নদিয়া জেলা বইমেলা ২০২৪ সালে চল্লিশতম বছরে পদার্পণ করলো। ৪০তম নদিয়া বইমেলা বিশেষ হয়ে রইল এই প্রথম নদিয়া জেলা বইমেলার মুখপত্র প্রকাশের জন্য। ফি-বছর নদিয়া বইমেলা হয় কিন্তু বইমেলার দৈনন্দিন ঘটনা লিপিবদ্ধ করে সংরক্ষণের কোনো ব্যবস্থা ইতিপূর্বে করা হয়েছিল না। কিন্তু ২০২৪ সালে প্রথম নদিয়া বইমেলার দৈনন্দিন ঘটনাগুলিকে লিপিবদ্ধ করে বুলেটিন আকারে প্রকাশ করার উদ্যোগ নেওয়া হয়। জেলা বইমেলার এই মুখপত্রের নাম দেওয়া হয়েছে ‘নদিয়া বইমেলা’। নদিয়া জেলা বইমেলার এই মুখপত্রটি জেলার সমস্ত গ্রন্থাগারকর্মী, জেলা বইমেলা কমিটির সদস্যবৃন্দ ও সকল বইপ্রেমী মানুষদেরকে নিয়ে ২০২৪ সাল থেকে পথচলা শুরু করল।
প্রাথমিক পর্যায়ে এই মুখপত্রে জেলা বইমেলা সম্পর্কিত বিভিন্ন খবরাখবর দৈনিক ভিত্তিতে প্রকাশের পরিকল্পনা নেওয়া হয়েছিল। কিন্তু মুদ্রণ বিষয়ক কিছু সীমাবদ্ধতার কারণে প্রথম বছর সেই ভাবনার সার্থক রূপায়ণ সম্ভব হয়নি। অতঃপর বইমেলার চতুর্থ দিন অর্থাৎ ২১ ডিসেম্বর, ২০২৪ থেকে এই মুখপত্র দৈনিক ভিত্তিতে প্রকাশের প্রচেষ্টা করা হয়েছিল। কিন্তু সেই প্রচেষ্টাও পরিপূর্ণতা পায়নি। পরিশেষে চল্লিশতম নদিয়া বইমেলার শেষ দিন অর্থাৎ ২৪ ডিসেম্বর, ২০২৪ (মঙ্গলবার) মেলার মূলমঞ্চ থেকে আনুষ্ঠানিকভাবে জেলা বইমেলার এই মুখপত্রটি প্রকাশ করা সম্ভব হয়। সেই সময় মঞ্চে উপস্থিত ছিলেন — পশ্চিমবঙ্গ সরকারের বিজ্ঞান প্রযুক্তি ও জৈব প্রযুক্তি বিভাগের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, নাকাশিপাড়ার বিধায়ক কল্লোল খাঁ, করিমপুরের বিধায়ক বিমলেন্দু সিংহরায়, ৪০তম নদিয়া বইমেলা সমন্বয় উপসমিতির সভাপতি শিবনাথ চৌধুরী, কার্যকরী সভাপতি সুব্রত ঘোষ, বিশিষ্ট কবি রামকৃষ্ণ দে এবং জেলা গ্রন্থাগার আধিকারিক (নদিয়া) ড. প্রবোধ মাহাত-সহ স্থানীয় গ্রন্থাগার কৃত্যকের সদস্যবৃন্দ।
এই বুলেটিনে চল্লিশতম নদিয়া বইমেলার বিভিন্ন অনুষ্ঠান-কার্যক্রম, পরিকল্পনা প্রভৃতির কথা এবং বইমেলা সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রতিযোগিতা ইত্যাদির কথা প্রতিবেদন আকারে ছোটো ছোটো করে লিপিবদ্ধ করার প্রচেষ্টা হয়েছে। ‘নদিয়া বইমেলা’— এই বুলেটিনটি সম্পর্কে আরো কয়েকটি তথ্য হলো— ৪০তম নদিয়া জেলা বইমেলার মুখপত্র হিসেবে ‘নদিয়া বইমেলা’ প্রথম বর্ষ, প্রথম সংখ্যা প্রকাশ পায়। প্রকাশকাল মঙ্গলবার ২৪ ডিসেম্বর, ২০২৪ (৮ পৌষ, ১৪৩১)। বইমেলা কমিটির পক্ষে ড. প্রবোধ মাহাত (জেলা গ্রন্থাগার আধিকারিক, নদিয়া) কর্তৃক এটি প্রকাশিত। উপদেষ্টা হিসেবে রয়েছেন প্রলয় রায়চৌধুরী (অতিরিক্ত জেলাশাসক, ভূমি ও ভূমি সংস্কার, নদিয়া)। চার পৃষ্ঠার সাদাকালো এই মুখপত্রটি মুদ্রিত হয়েছে স্ক্রীণ-ও-আর্ট, কৃষ্ণনগর থেকে। এর সম্পাদক দেবব্রত বোস (প্রাক্তন গ্রন্থাগারিক) ও শিল্পী সেনগুপ্ত বিশ্বাস (গ্রন্থাগারিক, কৃষ্ণনগর পাবলিক লাইব্রেরি)। আর সহযোগী সম্পাদক ড. দীপাঞ্জন দে।
জেলা বইমেলা সম্পর্কিত বিভিন্ন খবরা-খবর ভাবিপ্রজন্মের কাছে তুলে ধরাই হলো এই প্রকাশনার উদ্দেশ্য। মেলায় আগত প্রকাশক, ক্রেতাগণ, স্টল প্রভৃতি সংক্রান্ত সংবাদ এই মুখপত্রে মুদ্রিত হতে পারে। ফি-বছর জেলা বইমেলায় আগত প্রকাশনা সংস্থার তালিকা, বইমেলা প্রাঙ্গণে আয়োজিত প্রতিযোগিতাগুলির ফলাফল প্রভৃতি এই বইমেলা মুখপত্রে প্রকাশিত হতে পারে। এটি জেলা বইমেলার চল্লিশতম বর্ষ। বইমেলা মুখপত্র প্রকাশ শুরু হলো। আজ থেকে দশবছর পরে নদিয়া জেলা বইমেলা তার পঞ্চাশতম বছরে পদার্পণ করবে। সেই সময় অর্থাৎ বইমেলার ৫০তম বর্ষে বিগত দশ বছরের প্রকাশিত বইমেলা মুখপত্রগুলি একত্রিত করে গ্রন্থাকারে প্রকাশ করা যেতে পারে। তখন সেটি হবে নদিয়া জেলা বইমেলা সম্পর্কিত একটি প্রামাণ্য দলিল।
লেখক: সহযোগী সম্পাদক, ‘নদিয়া বইমেলা’, ৪০তম নদিয়া জেলা বইমেলার মুখপত্র।