নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের, সেন্টার ফর ল্যাঙ্গুয়েজ, ট্রান্সলেশন অ্যান্ড কালচারাল স্টাডিজের উদ্যোগে ৩রা ফেব্রুয়ারি আয়োজিত হল বিংশতিতম পার্টিশন বক্তৃতা। বেঙ্গল পার্টিশন নিয়ে বিকল্প এক আখ্যান নির্মাণের উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয়ের বেঙ্গল পার্টিশন রিপোজিটরির পক্ষ থেকে বিগত ৮ বছর ধরে নিয়মিত আয়োজিত হচ্ছে এই বক্তৃতামালা। ইতিমধ্যেই , বিখ্যাত সাহিত্যিক দেবেশ রায় থেকে শুরু করে বহু প্রথিতযশা অধ্যাপক ও গবেষক এই বক্তৃতমালাতে আমন্ত্রিত হয়েছেন। মানববিদ্যা অনুষদের দ্বারা আয়োজিত এইবারে আমন্ত্রিত বক্তা ছিলেন বাংলাদেশ রিসার্চ ইনিশিয়েটিভের কার্যনির্বাহী অধিকর্তা অধ্যাপক মেঘনা গুহ ঠাকুরতা। অনুষ্ঠাটিতে উদ্বোধনী ভাষণ দেন নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের সম্মানীয় উপাচার্য অধ্যাপক রঞ্জন চক্রবর্তী। পার্টিশন বক্তৃতামালা এবং বেঙ্গল পার্টিশন রিপোজিটরি প্রকল্প সম্বন্ধে আলোকপাত করেন মানববিদ্যা অনুষদের অধিকর্তা অধ্যাপক মননকুমার মন্ডল। নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের সেমিনার হলে অনুষ্ঠিত এই আয়োজনে উপস্থিত ছিলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গবেষক, শিক্ষিকা এবং উৎসাহী ছাত্র ছাত্রীরা। অনুষ্ঠানে বেঙ্গল পার্টিশন রিপোজিটরির মৌখিক সাক্ষাৎকারের দ্বিতীয় ক্যাটালগটির আবরণ উন্মোচন করেন সম্মানীয় উপাচার্য অধ্যাপক রঞ্জন চক্রবর্তী, অধ্যাপক মেঘনা গুহ ঠাকুরতা, অধ্যাপক মননকুমার মন্ডল এবং অধ্যাপক শর্মিষ্ঠা চ্যাটার্জি। ১০০টি মৌখিক সাক্ষাৎকার সম্বলিত এই ক্যাটালগটিতে স্থান পেয়েছে উত্তরবঙ্গ ও বাংলাদেশের বেশ কিছু অঞ্চলের উদ্বাস্তুদের জীবন অভিজ্ঞতা।
মূল বক্তৃতায়, অধ্যাপক গুহ ঠাকুরতা তাঁর জীবনের ব্যক্তিগত স্মৃতি, দেশভাগ এবং উদ্বাসন বিষয়ে শ্রোতাদের কাছে তাঁর অভিজ্ঞতা তুলে ধরেন। দেশভাগের পরবর্তী বাংলাদেশের জীৱন ও রাজনৈতিক পরিস্থিতি সম্বন্ধে মূল্যবান কিছু তথ্য উঠে আসে তাঁর আলোচনায়। পাশাপাশি, বেঙ্গল পার্টিশন রিপোজিটরির বিগত কয়েক বছরের কার্যকলাপ সম্বন্ধে দর্শকদের অবহিত করেন অধ্যাপক মননকুমার মন্ডল। মানববিদ্যা অনুষদের অধীনে সেন্টার ফর ল্যাঙ্গুয়েজ, ট্রান্সলেশন অ্যান্ড কালচারাল স্টাডিজের বেঙ্গল পার্টিশন রিপোজিটরি নামক প্রকল্পটির ভবিষ্যৎ পরিকল্পনা এবং অভিমুখ সম্বন্ধে বিস্তৃত এক রূপরেখা তিনি প্রদান করেন।
প্রসঙ্গত, এই উদ্যোগটি নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের, মানববিদ্যা অনুষদের দ্বারা ২০১৬ সালে গৃহীত বেঙ্গল পার্টিশন রিপোজিটরি প্রকল্পের একটি অংশ। নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় প্রকল্পিত এই জন-গবেষণা প্রকল্পটি বাংলার পার্টিশন ও একাত্তরের মুক্তিযুদ্ধ সমকালীন ব্যক্তিক স্মৃতি সংগ্রহ করেছে। ইতিমধ্যেই প্রকল্পের পক্ষ থেকে প্রায় ৫০০র অধিক মানুষের সাক্ষাৎকার সংগ্রহ করা হয়েছে এবং সেগুলিকে বিশ্ববিদ্যালয় কর্তৃক সংরক্ষণ করা হচ্ছে। প্রায়, ৪৩ জন আগ্রহী গবেষক ও শিক্ষার্থী এই প্রকল্পের যুক্ত।
it is wonderful to know tat my friend and philosopher dr Meghna Guha Thakurta is in town and I would have been benefitted if I was given a chance to listen to her lecture as a researcher on bangladesh