ভাগীরথীর ভাঙনে বিপন্ন পূর্ব বর্ধমানের কবাডি গ্রাম বলে পরিচিত কালীনগর। ভাঙন পরিস্থিতি সরেজমিনে দেখতে এবং কী করণীয় তা বুঝে নিতে সোমবার ২৯ জুন সেখানে যান মন্ত্রী স্বপন দেবনাথ, জেলাশাসক বিজয় ভারতী, জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধাড়া, মহকুমাশাসক সুমনসৌরভ মোহান্তি প্রমুখ।
ছবি ও সংবাদ: মোহন সাহা