বুধবার | ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:৩০
Logo
এই মুহূর্তে ::
শ্রীচৈতন্য মহাপ্রভুর বৃন্দাবন যাত্রা (প্রথম পর্ব) : রিঙ্কি সামন্ত বাজারে ভেজাল ওষুধের রমরমা দায় কার : তপন মল্লিক চৌধুরী বাঙালি বিজ্ঞানীর গবেষণায় চাঞ্চল্যকর তথ্য ‘কুড়কুড়ে ছাতুতে’ ক্যানসার নিকেশ : মোহন গঙ্গোপাধ্যায় বোলপুর কি সত্যিই বলিপুর : অসিত দাস রাখাইন পরিস্থিতি এবং বাংলাদেশের উপর প্রভাব : হাসান মোঃ শামসুদ্দীন অসুখী রাজকন্যাদের লড়াইয়ের গল্প : রিঙ্কি সামন্ত বিশ্ব থেকে ক্যানসারকে নির্মূল করতে গবেষণায় একের পর এক সাফল্য রূপায়ণের : মোহন গঙ্গোপাধ্যায় কল্পনার ডানায় বাস্তবের রূপকথা : পুরুষোত্তম সিংহ হাইকোর্টের রায়ে ভাবাদিঘীতে তিন মাসের মধ্যে কাজ শুরুর নির্দেশ : মোহন গঙ্গোপাধ্যায় মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী কমছে, সঙ্কটে সরকারি বাংলা মাধ্যম স্কুল : তপন মল্লিক চৌধুরী ফল্গু নদীর তীরে একটি ছোট শহর এই বুদ্ধগয়া : বিজয় চৌধুরী শাহিস্নান নয়, আদতে কথাটি ছিল সহিস্নান : অসিত দাস মৈত্রেয়ী ব্যানার্জি-র ভূতের গল্পো ‘হোমস্টে’ রহস্য ঘেরা বলিউডের নক্ষত্রপতন : রিঙ্কি সামন্ত বাঁকুড়ার দু-দিন ব্যাপী দেশীয় বীজ মেলায় দেশজ বীজের অভূতপূর্ব সম্ভার পেজফোর-এর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৫ এত গুণী একজন মানুষ কত আটপৌরে : মৈত্রেয়ী ব্যানার্জী সরস্বতীর উৎস সন্ধানে : অসিত দাস ‘সব মরণ নয় সমান’ সৃজনশিল্পী প্রতুল মুখোপাধ্যায়কে যথোচিত মর্যাদায় স্মরণ : মোহন গঙ্গোপাধ্যায় সিপিএম-এর রাজ্য সম্মেলন, তরুণ প্রজন্মের অন্তর্ভূক্তি নিয়ে খামতি রয়েছে দলে : তপন মল্লিক চৌধুরী প্রথম পাঠ — মার্কসবাদের বিশ্বভ্রমণ : সন্দীপন চক্রবর্তী বঙ্গবিভূষণ কাশীকান্ত মৈত্র স্মারকগ্রন্থ : ড. দীপাঞ্জন দে ‘খানাকুল বাঁচাও’ দাবিতে সরব খানাকুল-সহ গোটা আরামবাগের মানুষ : মোহন গঙ্গোপাধ্যায় হরি হরের কথা এবং বীরভূমের রায়পুরে বুড়োনাথের বিয়ে : রিঙ্কি সামন্ত ত্র্যম্বকেশ্বর দর্শনে মোক্ষলাভ : মৈত্রেয়ী ব্যানার্জী কুম্ভমেলায় ধর্মীয় অভিজ্ঞতার থেকে জনস্বাস্থ্যের ঝুঁকি বেশি : তপন মল্লিক চৌধুরী রাজ্যে পেঁয়াজের উৎপাদন ৭ লক্ষ টন ছাড়াবে, কমবে অন্য রাজ্যের উপর নির্ভরতা : মোহন গঙ্গোপাধ্যায় ‘হিড়িক’ শব্দটির ব্যুৎপত্তি অধরা, আমার আলোকপাত : অসিত দাস বিজয়া একাদশী ব্রত মাহাত্ম্য : রিঙ্কি সামন্ত মৌসুমী মিত্র ভট্টাচার্য্য-র ছোটগল্প ‘শিকড়ের টান’
Notice :

পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ বসন্ত পঞ্চমী ও সরস্বতী পুজোর  আন্তরিক শুভেচ্ছা শুভনন্দন।  ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন,  ই-মেল : pagefour2020@gmail.com

কার্ল মার্কসের পরিজন, পরিকর (প্রথম পর্ব) : দিলীপ মজুমদার

দিলীপ মজুমদার / ২১৫ জন পড়েছেন
আপডেট সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪

আর্নেস্ট চার্লস জোন্স (Ernest Charles Jones) (১৮১৯-১৮৬৯)

তাঁর জন্ম বার্লিনে। বাবা ছিলেন সেনাবাহিনীতে। ব্রিটিশ আর্মি মেজর। আর্নেস্ট জোন্স পড়াশুনো করেছেন মিডল টেম্পেলে। ১৮৪৪ সালে ব্যারিস্টার হয়েছেন।

১৮৪৫ সালে যোগ দিলেন চার্টিস্ট আন্দোলনে। সেই আন্দোলনে জনপ্রিয় হলেন। উদ্দীপক বক্তৃতায় বললেন শাসকের বিরুদ্ধে বলপ্রয়োগের কথা। তাই তাঁকে গ্রেপ্তার করে কারারুদ্ধ করা হল। অন্ধকার কারাগৃহ অবদমিত করতে পারল না তাঁকে। প্রার্থনা বইএর পাতায় নিজের রক্ত দিয়ে লিখলেন এক মহাকাব্যিক কবিতা। নাম যার —‘দ্য রিভোল্ট অব হিন্দুস্তান’।

কারাগার থেকে বেরিয়ে ‘দ্য নোটস টু দ্য পিপল’ পত্রিকায় লেখালেখি শুরু করলেন। যোগ দিলেন ‘দ্য পিপলস পেপার’ পত্রিকায়। ন্যাশনাল চার্টার আন্দোলনে অংশ নিলেন।

কার্ল মার্কস ও ফ্রেডরিখ এঙ্গেলসের সঙ্গে তাঁর ব্যক্তিগত পরিচয় ছিল। মার্কস তাঁর সম্পর্কে লিখেছেন, ‘the most talented, consistent and energetic representative of Chrtism’ . মার্কস ও এঙ্গেলস তাঁর পত্রিকায় লিখতেন। ঔপনিবেশিকতা সম্বন্ধে তাঁর চিন্তা-চেতনা মার্কসকে প্রভাবিত করেছিল। ভারতে ব্রিটিশ শাসনের বিরূপ সমালোচনা করেছেন তিনি। ভারতের স্বাধীনতার জন্য প্রেসিডেন্সির সিপাহিদের অনুপ্রাণিত করেছিলেন তিনি।

তাঁর উপন্যাস ‘দ্য মেড অব ওয়ারশ’, ‘উয়োম্যানস রংগস’; কাব্য ‘দ্য পেইনটার অব ফ্লোরেন্স’,দ্য ব্যাটেল ডে’, দ্য সং অব দ্য পুয়োর’, ‘দ্য সং অব দ্য ডে-লেবারার’, ‘দ্য ফ্যাকট্রি স্লেভ’।

উইলহেল্ম ওয়েটিং (Wilhelm Weitling) (১৮০৮—১৮৭১)

উইলহেল্মের জন্ম প্রুশিয়ার মাগডেবার্গে। খুবই গরিব, দিন-আনা-দিন-খাওয়া পরিবার। তার উপর অকাল মৃত্যু হল বাবার। এ যেন মড়ার উপর খাঁড়ার ঘা। মা তখন পরিচারিকার কাজ করে সংসার চালাতে লাগলেন। এই রকম অবস্থায় প্রথাগত শিক্ষালাভ সম্ভব নয়। উইলহেল্ম দর্জির কাজ শিখতে লাগলেন।

