শুক্রবার | ২১শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১২:৪৬
Logo
এই মুহূর্তে ::
১৯ ফেব্রুয়ারি ও স্বামীজির স্মৃতিবিজড়িত আলমবাজার মঠ (প্রথম পর্ব) : রিঙ্কি সামন্ত চাষিদের বাঁচাতে রাজ্যের সরাসরি ফসল কেনার দাওয়াই গ্রামীণ অর্থনীতি আরও চাঙ্গা হবে : মোহন গঙ্গোপাধ্যায় বাংলার নবজাগরণের কুশীলব (সপ্তম পর্ব) : দিলীপ মজুমদার মোদীর মিডিয়া ব্যস্ত কুম্ভের মৃত্যুমিছিল ঢাকতে : তপন মল্লিক চৌধুরী রেডিওকে আরো শ্রুতিমধুর করে তুলেছিলো আমিন সায়ানী : রিঙ্কি সামন্ত গোপাল ভাঁড়ের আসল বাড়ি চুঁচুড়ার সুগন্ধ্যায় : অসিত দাস প্রতুলদার মৃত্যু বাংলা গানের জগতে অপূরণীয় ক্ষতি — মমতা বন্দ্যোপাধ্যায় : সুমিত ভট্টাচার্য মহারাজা কৃষ্ণচন্দ্র ও গোপাল ভাঁড়, মিথ এবং ডিকনস্ট্রাকশন : অসিত দাস মহাকুম্ভ ও কয়েকটি প্রশ্ন : মৈত্রেয়ী ব্যানার্জী ভিয়েতনামের গল্প (শেষ পর্ব) : বিজয়া দেব কাশীকান্ত মৈত্রের জন্মশতবর্ষ উদ্‌যাপন : ড. দীপাঞ্জন দে অমৃতের সন্ধানে মাঘী পূর্ণিমায় শাহীস্নান : রিঙ্কি সামন্ত বাংলার নবজাগরণের কুশীলব (ষষ্ঠ পর্ব) : দিলীপ মজুমদার জোড়াসাঁকো ঠাকুরবাড়ির সঙ্গে মহারাজা কৃষ্ণচন্দ্রের যোগ : অসিত দাস ‘হরিপদ একজন বেঁটে খাটো সাদামাটা লোক’-এর গল্প হলেও… সত্যি : রিঙ্কি সামন্ত রোহিঙ্গা সংকট — ফেলে আসা বছর ও আগামীদিনের প্রত্যাশা : হাসান মোঃ শামসুদ্দীন বাংলার নবজাগরণের কুশীলব (পঞ্চম পর্ব) : দিলীপ মজুমদার ‘রাঙা শুক্রবার অথবা কহরকন্ঠ কথা’ উপন্যাস বিষয়ে শতদল মিত্র যা বললেন রবীন্দ্রনাথের ধর্মীয় পরিচয় : গোলাম মুরশিদ কেজরিওয়াল হারলো প্রশাসনের বিভিন্ন স্তরে অরাজকতা ও দায়িত্বজ্ঞানহীনতার জন্য : তপন মল্লিক চৌধুরী বাংলার নবজাগরণের কুশীলব (চতুর্থ পর্ব) : দিলীপ মজুমদার সাহেব লেখক দেড়শো বছর আগেই বলেছিলেন পঞ্চানন কুশারীর কবিয়াল হওয়ার সম্ভাবনার কথা : অসিত দাস বাংলার নবজাগরণের কুশীলব (তৃতীয় পর্ব) : দিলীপ মজুমদার সর্বপাপবিনাশীনি জয়া একাদশী ব্রত মাহাত্ম্য : রিঙ্কি সামন্ত বাংলার নবজাগরণের কুশীলব (দ্বিতীয় পর্ব) : দিলীপ মজুমদার বাজেটে সাধারণের জীবনমানের উন্নয়নের একটি কথাও নেই : তপন মল্লিক চৌধুরী শঙ্খ ঘোষ-এর ‘এখন সব অলীক’ নস্টালজিক অনুভূতি দিয়ে ঘেরা মায়াময় এক জগৎ : অমৃতাভ দে বাংলার নবজাগরণের কুশীলব (প্রথম পর্ব) : দিলীপ মজুমদার কালো গোঁসাইয়ের চিঠি — চিঠিকেন্দ্রীক স্মৃতির পুনর্জীবন : মোঃ তুষার উদ্দিন নব নব রূপে : নন্দিনী অধিকারী
Notice :

পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ বসন্ত পঞ্চমী ও সরস্বতী পুজোর  আন্তরিক শুভেচ্ছা শুভনন্দন।  ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন,  ই-মেল : pagefour2020@gmail.com

উন্নয়ন চলছে, গোঘাটে ঘসিমঘাটার ব্রিজের কাজ শুরু হলো

রিপোর্টার / ২৫৩ জন পড়েছেন
আপডেট বুধবার, ২৪ জুন, ২০২০

বিধায়ক হিসেবে মাত্র ৪ বছর বয়স। এরই মধ্যে গোঘাটের সাধারণ মানুষের মনে নিজের নামটা খোদাই করে ফেলেছেন বিধায়ক মানস মজুমদার। গোঘাটের ভিকদাস থেকে মন্দলঘাটি জিলা পরিষদের রাস্তাটা দীর্ঘদিন খুব খারাপ অবস্থায় ছিল পিডব্লিউডিকে হস্তান্তর করার পর তার আমূল সংস্কার হয়। এরপর মানুষের দাবি ছিল, ঘসিমঘাটার ব্রিজটির সংস্কার করতে হবে। আজ তার শিলান্ন্যাস হলে।

মানস বলেন, আমি চেষ্টা করে যাচ্ছিলাম। আজ সফল হয়েছি। ব্রিজটি সংস্কার করতে খরচ হবে ৪ কোটি ৩৬ লক্ষ টাকা। ভাদুরের এই ঘসিমঘাটা ব্রিজটা অত্যন্ত আধুনিক মানের হবে। আশা রাখছি আগামী ৬ মাসের মধ্যে এই ব্রিজের কাজ শেষ হবে। এই ব্রিজটা হলে এখানকার মানুষ খুব সহজেই আরামবাগ কিংবা বর্ধমানে পৌঁছে যেতে পারবে। আগে শিলান্যাস হতো কিন্তু কাজের কাজ কিছু হতো না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিলান্যাসে বিশ্বাস করেন না। যেদিন শিলান্যাস হলো সেদিন থেকেই কাজ শুরু হয়ে গেল।

ব্রিজের শিলান্যাস করেন হুগলি জেলা পরিষদের সভাধিপতি মেহেবুব রহমান। উপস্থিত ছিলেন জেলাপরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ সুবীর মুখার্জি, শিক্ষা কর্মাধ্যক্ষ গোপাল রায়, নারী ও শিশু কল্যাণ কর্মাধ্যক্ষ প্রতিমা হাঁসদা, পঞ্চায়েত সমিতির সভাপতি মনেরঞ্জন পাল, কৃষি কর্মাধ্যক্ষ নারায়ণ চন্দ্র পাঁজা, পূর্ত কর্মাধ্যক্ষ প্রদীপ রায়, ভাদুর গ্রাম পঞ্চায়েতের প্রধান শান্তি রায়, পিডব্লুডির ইঞ্জিনিয়ার নিরঞ্জন ভড়, পঞ্চায়েত সমিতির সদস্য জাহাঙ্গীর বাদশা-সহ শ্রীমন্ত রায়, প্রবীর ঘোষ প্রমুখ।

ছবি ও সংবাদ : সুভাষ মজুমদার


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ১৪৩১ সংগ্রহ করতে ক্লিক করুন