতে হবে। ‘লক্ষীভান্ডার’ কে পিগি ব্যাংকের সঙ্গে প্রতিযোগিতা করার জন্য সরকারি উৎসাহ দরকার। কুমোরদের ঐতিহ্য বজায় রাখার জন্য প্রশাসনের সঙ্গে এগিয়ে আসতে হবে সমাজের সর্বস্তরের মানুষজনকে।।

তথ্যঋণ : আনন্দবাজার জেলা ক্যাম্পাস এবং বিভিন্ন সংবাদ মাধ্যম।


আপনার মতামত লিখুন :

2 responses to “কুমোরপাড়ার মৃৎশিল্পীরা খুঁজছে মাটির নিরাপত্তা : রিঙ্কি সামন্ত”

  1. Tapan kumar Samanta says:

    খুবই সুন্দর হয়েছে।

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ১৪৩১ সংগ্রহ করতে ক্লিক করুন