লাইপজিগে এসে রাজনৈতিক আন্দোলন দেখে আগ্রহ জাগল রাজনীতিতে। সেই সঙ্গে লিখতেন ব্যঙ্গ কবিতা। সমাজের দুর্নীতি, অব্যবস্থা এইসব নিয়ে ব্যঙ্গ। ১৮৩৭ সালে যোগদান করলেন ‘লিগ অব দ্য জাস্টে’ (League of the Justa)। সুইজারল্যাণ্ড, জেনিভা, জুরিখে কমিউনিজমের প্রচার শুরু করলেন। ১৮৪৫ সালে গ্রেপ্তার হলেন। ‘দ্য পু্য়োর সিনারস গসপেল’ লেখার জন্য। কারাগার থেকে মুক্ত হবার পরে চলে এলেন প্রুশিয়ায়। ১৮৪৮ সালে জার্মানিতে বিপ্লব শুরু হলে চলে গেলেন সেখানে। আবার সেখান থেকে নিউইয়র্ক।

দর্জির কাজ শিখেছিলেন। নিউইয়র্কে সেলাই মেশিন নিয়ে ভাবতে শুরু করলেন। ডাবল স্টিচ, বাটন হোল, এমব্রয়ডারি – এসবের উন্নতি করেন।

তাঁর বিখ্যাত বই — ‘গ্যারান্টিজ অব হারমনি অ্যাণ্ড ফ্রিডম’। সে বই-এর প্রশংসা করেছেন ব্রুনো বাউয়ার, লুডউইগ ফয়েরবাখ, মিখাইল বাকুনিন ও কার্ল মার্কস।

জর্জ জুলিয়ান হার্নে (George Julian Hearne) (১৮১৭-১৮৯৭)

দক্ষিণ-পূর্ব লণ্ডনের ডেপ্টফোর্ডে জুলিয়ান হার্নের জন্ম। জাহাজিবিদ্যা শেখার কথা মনে হল। ভর্তি হলেন। কিন্তু ভালো লাগল না। চাকরি নিলেন ‘পুয়োর ম্যানস গার্ডিয়ান’ পত্রিকার অফিসে। ‘লণ্ডন ওয়াকিং মেনস অ্যাসোসিয়েশনে’র সদস্য হলেন। ১৮৩৭ সালে ‘ইস্ট লণ্ডন ডেমোক্র্যাটিক অ্যাসোসিয়েশনে’র প্রতিষ্ঠা হল, তিনি যুক্ত হলেন তার সঙ্গে। তিনি বিশ্বাস করতেন সাধারণ ধর্মঘট রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তন আনতে পারবে।

চার্টিস্ট কনসোলিডেশনের সময় ঠিক হয় সাধারণ ধর্মঘট হবে। ১৮৩৯ সালের ১২ আগস্টে। জুলিয়ান মেতে গেলেন সেই ধর্মঘট সফল করতে। উত্তেজক বক্তৃতা দিয়ে বেড়াতে লাগলেন নানা সভায়। তাই ক্ষিপ্ত হয়ে উঠল শাসক। তাঁকে গ্রেপ্তার করা হল।

সেই সাধারণ ধর্মঘট সফল হল না। নিরাশ হয়ে জুলিয়ান চলে গেলেন স্কটল্যাণ্ডে। শেফিল্ডের চার্টিস্ট সংগঠক হয়ে ফিরে এলেন। ১৮৪২ সালে আবার ধর্মঘট। তখন জুলিয়ান গ্রেপ্তার হলেন। কারাগার থেকে মুক্তি লাভ করে ‘নর্দান স্টারে’ সাংবাদিকতা শুরু করেন। পরে এই পত্রিকার সম্পাদক হন।

সার্বিক ভোটাধিকারের আন্দোলন তাঁর জীবনের একটা বড় ঘটনা। ১৮৪৫ সালে গড়ে তুললেন ‘ফ্র্যাটার্নাল ডেমোক্র্যাটস’ নামে একটি সংগঠন। এই সংগঠনের মাধ্যমে তাঁর সঙ্গে পরিচয় হল কার্ল মার্কস ও তাঁর সহযোগী ফ্রেডরিখ এঙ্গেলসের সঙ্গে। ‘নর্দান স্টারে’ তিনি তাঁদের লেখার জন্য আমন্ত্রণ জানালেন। এই পত্রিকার মাধ্যমে তিনি সমাজতন্ত্র ও সর্বহারার আন্তর্জাতিকতার প্রচার চালাতে শুরু করলেন।

