মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ঝাড়গ্রাম জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এক পরিষেবা প্রদান অনুষ্ঠান হল ঝাড়গ্রামের ডি এম হলে। অতি মহামারী করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়তে শহরের প্রায় পাঁচশত দরিদ্র পরিবারের হাতে মাস্ক, স্যানিটাইজার, সাবান-সহ কিছু খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী বীরবাহা সরেন নিজেই।
উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলা পরিষদের সভাধিপতি মাধবী বিশ্বাস, গোপীবল্লভপুরের বিধায়ক চূড়ামনি মাহাত, বিনপুরের বিধায়ক খগেন্দ্রনাথ হেমব্রম, ঝাড়গ্রাম পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান দুর্গেশ মল্লদেব, জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি দেবনাথ হাঁসদা, জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি মাননীয় সত্যরঞ্জন বারিক, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শুভ্রা মাহাত, মামনি মুর্মূ, তপন ব্যানার্জী-সহ অন্যান্য কর্মাধ্যক্ষগণ, পঞ্চায়েত সমিতির সভাপতিগন, দলের ব্লক সভাপতিগন, পৌরসভার প্রাক্তন কাউন্সিলরগন-সহ অন্যান্য বিশিষ্ট জনেরা।
জেলা সভানেত্রী বীরবাহা সরেন বলেন, জননেত্রীর নির্দেশে জেলার প্রতিটি তৃণমূল নেতৃত্ব আজ মানুষের পাশে থাকতে বদ্ধপরিকর। এইভাবেই যদি আমরা মানুষের পাশে থাকতে পারি তাহলে একদিন ঠিক করোনা হারবে আমরা জিতব।