শুক্রবার | ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | সকাল ৭:০৯
Logo
এই মুহূর্তে ::
মাইহার ঘরানার সম্রাট আলি আকবর খান (শেষ পর্ব) : রিঙ্কি সামন্ত ওয়াকফ হিংসার জের কি মুর্শিদাবাদেই থেমে গিয়েছে : তপন মল্লিক চৌধুরী এক বাগদি মেয়ের লড়াই : দিলীপ মজুমদার এই সেনসরশিপের পিছনে কি মতাদর্শ থাকতে পারে : কল্পনা পাণ্ডে শিব কম্যুনিস্ট, বিষ্ণু ক্যাপিটেলিস্ট : জ্যোতি বন্দ্যোপাধ্যায় ‘গায়ন’ থেকেই গাজন শব্দের সৃষ্টি : অসিত দাস কালাপুষ্প : মোহন গঙ্গোপাধ্যায় পয়লা বৈশাখ থেকে শুরু হোক বাঙালি-অস্মিতার প্রচারযাত্রা : দিলীপ মজুমদার মাইহার ঘরানার সম্রাট আলি আকবর খান (প্রথম পর্ব) : রিঙ্কি সামন্ত পেজফোর-এর নববর্ষ বিশেষ সংখ্যা ১৪৩২ প্রকাশিত হল সিন্ধিভাষায় দ্রাবিড় শব্দের ব্যবহার : অসিত দাস সিন্ধুসভ্যতার জীবজগতের গতিপ্রকৃতির মোটিফ : অসিত দাস হনুমান জয়ন্তীতে নিবেদন করুন ভগবানের প্রিয় নৈবেদ্য : রিঙ্কি সামন্ত গল্প লেখার গল্প : হাসান আজিজুল হক ওড়িশার হীরক ত্রিভুজ : ললিতগিরি, উদয়গিরি ও রত্নগিরি (শেষ পর্ব) : জমিল সৈয়দ চড়কপূজা কি আসলে ছিল চণ্ডকপূজা : অসিত দাস অরুণাচলের আপাতিনি : নন্দিনী অধিকারী ওড়িশার হীরক ত্রিভুজ : ললিতগিরি, উদয়গিরি ও রত্নগিরি (সপ্তম পর্ব) : জমিল সৈয়দ শাহরিয়ার কবিরকে মুক্তি দিন : লুৎফর রহমান রিটন ওড়িশার হীরক ত্রিভুজ : ললিতগিরি, উদয়গিরি ও রত্নগিরি (ষষ্ঠ পর্ব) : জমিল সৈয়দ ওয়াকফ সংশোধনী আইন এই সরকারের চরম মুসলিম বিরোধী পদক্ষেপ : তপন মল্লিক চৌধুরী ওড়িশার হীরক ত্রিভুজ : ললিতগিরি, উদয়গিরি ও রত্নগিরি (পঞ্চম পর্ব) : জমিল সৈয়দ যশোধরা — এক উপেক্ষিতা নারীর বিবর্তন আখ্যান : সসীমকুমার বাড়ৈ কলকাতার কাঁচাভেড়া-খেকো ফকির ও গড়ের মাঠ : অসিত দাস ওড়িশার হীরক ত্রিভুজ : ললিতগিরি, উদয়গিরি ও রত্নগিরি (চতুর্থ পর্ব) : জমিল সৈয়দ রামনবমী পালন এবং হুগলী চুঁচুড়ার শ্রীরামমন্দির : রিঙ্কি সামন্ত ওড়িশার হীরক ত্রিভুজ : ললিতগিরি, উদয়গিরি ও রত্নগিরি (তৃতীয় পর্ব) : জমিল সৈয়দ মিয়ানমারে ভূমিকম্প — প্রতিবেশী দেশের জনগণের পাশে বাংলাদেশ : হাসান মোঃ শামসুদ্দীন ওড়িশার হীরক ত্রিভুজ : ললিতগিরি, উদয়গিরি ও রত্নগিরি (দ্বিতীয় পর্ব) : জমিল সৈয়দ হুমায়ুন-এক স্মৃতি-এক আলাপ : মৈত্রেয়ী ব্যানার্জী
Notice :

পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই বাংলা নববর্ষ ১৪৩২-এর আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা।  ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন,  ই-মেল : pagefour2020@gmail.com

নদিয়া বইমেলা মুখপত্র : দীপাঞ্জন দে

দীপাঞ্জন দে / ৭২৫ জন পড়েছেন
আপডেট মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪

নদিয়া জেলা বইমেলা ২০২৪ সালে চল্লিশতম বছরে পদার্পণ করলো। ৪০তম নদিয়া বইমেলা বিশেষ হয়ে রইল এই প্রথম নদিয়া জেলা বইমেলার মুখপত্র প্রকাশের জন্য। ফি-বছর নদিয়া বইমেলা হয় কিন্তু বইমেলার দৈনন্দিন ঘটনা লিপিবদ্ধ করে সংরক্ষণের কোনো ব্যবস্থা ইতিপূর্বে করা হয়েছিল না। কিন্তু ২০২৪ সালে প্রথম নদিয়া বইমেলার দৈনন্দিন ঘটনাগুলিকে লিপিবদ্ধ করে বুলেটিন আকারে প্রকাশ করার উদ্যোগ নেওয়া হয়। জেলা বইমেলার এই মুখপত্রের নাম দেওয়া হয়েছে ‘নদিয়া বইমেলা’। নদিয়া জেলা বইমেলার এই মুখপত্রটি জেলার সমস্ত গ্রন্থাগারকর্মী, জেলা বইমেলা কমিটির সদস্যবৃন্দ ও সকল বইপ্রেমী মানুষদেরকে নিয়ে ২০২৪ সাল থেকে পথচলা শুরু করল।

