রবিবার | ২৫শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ | রাত ১:৩৭
Logo
এই মুহূর্তে ::
রবীন্দ্রনাথ ও শান্তিনিকেতন : শান্তা দেবী বাঙালি মুসলমান সম্পাদিত প্রথম পত্রিকা : ড. মোহাম্মদ মনিরুজ্জামান সিন্ধু সভ্যতার ভূখণ্ড মেলুহা-র সঙ্গে বাণিজ্যে মাগান দেশ : অসিত দাস তদন্তমূলক সাংবাদিকতা — প্রধান বিচারপতির কাছে খোলা চিঠি : দিলীপ মজুমদার হেমন্তকুমার সরকার ও নজরুল-স্মৃতিধন্য মদনমোহন কুটির : ড. দীপাঞ্জন দে রামমোহন — পুবের সূর্য পশ্চিমে অস্তাচলে গেলেও শেষ জীবনে পিছু ছাড়েনি বিতর্ক : মোহন গঙ্গোপাধ্যায় মাওবাদী দমন না আদিবাসীদের জমি জঙ্গল কর্পোরেট হস্তান্তর : তপন মল্লিক চৌধুরী জৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষে শ্রী অপরা একাদশী মাহাত্ম্য : রিঙ্কি সামন্ত পর্যটন মানচিত্রে রামমোহনের জন্মভূমিতে উন্নয়ন না হওয়ায় জনমানসে ক্ষোভ : মোহন গঙ্গোপাধ্যায় সংগীতে রবীন্দ্রনাথ : সৌম্যেন্দ্রনাথ ঠাকুর গোয়ার সংস্কৃতিতে সুপারি ও কুলাগার কৃষিব্যবস্থা : অসিত দাস পুলওয়ামা থেকে পহেলগাঁও, চিয়ার লিডার এবং ফানুসের শব : দিলীপ মজুমদার ক্যের-সাংরী কথা : নন্দিনী অধিকারী সুপারি তথা গুবাক থেকেই এসেছে গোয়ার নাম : অসিত দাস রোনাল্ড রসের কাছে জব্দ ম্যালেরিয়া : রিঙ্কি সামন্ত রাজ্যে পেঁয়াজের উৎপাদন বাড়ছে, কমবে অন্য রাজ্যের উপর নির্ভরতা : মোহন গঙ্গোপাধ্যায় উনিশের উত্তরাধিকার : শ্যামলী কর কেট উইন্সলেটের অভিনয় দক্ষতা ও চ্যালেঞ্জিং ভূমিকার ৩টি চলচ্চিত্র : কল্পনা পান্ডে হিন্দু-জার্মান ষড়যন্ত্র মামলা — আমেরিকায় রবীন্দ্রনাথ ঠাকুরের সংকট : সুব্রত কুমার দাস সিন্ধুসভ্যতার ভাষা যে ছিল প্রোটোদ্রাবিড়ীয়, তার প্রমাণ মেলুহা তথা শস্যভাণ্ডার : অসিত দাস চল্লিশের রাজনৈতিক বাংলার বিস্মৃত কথাকার সাবিত্রী রায় (শেষ পর্ব) : সুব্রত কুমার দাস জাতিভিত্তিক জনগণনার বিজেপি রাজনীতি : তপন মল্লিক চৌধুরী গরমের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে তালশাঁসের চাহিদা : রিঙ্কি সামন্ত চল্লিশের রাজনৈতিক বাংলার বিস্মৃত কথাকার সাবিত্রী রায় (ষষ্ঠ পর্ব) : সুব্রত কুমার দাস ভারতের সংবিধান রচনার নেপথ্য কারিগর ও শিল্পীরা : দিলীপ মজুমদার চল্লিশের রাজনৈতিক বাংলার বিস্মৃত কথাকার সাবিত্রী রায় (পঞ্চম পর্ব) : সুব্রত কুমার দাস আলোর পথযাত্রী : মৈত্রেয়ী ব্যানার্জী চল্লিশের রাজনৈতিক বাংলার বিস্মৃত কথাকার সাবিত্রী রায় (চতুর্থ পর্ব) : সুব্রত কুমার দাস কন্নড় মেল্ল থেকেই সিন্ধুসভ্যতার ভূখণ্ডের প্রাচীন নাম মেলুহা : অসিত দাস রবীন্দ্রনাথের চার্লি — প্রতীচীর তীর্থ হতে (শেষ পর্ব) : রিঙ্কি সামন্ত
Notice :

পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ বুদ্ধ পূর্ণিমা (গুরু পূর্ণিমা) আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা।  ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন,  ই-মেল : pagefour2020@gmail.com

প্রথম পাঠ — মার্কসবাদের বিশ্বভ্রমণ : সন্দীপন চক্রবর্তী

সন্দীপন চক্রবর্তী / ২৩৬ জন পড়েছেন
আপডেট শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫

এবার কলকাতা বইমেলায় নবজাতক প্রকাশনের স্টলে একটা বই চোখে পড়ল। ‘মার্কসবাদের বিশ্বভ্রমণ’। অদ্ভুত নাম। মার্কস একজন মানুষ, তিনি বিশ্বভ্রমণ করতে পারেন। কিন্তু মার্কসবাদ কিভাবে বিশ্বভ্রমণ করবে? ভেতরের পাতা উল্টে লেখকের ‘নিবেদন’ পড়ে ব্যাপারটা বোঝা গেল। মার্কসের মতবাদ কিভাবে সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়েছে, তার দৃষ্টান্ত তুলে ধরতে চেয়েছেন লেখক।

সেই বক্তব্য স্পষ্ট করার জন্য প্রথম অধ্যায়ের নাম দেওয়া হয়েছে ‘কার্ল মার্কসের মৃত্যু ও মৃত্যুহীনতা’। মানুষ অমর নয়, তাই কালের নিয়মে একদিন মৃত্যু হয়েছে মার্কসের। কিন্তু মহাদেব যেমন পঞ্চশরকে দগ্ধ করে বিশ্বময় ছড়িয়ে দিয়েছিলেন, তেমনি মার্কসবাদও বিশ্বময় ছড়িয়ে পড়েছে।

পরবর্তী চারটি অধ্যায়ে লেখক মার্কবাদের বিশ্বব্যাপ্তির দলিল তুলে ধরেছেন। দ্বিতীয় অধ্যায়ে আলোচিত হয়েছে পৃথিবীর বিভিন্ন দেশের সেইসব মানুষের কথা যাঁরা মার্কসবাদের চর্চা করেছেন এবং করে চলেছেন। তৃতীয় দেশে দেওয়া হয়েছে পৃথিবীর বিভিন্ন দেশে কমিউনিস্ট ও সমমনোভাবাপন্ন দল গঠনের কথা। চতুর্থ অধ্যায়ে পৃথিবীর বিভিন্ন দেশের কমিউনিস্ট ও সমমনোভাবাপন্ন প্রশাসকের সংক্ষিপ্ত পরিচয় দেবার চেষ্টা করেছেন লেখক। পঞ্চম অধ্যায়টি খুব গুরুত্বপূর্ণ। এখানে ১৯১৮ থেকে ২০০০ সাল পর্যন্ত মার্কসবাদী চিন্তার প্রসার ও আন্দোলনের কালপঞ্জি দেওয়া হয়েছে।

শেষ অধ্যায়ে কার্ল মার্কস, ফ্রেডরিখ এঙ্গেলস, ভ্লাদিমির ইলিচ লেনিন, জোসেফ স্তালিন, মাও-জে-দঙের উদ্ধৃতি দেওয়া হয়েছে। এলোমেলো উদ্ধৃতি নয়, উদ্ধৃতি দেওয়া হয়েছে বিষয়ানুযায়ী। যেমন : দ্বান্দ্বিক বস্তুবাদ, ঐতিহাসিক বস্তুবাদ, প্রলেতারিয়েত, বুর্জোয়া, মজুরি-শ্রম-পুঁজি, সাম্যবাদ, ধর্ম, ভারতবর্ষ, পরিবার-বিবাহ-ব্যক্তিগত সম্পদ, রাষ্ট্র, শিল্প-সাহিত্য ইত্যাদি। উদ্ধৃতিগুলির উৎসও নির্দেশিত হয়েছে।

শুধু কমিউনিস্ট কর্মী নয়, ইতিহাসমনস্ক মানুষ ও সমাজবিজ্ঞানের ছাত্রদের কাছে এই বইটি খুব দরকারি যে হবে, তা বলা বাহুল্য।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ১৪৩১ সংগ্রহ করতে ক্লিক করুন