শনিবার | ২৪শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ | রাত ১০:০৮
Logo
এই মুহূর্তে ::
রবীন্দ্রনাথ ও শান্তিনিকেতন : শান্তা দেবী বাঙালি মুসলমান সম্পাদিত প্রথম পত্রিকা : ড. মোহাম্মদ মনিরুজ্জামান সিন্ধু সভ্যতার ভূখণ্ড মেলুহা-র সঙ্গে বাণিজ্যে মাগান দেশ : অসিত দাস তদন্তমূলক সাংবাদিকতা — প্রধান বিচারপতির কাছে খোলা চিঠি : দিলীপ মজুমদার হেমন্তকুমার সরকার ও নজরুল-স্মৃতিধন্য মদনমোহন কুটির : ড. দীপাঞ্জন দে রামমোহন — পুবের সূর্য পশ্চিমে অস্তাচলে গেলেও শেষ জীবনে পিছু ছাড়েনি বিতর্ক : মোহন গঙ্গোপাধ্যায় মাওবাদী দমন না আদিবাসীদের জমি জঙ্গল কর্পোরেট হস্তান্তর : তপন মল্লিক চৌধুরী জৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষে শ্রী অপরা একাদশী মাহাত্ম্য : রিঙ্কি সামন্ত পর্যটন মানচিত্রে রামমোহনের জন্মভূমিতে উন্নয়ন না হওয়ায় জনমানসে ক্ষোভ : মোহন গঙ্গোপাধ্যায় সংগীতে রবীন্দ্রনাথ : সৌম্যেন্দ্রনাথ ঠাকুর গোয়ার সংস্কৃতিতে সুপারি ও কুলাগার কৃষিব্যবস্থা : অসিত দাস পুলওয়ামা থেকে পহেলগাঁও, চিয়ার লিডার এবং ফানুসের শব : দিলীপ মজুমদার ক্যের-সাংরী কথা : নন্দিনী অধিকারী সুপারি তথা গুবাক থেকেই এসেছে গোয়ার নাম : অসিত দাস রোনাল্ড রসের কাছে জব্দ ম্যালেরিয়া : রিঙ্কি সামন্ত রাজ্যে পেঁয়াজের উৎপাদন বাড়ছে, কমবে অন্য রাজ্যের উপর নির্ভরতা : মোহন গঙ্গোপাধ্যায় উনিশের উত্তরাধিকার : শ্যামলী কর কেট উইন্সলেটের অভিনয় দক্ষতা ও চ্যালেঞ্জিং ভূমিকার ৩টি চলচ্চিত্র : কল্পনা পান্ডে হিন্দু-জার্মান ষড়যন্ত্র মামলা — আমেরিকায় রবীন্দ্রনাথ ঠাকুরের সংকট : সুব্রত কুমার দাস সিন্ধুসভ্যতার ভাষা যে ছিল প্রোটোদ্রাবিড়ীয়, তার প্রমাণ মেলুহা তথা শস্যভাণ্ডার : অসিত দাস চল্লিশের রাজনৈতিক বাংলার বিস্মৃত কথাকার সাবিত্রী রায় (শেষ পর্ব) : সুব্রত কুমার দাস জাতিভিত্তিক জনগণনার বিজেপি রাজনীতি : তপন মল্লিক চৌধুরী গরমের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে তালশাঁসের চাহিদা : রিঙ্কি সামন্ত চল্লিশের রাজনৈতিক বাংলার বিস্মৃত কথাকার সাবিত্রী রায় (ষষ্ঠ পর্ব) : সুব্রত কুমার দাস ভারতের সংবিধান রচনার নেপথ্য কারিগর ও শিল্পীরা : দিলীপ মজুমদার চল্লিশের রাজনৈতিক বাংলার বিস্মৃত কথাকার সাবিত্রী রায় (পঞ্চম পর্ব) : সুব্রত কুমার দাস আলোর পথযাত্রী : মৈত্রেয়ী ব্যানার্জী চল্লিশের রাজনৈতিক বাংলার বিস্মৃত কথাকার সাবিত্রী রায় (চতুর্থ পর্ব) : সুব্রত কুমার দাস কন্নড় মেল্ল থেকেই সিন্ধুসভ্যতার ভূখণ্ডের প্রাচীন নাম মেলুহা : অসিত দাস রবীন্দ্রনাথের চার্লি — প্রতীচীর তীর্থ হতে (শেষ পর্ব) : রিঙ্কি সামন্ত
Notice :

পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ বুদ্ধ পূর্ণিমা (গুরু পূর্ণিমা) আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা।  ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন,  ই-মেল : pagefour2020@gmail.com

বিশ্ব থেকে ক্যানসারকে নির্মূল করতে গবেষণায় একের পর এক সাফল্য রূপায়ণের : মোহন গঙ্গোপাধ্যায়

মোহন গঙ্গোপাধ্যায় / ১৩৫৩ জন পড়েছেন
আপডেট শনিবার, ৮ মার্চ, ২০২৫

পশ্চিমবঙ্গের গর্ব। দেশের অহংকার। অনলস প্রয়াস ও সদিচ্ছা আজ তাকে নিয়ে গেছে সাফল্যের শীর্ষ শিখরে। ক্যানসার গবেষণায় একের পর এক সাফল্য। লক্ষ্য একটাই বিশ্ব থেকে ক্যানসারকে নির্মূল করা। নিজে শিখতে চায়, সব সময় পজিটিভ চিন্তা ভাবনা, ধৈর্য্য তার একমাত্র পুঁজি এবং অন্যের সফলতায় নিজেকে খুঁজে পায়। উদ্দেশ্য একটাই বিশ্বে দাগ কেটে যাওয়া। এই সবুজ তরুণকে ঘিরে হুগলির আরামবাগে জনমানসে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। যাকে ঘিরে এই উন্মাদনা, তিনি হলেন রূপায়ণ কুণ্ডু।

প্রসঙ্গত, রূপায়ণের একের পর এক ক্যানসার নিয়ে গবেষণা ও জনমানসে সচেতন গড়ে তোলা তাক লাগিয়েছে গোটা বিশ্বকে। এ রাজ্যের প্রান্তিক গ্ৰাম থেকে উঠে আসা রূপায়ণের নাম সকলের মুখে মুখে। জেদ আর অধ্যবসায়, সেই সঙ্গে শিক্ষা ও খেলাধুলায় সকলের নজর কেড়েছে। ক্লাসে কখনও দ্বিতীয় হয়নি। মাধ্যমিকে এ রাজ্যে প্রথম স্থানাধিকারী। শিক্ষার প্রতি অনুরাগ ও সমাজের প্রতি দায়বদ্ধতা তাকে পেয়ে বসেছে। সে দেখেছে মুমূর্ষু রোগীর কান্না, দেখেছে নিকট আত্মীয়ের ক্যান্সারে হাঁটুর উপর থেকে বাদ দেওয়ার যন্ত্রণা। তাই সে মনে মনে ঠিক করে ফেলেছিল বিশ্ব থেকে ক্যানসারকে নির্মূল করতে হবে। এজন্য ক্যানসার গবেষণা তার ব্রত হয়ে যায়। কলকাতা নীলরতন সরকার মেডিক্যাল কলেজ ও হাসপাতাল থেকে ডাক্তারি পাশ করার পর পাড়ি দেন বিদেশে। উদ্দেশ্য ক্যানসার নিয়ে গবেষণা। এই গবেষণায় একের পর এক সাফল্য।