প্রাথমিক পর্যায়ে এই মুখপত্রে জেলা বইমেলা সম্পর্কিত বিভিন্ন খবরাখবর দৈনিক ভিত্তিতে প্রকাশের পরিকল্পনা নেওয়া হয়েছিল। কিন্তু মুদ্রণ বিষয়ক কিছু সীমাবদ্ধতার কারণে প্রথম বছর সেই ভাবনার সার্থক রূপায়ণ সম্ভব হয়নি। অতঃপর বইমেলার চতুর্থ দিন অর্থাৎ ২১ ডিসেম্বর, ২০২৪ থেকে এই মুখপত্র দৈনিক ভিত্তিতে প্রকাশের প্রচেষ্টা করা হয়েছিল। কিন্তু সেই প্রচেষ্টাও পরিপূর্ণতা পায়নি। পরিশেষে চল্লিশতম নদিয়া বইমেলার শেষ দিন অর্থাৎ ২৪ ডিসেম্বর, ২০২৪ (মঙ্গলবার) মেলার মূলমঞ্চ থেকে আনুষ্ঠানিকভাবে জেলা বইমেলার এই মুখপত্রটি প্রকাশ করা সম্ভব হয়। সেই সময় মঞ্চে উপস্থিত ছিলেন — পশ্চিমবঙ্গ সরকারের বিজ্ঞান প্রযুক্তি ও জৈব প্রযুক্তি বিভাগের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, নাকাশিপাড়ার বিধায়ক কল্লোল খাঁ, করিমপুরের বিধায়ক বিমলেন্দু সিংহরায়, ৪০তম নদিয়া বইমেলা সমন্বয় উপসমিতির সভাপতি শিবনাথ চৌধুরী, কার্যকরী সভাপতি সুব্রত ঘোষ, বিশিষ্ট কবি রামকৃষ্ণ দে এবং জেলা গ্রন্থাগার আধিকারিক (নদিয়া) ড. প্রবোধ মাহাত-সহ স্থানীয় গ্রন্থাগার কৃত্যকের সদস্যবৃন্দ।

এই বুলেটিনে চল্লিশতম নদিয়া বইমেলার বিভিন্ন অনুষ্ঠান-কার্যক্রম, পরিকল্পনা প্রভৃতির কথা এবং বইমেলা সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রতিযোগিতা ইত্যাদির কথা প্রতিবেদন আকারে ছোটো ছোটো করে লিপিবদ্ধ করার প্রচেষ্টা হয়েছে। ‘নদিয়া বইমেলা’— এই বুলেটিনটি সম্পর্কে আরো কয়েকটি তথ্য হলো— ৪০তম নদিয়া জেলা বইমেলার মুখপত্র হিসেবে ‘নদিয়া বইমেলা’ প্রথম বর্ষ, প্রথম সংখ্যা প্রকাশ পায়। প্রকাশকাল মঙ্গলবার ২৪ ডিসেম্বর, ২০২৪ (৮ পৌষ, ১৪৩১)। বইমেলা কমিটির পক্ষে ড. প্রবোধ মাহাত (জেলা গ্রন্থাগার আধিকারিক, নদিয়া) কর্তৃক এটি প্রকাশিত। উপদেষ্টা হিসেবে রয়েছেন প্রলয় রায়চৌধুরী (অতিরিক্ত জেলাশাসক, ভূমি ও ভূমি সংস্কার, নদিয়া)। চার পৃষ্ঠার সাদাকালো এই মুখপত্রটি মুদ্রিত হয়েছে স্ক্রীণ-ও-আর্ট, কৃষ্ণনগর থেকে। এর সম্পাদক দেবব্রত বোস (প্রাক্তন গ্রন্থাগারিক) ও শিল্পী সেনগুপ্ত বিশ্বাস (গ্রন্থাগারিক, কৃষ্ণনগর পাবলিক লাইব্রেরি)। আর সহযোগী সম্পাদক ড. দীপাঞ্জন দে।

জেলা বইমেলা সম্পর্কিত বিভিন্ন খবরা-খবর ভাবিপ্রজন্মের কাছে তুলে ধরাই হলো এই প্রকাশনার উদ্দেশ্য। মেলায় আগত প্রকাশক, ক্রেতাগণ, স্টল প্রভৃতি সংক্রান্ত সংবাদ এই মুখপত্রে মুদ্রিত হতে পারে। ফি-বছর জেলা বইমেলায় আগত প্রকাশনা সংস্থার তালিকা, বইমেলা প্রাঙ্গণে আয়োজিত প্রতিযোগিতাগুলির ফলাফল প্রভৃতি এই বইমেলা মুখপত্রে প্রকাশিত হতে পারে। এটি জেলা বইমেলার চল্লিশতম বর্ষ। বইমেলা মুখপত্র প্রকাশ শুরু হলো। আজ থেকে দশবছর পরে নদিয়া জেলা বইমেলা তার পঞ্চাশতম বছরে পদার্পণ করবে। সেই সময় অর্থাৎ বইমেলার ৫০তম বর্ষে বিগত দশ বছরের প্রকাশিত বইমেলা মুখপত্রগুলি একত্রিত করে গ্রন্থাকারে প্রকাশ করা যেতে পারে। তখন সেটি হবে নদিয়া জেলা বইমেলা সম্পর্কিত একটি প্রামাণ্য দলিল।

লেখক: সহযোগী সম্পাদক, ‘নদিয়া বইমেলা’, ৪০তম নদিয়া জেলা বইমেলার মুখপত্র।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ১৪৩১ সংগ্রহ করতে ক্লিক করুন