১৮৫০ সালে তাঁর উদ্যোগে প্রকাশিত হল ‘রেড রিপাবলিকান’ পত্রিকা। এই পত্রিকায় ‘কমিউনিস্ট ম্যানিফেস্টো’র প্রথম ইংরেজি অনুবাদ প্রকাশিত হয়। ইংরেজি অনুবাদ করেন হেলেন ম্যাকফারলেন। এর পরেও জুলিয়ান হার্নে যে সব পত্রিকায় কমিউনিজমের কথা প্রচার করেন সেগুলি হল : ‘ফ্রেণ্ড অব দ্য পিপল’ (১৮৫০), ‘স্টার অব ফ্রিডম’ (১৮৫২), ‘দ্য ভ্যানগার্ড’ (১৮৫৩)। তারপরেও তিনি ‘নর্দান ট্রিবিউন’ ও ‘জার্সি ইন্ডিপেনডেন্ট’ পত্রিকায় সাংবাদিকতা করেছেন। ১৮৬৩ সালে আমেরিকা গিয়ে ১৪ বছর ম্যাসাচুটেসের স্টেট হাউজে কেরানির কাজ করেছেন। সেখান থেকে ফিরে আসেন ইংল্যাণ্ডে। মৃত্যু হয় ১৮৯৭ সালে।

ফার্দিনান্দ ফ্রেইলগড় (Ferdinand Freiligrath) (১৮১০-১৮৭৬)

জার্মান কবি, অনুবাদক, ‘ইয়ং জার্মানি’ আন্দোলনের অংশীদার ফার্দিনান্দের জন্ম ডেটমণ্ডে। তাঁর বাবা ছিলেন শিক্ষক। ডেটমণ্ডের জিমনাসিয়ামে তিনি শুরু করেন পড়াশুনো। তারপর বাণিজ্যিক শিক্ষালাভের জন্য সোয়েস্টে আসেন। ফরাসি আর ইংরেজি সাহিত্য চর্চা শুরু হল। সেই সঙ্গে কাব্যচর্চা। ‘রাইনিশে ওডিয়ন’ নামে একটি পত্রিকা প্রকাশ করলেন। ‘মুজেন আলমানাখ’ পত্রিকায় প্রকাশিত হতে লাগল তাঁর কবিতা। প্রথম কাব্যগ্রন্থ প্রকাশিত হল ১৮৩৮ সালে। জনপ্রিয় হল সেই কাব্যগ্রন্থ। অনেকে তার মধ্যে ভিক্টোরীয় যুগের প্রভাব দেখতে পেলেন। ১৮৪২ সালে প্রাশিয়ার রাজা তাঁকে পেনশন দিলেন।

আমেরিকার কবি হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফেলোর সঙ্গে বন্ধুত্ব হল। ফার্দিনান্দ রাজনীতিতে অংশ গ্রহণ করলেন। প্রত্যাখ্যান করলেন রাজার দেওয়া পেনশন।

বেলজিয়ামে কার্ল মার্কসের সঙ্গে দেখা হল। মার্কসের মতামত তাঁর মনে ছাপ ফেলল। বেলজিয়াম থেকে ফার্দিনান্দ সুইজারল্যাণ্ড, ইংল্যাণ্ড গেলেন। বন্ধু কবি লংফেলোর আহ্বানে ঘুরে এলেন আমেরিকা থেকে।

জার্মানিতে ফিরে বসবাস করতে লাগলেন ডুসেলডর্ফে। ‘নিউ রাইনিশে সাইতুং’ পত্রিকার সাহিত্য বিভাগের সম্পাদক হলেন। এতেই প্রকাশিত হল তাঁর কবিতা—‘দ্য ডেড টু দ্য লিভিং’। সেই কবিতার জন্য রাজরোষে পড়তে হল। তিনি চলে গেলেন ইংল্যাণ্ড। ১৮৬৮ সালে ফিরে এসেছিলেন জার্মানিতে। ১৮৭৬ সালে তাঁর মৃত্যু হয়। [ক্রমশ]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ১৪৩১ সংগ্রহ করতে ক্লিক করুন