রূপায়ণ কুণ্ডু জানান, ক্যানসার গবেষণায় সাফল্যের পিছনে যাঁরা ছিলেন এঁদের মধ্যে ডা. শৌনক মজুমদার। প্যানক্রিয়াস বা অগ্নাশয়ের ক্যানসার গবেষণায় উল্লেখযোগ্য সাফল্য মানবকল্যাণে সহায়তা করবে। পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রের ক্লিভল্যান্ড ক্লিনিকে ইউনোথেরাপি নিয়ে গবেষণায় আর এক সাফল্য সমগ্র বিশ্বে দাগ কেটেছে। যা ওঙ্কোলজি কোষ স্তরে যুগান্তকারী আবিষ্কার হিসেবে বিবেচিত হয়েছে। বর্তমানে এই চিকিৎসার সমাধানে বৈপ্লবিক পরিবর্তন এসেছে বলা যেতে পারে। এর পিছনে ডা. লুসি কেনেডির অবদান অনস্বীকার্য। কারণ এঁর সাহায্যে ইউনোথেরাপির কৌশল ও পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে কাজ করেছি। রূপায়ণ আরও জানান, তরুণদের মধ্যে ক্যানসারের ক্রমবর্ধমান হার বৃদ্ধি নিয়ে গবেষণায় যুগান্তকারী সাফল্য এনে দিয়েছে। সাফল্যের পিছনে ডা. অলোক খোরানা নাম করতেই হয়।

উল্লেখ্য, রূপায়ণ Sigma xi, the scientific research honor society-র সদস্য হিসেবে বিবেচিত হয়েছে। গর্বের বিষয় যেখানে ২০০-র বেশি নোবেল বিজয়ী বিজ্ঞানী যুক্ত আছেন।

প্রসঙ্গত, ডা. রূপায়ণের গলি থেকে রাজপথে উত্তরণ। সমাজকে উন্নততর সমাজে রূপায়িত করার লক্ষ্যে বাবা-মা-মাসিমা নবজাত সন্তানের নাম রাখেন রূপায়ণ। গ্রামের ছটপটে আমুদে, ডাকাবুকো, প্রাণ-প্রাচুর্যে ভরপুর, মিশুকে, শৃঙ্খলা-পরায়ণ, সহপাঠীদের কাছে নির্ভরযোগ্য, বিশ্বস্ত ও সৎ। রূপায়ণ বয়সের তুলনায় বড়দের সঙ্গেও খেলাতে সমান দক্ষ। তৃতীয় শ্রেনী থেকেই পাবলিক বাসে নিজেই দূরবর্তী বিদ্যালয়ে যাতায়াত করে প্রাথমিক বিদ্যালয়ের পাঠ সমাপ্ত করেন। পরে দূরবর্তী প্রত্যন্ত গ্রামীন বিদ্যালয় “ডিহিবাগনান কে. বি. রায়, উচ্চ বিদ্যালয়ে পঞ্চম শ্রেনীতে ভর্তি হয়। গতিশীল চরিত্রের অধিকারী রূপায়ণ কুন্ডু আন্তঃবিদ্যালয়ের বিভিন্ন স্তরের ফুটবল, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন খেলায় ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সক্রিয় অংশগ্রহণ ও পরিচালনায় পারদর্শী হয়ে ওঠেন। বহুবার দলনায়ক হিসাবে আন্তঃবিদ্যালয় প্রতিযোগিতায় অংশ নেয় ছাত্র রূপায়ণ। উল্লেখ করতেই হয় বিদ্যালয়ে পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তার দিদি এই বিদ্যালয়ের ছাত্রী অলিভিয়া কুন্ডু মাধ্যমিকে রাজ্যে মেয়েদের মধ্যে দ্বিতীয় ও হুগলী জেলায় প্রথম হয়। আর ২০১৩ সালে মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম স্থানাধিকারী রূপায়ণ।

