রথযাত্রা উপলক্ষে শুভ দিনে কামারপুকুর মঠ ও মিশনের সাধু-সন্ন্যাসীরা রামকৃষ্ণদেবের লক্ষ্মীজলা মাঠে ধান রোপণ করলেন। এদিন এই শুভ ধান রোপণ অনুষ্ঠানে আশপাশের গ্ৰামের চাষিরা ছাড়াও দূর-দূরান্তের ভক্তরা উপস্থিত ছিলেন। লক্ষ্মীজলা মাঠে ধান রোপণের পরই গ্ৰামের চাষিরা তাদের ধান রোপণের শুভ সূচনা করলেন।
প্রসঙ্গত, রামকৃষ্ণদেবের পিতা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় যখন দেরে গ্ৰাম ছেড়ে কামারপুকুরে চলে আসেন, সেসময় শুকলাল গোস্বামী তাঁকে দু-বিঘা জমি দান করেন। মঠ ও মিশনের পার্শ্ববর্তী ওই জমি লক্ষ্মীজলা নামে পরিচিত। ওই জমিতে ক্ষুদিরাম প্রতি বছর রথযাত্রায় ধান রোপণের সূচনা করতেন। তারপর চাষিরা ধান রোপণ করা শুরু করতেন। সেই রীতি আজও চলে আসছে।
কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী লোকোত্তরানন্দ মহারাজ জানান, প্রতি বছর ঠাকুর রামকৃষ্ণদেবের পিতৃদেব ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের লক্ষ্মীজলা মাঠে রথযাত্রার দিনে ধান রোপণের কাজ শুরু হয়। এই পবিত্র দিনে আদি দেবতা রঘুবীর, ঠাকুর রামকৃষ্ণদেব, মা সারদা ও স্বামীজির জয় ঘোষণা করে ধান রোয়ার কাজ শুরু হয় ।তারপর মঠের ৬০/৭০ বিঘা জমিতে ধান রোপণের কাজ শুরু করেন জন-মজুরেরা। গ্ৰামের চাষিরাও এরপর চাষ শুরু করেন। এই রীতি প্রথা আজও চলে আসছে।