বিজেপির নেতাদের ফাঁকা বুলিতে যে আর কাজ হচ্ছে না তা বেশ স্পষ্ট। করোনা এবং আমফানে মানুষ জর্জরিত। এই দুঃসময়ে সাধারণ মানুষের পাশে না দাঁড়িয়ে শুধু রাজনীতি এটা আর মানুষ পছন্দ করছে না। লোকসভা ভোট মাত্র একবছর পার হয়েছে। এরই মধ্যে মানুষের মোহভঙ্গ হয়েছে। দলে দলে সাধারণ মানুষ আর বিজেপির ছত্র ছায়ায় না থেকে তৃণমূল কংগ্রেসর পতাকা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন যজ্ঞে শামিল হতে চাইছেন।
আজ কোচবিহার উত্তর বিধানসভার পাতলাখাওয়া গ্রাম পঞ্চায়েতের পুটিমারী এলাকায় শান্তি বিশ্বাস মহাশয়ের নেতৃত্বে ২৭ টি পরিবারের ১০৫ জন মানুষ প্রাক্তন সাংসদ ও বর্তমানে কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি পার্থ প্রতিম রায়-এর হাত ধরে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। সকলকে দলের পক্ষ থেকে স্বাগত জানান তিনি। উপস্থিত ছিলেন পাতলাখাওয়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের ওয়ার্কিং সভাপতি নাসিরুদ্দিন মিয়া, সম্পাদক বেলাল কাজী, প্রধান গৌতম রায়, গোপাল দাস-সহ অনান্যরা।