সরকারের শিক্ষা দপ্তরের পরিচালনায় কলকাতাস্থিত ঐতিহাসিক টাউন হলে সংবর্ধনা সভায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রূপায়ণকে তার পরবর্তী পড়াশোনার জন্য সর্বপ্রকার সাহায্যের প্রস্তাব দেন। রূপায়ণ নিজের জন্য কিছু না চেয়ে বিদ্যালয়ের ক্রীড়া কার্যক্রমের মাধ্যমে উন্নততর সমাজগঠনের লক্ষ্যে মিনি ইনডোর স্টেডিয়াম তৈরী করে দিতে বলেন। সরকার তার ইচ্ছা পূরণ করে। যা গত ২০২৪ সালের ১২ জানুয়ারি বিদ্যালয়ের ৭৫তম প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে সুদূর ক্লিভল্যান্ড ক্লিনিক ও হায়ো (বিশ্বব্যাঙ্ক ২) U.S.A. থেকে রূপায়ণ কুন্ডু ভার্চুয়ালী উদ্বোধন করেন। ২০১৫-তে দ্বাদশ শ্রেনীতে মর্যাদাপূর্ন জাতীয় ফেলোসিপ প্রোগ্রাম ‘KVPY’-এ নির্বাচিত হয় রূপায়ণ। ২০১৫ তে কলকাতাস্থিত ‘NRS’ মেডিকেল কলেজে MBBS পাঠক্রমে ভর্তি হয়। ২০২১ তে “Mayo Clinic” রচেস্টার USA তে (World Rank 1) স্কলারশিপ-সহ তার অত্যন্ত পছন্দের বিষয় ক্যানসার গবেষনার অংশ হিসাবে প্যানক্রিয়াস ক্যানসার নিয়ে গবেষনা করেন। ভারত তথা বিশ্ব থেকে ক্যানসার নিরাময়ের মূলমন্ত্র নিয়ে ২০১১ সাল থেকে আজও কাজ করে যাচ্ছেন। এখনও ডা. রূপায়ণ বিশ্বে ক্যানসার প্রতিরোধ, নিরাময় ও গবেষনার জন্য ক্লিভল্যান্ডে (USA) “Velosano Bike Race to care Cancer” প্রজেক্টের অংশীদার। যেটি USA-র “TV 20 News”-এ ধারাবাহিক প্রচারিত হচ্ছে। সেই সঙ্গে রূপায়ণের সাফল্য এবং গুরুত্বপূর্ণ সাক্ষাৎকার নিচ্ছে পত্রপত্রিকাগুলি। যা আমাদের দেশের গর্ব।

প্রসঙ্গত, প্রত্যন্ত গ্রামের বাসিন্দাদের চিকিৎসা পরিষেবা দুরূহ হওয়ার জন্য এবং তাদের কষ্ট দেখে রূপায়ণের মনে ডাক্তার হওয়ার স্বপ্ন গভীরভাবে প্রথিত হয়। গ্রামের প্রথম ডাক্তার রূপায়ণ MBBS-এ ভর্তি হন মাত্র ১৬ বছর বয়সে। এ রাজ্যের মাধ্যমিক পরীক্ষায় ১০ লক্ষাধিক পরীক্ষাত্রীর মধ্যে প্রথম হওয়ার জন্য মুখ্যমন্ত্রী ও রাজ্যপাল পুরস্কৃত করেন। বিভিন্ন সংগঠন থেকেও গোল্ড মেডেল, সংবর্ধনা দেওয়া হয়। ডাক্তারিতে ভর্তি হওয়ার রাস্তা তত সহজ ছিলো না রূপায়ণের পক্ষে। প্রায় সাড়ে তিন ঘন্টা বাস-ট্রেন জার্নি করে ট্রেনিং নিতে যেতেন উইকেন্ড এ কলকাতায়। ৯২% স্কলারশিপ নিয়ে পড়াশোনা করতেন। অনেক সময় অপচয় না করে ট্রেনের মধ্যেও পড়াশোনা করতেন। শুধু পড়াশোনা নয়, খেলাধুলাতেও তীব্র আগ্রহী রূপায়ণ স্কুলের ক্রিকেট ও ফুটবল টীমের ক্যাপ্টেন ছিলেন। এমনকি ব্যাডমিন্টন এ জেলাস্তরে কম্পিটিশন করেছে। খেলার প্রতি অনুরাগ এতটাই ছিল যে, মাধ্যমিকে এ রাজ্যে প্রথম হওয়ার পর যখন মমতা বন্দ্যোপাধ্যায় জিজ্ঞেস করেছিলেন কি চাই? তিনি নিজের জন্য কিছু না চেয়ে, স্কুলের জন্য স্পোর্টস কমপ্লেক্স গড়ে দিতে বলেন। যাতে ছাত্রছাত্রীরা রোদ, ঝড় বৃষ্টি নির্বিশেষে খেলাধুলো করতে পারে। মুখ্যমন্ত্রীর উপহারকে কাজে লাগিয়ে বিদ্যালয় কর্তৃপক্ষ রূপায়ণের নামে সেটার নামকরণ করেন “রূপায়ণ স্পোর্টস কমপ্লেক্স”।

রূপায়ণ NRS মেডিকেল কলেজ থেকে ডাক্তারি পাস করে Mayo Clinic, যেটা বিশ্বের ১ নম্বর হাসপাতালে স্টুডেন্ট হিসেবে যান এবং পরবর্তীকালে সেখানে ডাক্তার শৌনক মজুমদার-এর গাইডেন্স-এ প্যানক্রিয়েটিক ক্যান্সার নিয়ে গবেষণা করেন। এখন রূপায়ণ Cleveland Clinic এর MD জেনারেল মেডিসিনের এর দ্বিতীয় বর্ষের রেসিডেন্ট, যেটা বিশ্বের দ্বিতীয় নম্বর হাসপাতাল। এই সবুজ তরুণকে ঘিরে হুগলির আরামবাগে জনমানসে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

রূপায়ণের একের পর এক ক্যানসার নিয়ে গবেষণা ও জনমানসে সচেতন গড়ে তোলা তাক লাগিয়েছে গোটা বিশ্বকে। এ রাজ্যের প্রান্তিক গ্ৰাম থেকে উঠে আসা রূপায়ণের নাম সকলের মুখে মুখে। রূপায়ণ কুণ্ডু জানান, ক্যানসার গবেষণায় সাফল্যের পিছনে ছিলেন এঁদের মধ্যে ডা. শৌনক মজুমদার। পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রের ক্লিভল্যান্ড ক্লিনিকে ইউনোথেরাপি নিয়ে গবেষণায় সাফল্য সমগ্র বিশ্বে দাগ কেটেছে। যা ওঙ্কোলজি কোষ স্তরে যুগান্তকারী আবিষ্কার হিসেবে বিবেচিত হয়েছে। বর্তমানে এই চিকিৎসার সমাধানে বৈপ্লবিক পরিবর্তন এসেছে বলা যেতে পারে। এর পিছনে ডা. লুসি কেনেডির অবদান অনস্বীকার্য। কারণ এঁর সাহায্যে ইউনোথেরাপির কৌশল ও পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে কাজ করেছি। রূপায়ণ আরও জানান, তরুণদের মধ্যে ক্যানসারের ক্রমবর্ধমান হার নিয়ে গবেষণায় সাফল্য এনে দিয়েছে।


আপনার মতামত লিখুন :

3 responses to “বিশ্ব থেকে ক্যানসারকে নির্মূল করতে গবেষণায় একের পর এক সাফল্য রূপায়ণের : মোহন গঙ্গোপাধ্যায়”

  1. মহম্মদ এহিয়া মির্জা | says:

    রূপায়ণ অনেক অনেক অভিনন্দন তোমাকে তুমি আরো আরো এগিয়ে যাও | তোমার সমাজকে অনেক কিছু দেওয়ার আছে সেই দায়বদ্ধতা নিয়ে সঙ্গে আমাদের সকলের আশীর্বাদ নিয়ে তোমার চলার পথ প্রশস্ত হোক আমাদের এই
    আশা পূর্ণতা পাক |

  2. Prasanta Kumar Datta says:

    Rupayan was my brilliant student in Dihibagnan K. B.Ray H.S. School. He took private coaching from me from his childhood. He had an extraordinary genius.
    I pray to Almighty Father for his astounding career not only as a research scholar but also in every sphere of life.
    Uttisthata jagrata prappa baran nibodhoto.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ১৪৩১ সংগ্রহ করতে ক্লিক করুন