সোমবার | ২৬শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ | সকাল ১০:০০
Logo
এই মুহূর্তে ::
পল্লীকবি জসীম উদ্দীনের অনবদ্য সৃষ্টি ‘কবর’ কবিতার শতবর্ষ পূর্তি : মনোজিৎকুমার দাস কঠোর শাস্তি হতে চলেছে নেহা সিং রাঠোরের : দিলীপ মজুমদার রবীন্দ্রনাথ ও শান্তিনিকেতন : শান্তা দেবী বাঙালি মুসলমান সম্পাদিত প্রথম পত্রিকা : ড. মোহাম্মদ মনিরুজ্জামান সিন্ধু সভ্যতার ভূখণ্ড মেলুহা-র সঙ্গে বাণিজ্যে মাগান দেশ : অসিত দাস তদন্তমূলক সাংবাদিকতা — প্রধান বিচারপতির কাছে খোলা চিঠি : দিলীপ মজুমদার হেমন্তকুমার সরকার ও নজরুল-স্মৃতিধন্য মদনমোহন কুটির : ড. দীপাঞ্জন দে রামমোহন — পুবের সূর্য পশ্চিমে অস্তাচলে গেলেও শেষ জীবনে পিছু ছাড়েনি বিতর্ক : মোহন গঙ্গোপাধ্যায় মাওবাদী দমন না আদিবাসীদের জমি জঙ্গল কর্পোরেট হস্তান্তর : তপন মল্লিক চৌধুরী জৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষে শ্রী অপরা একাদশী মাহাত্ম্য : রিঙ্কি সামন্ত পর্যটন মানচিত্রে রামমোহনের জন্মভূমিতে উন্নয়ন না হওয়ায় জনমানসে ক্ষোভ : মোহন গঙ্গোপাধ্যায় সংগীতে রবীন্দ্রনাথ : সৌম্যেন্দ্রনাথ ঠাকুর গোয়ার সংস্কৃতিতে সুপারি ও কুলাগার কৃষিব্যবস্থা : অসিত দাস পুলওয়ামা থেকে পহেলগাঁও, চিয়ার লিডার এবং ফানুসের শব : দিলীপ মজুমদার ক্যের-সাংরী কথা : নন্দিনী অধিকারী সুপারি তথা গুবাক থেকেই এসেছে গোয়ার নাম : অসিত দাস রোনাল্ড রসের কাছে জব্দ ম্যালেরিয়া : রিঙ্কি সামন্ত রাজ্যে পেঁয়াজের উৎপাদন বাড়ছে, কমবে অন্য রাজ্যের উপর নির্ভরতা : মোহন গঙ্গোপাধ্যায় উনিশের উত্তরাধিকার : শ্যামলী কর কেট উইন্সলেটের অভিনয় দক্ষতা ও চ্যালেঞ্জিং ভূমিকার ৩টি চলচ্চিত্র : কল্পনা পান্ডে হিন্দু-জার্মান ষড়যন্ত্র মামলা — আমেরিকায় রবীন্দ্রনাথ ঠাকুরের সংকট : সুব্রত কুমার দাস সিন্ধুসভ্যতার ভাষা যে ছিল প্রোটোদ্রাবিড়ীয়, তার প্রমাণ মেলুহা তথা শস্যভাণ্ডার : অসিত দাস চল্লিশের রাজনৈতিক বাংলার বিস্মৃত কথাকার সাবিত্রী রায় (শেষ পর্ব) : সুব্রত কুমার দাস জাতিভিত্তিক জনগণনার বিজেপি রাজনীতি : তপন মল্লিক চৌধুরী গরমের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে তালশাঁসের চাহিদা : রিঙ্কি সামন্ত চল্লিশের রাজনৈতিক বাংলার বিস্মৃত কথাকার সাবিত্রী রায় (ষষ্ঠ পর্ব) : সুব্রত কুমার দাস ভারতের সংবিধান রচনার নেপথ্য কারিগর ও শিল্পীরা : দিলীপ মজুমদার চল্লিশের রাজনৈতিক বাংলার বিস্মৃত কথাকার সাবিত্রী রায় (পঞ্চম পর্ব) : সুব্রত কুমার দাস আলোর পথযাত্রী : মৈত্রেয়ী ব্যানার্জী চল্লিশের রাজনৈতিক বাংলার বিস্মৃত কথাকার সাবিত্রী রায় (চতুর্থ পর্ব) : সুব্রত কুমার দাস
Notice :

পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ বুদ্ধ পূর্ণিমা (গুরু পূর্ণিমা) আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা।  ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন,  ই-মেল : pagefour2020@gmail.com

গান্ধীজি, সতীনাথ ভাদুড়ী ও ঢোঁড়াই : সুদেব সিংহ

সুদেব সিংহ / ১৬৩১ জন পড়েছেন
আপডেট রবিবার, ৩০ জানুয়ারি, ২০২২

কোশী-শিলিগুড়ি রোড, পাকা রাস্তার ধারে বিশাল বটগাছ। তার কাছেই তাৎমাটুলি। তাৎমারা গরিব নিম্নবর্গের মানুষ। তাদেরই পাড়ায় বৌকাবাওয়া ছোট্ট ঢোঁড়াইকে বড়ো করে তুলছেন। ঢোঁড়াই বাপ-মা মরা তাৎমা ঘরের ছেলে। বৌকাবাওয়া সাধক প্রকৃতির। সেদিন ভোরে দাঁতন করতে করতে ঢোঁড়াইকে জাগিয়েছেন বাওয়া। হঠাৎ শুনতে পেলেন, পাড়ার রবিয়া কী চিৎকারই না করছে। তার বাড়িতে ছুটে গিয়ে বাওয়া এবং ঢোঁড়াই দেখে, রবিয়ার উঠোন ভরে গেছে পাড়ার লোকে। নিচু চালের ছাঁচতলা থেকে একটা বিলিতি কুমড়ো ঝুলছে। সকলে হুমড়ি খেয়ে পড়েছে সেইখানটায়। মাচার কুমড়োর গায়ে গানহি বাওয়ার আবির্ভাব হয়েছে। তাৎমারা গোস্বামী তুলসীদাসজির কথা বুঝতে পারে। আর শোনে গানহি বাওয়ার কথা। তাঁকে সাক্ষী রেখে ঢোঁড়াইয়ের গলায় তুলসীকাঠের মালা পরিয়ে দিলেন বাওয়া। আজ থেকে ঢোঁড়াইকে রোজ চান করতে হবে। মাছ-মাংস খাওয়া চলবে না। পান-সুপুরির গুড় দিয়ে পুজো করতে হবে গানহি বাওয়ার।

বাংলার ১৩৫৫ সালের ১৫ জ্যৈষ্ঠ থেকে ২৬ ভাদ্র দেশ পত্রিকার ১৬ টি সংখ্যায় ধারাবাহিকভাবে প্রকাশিত হলো ‘ঢোঁড়াইচরিত মানস’, প্রথম চরণ। ১৩৫৭ সালের ১৩ জ্যৈষ্ঠ থেকে ৩০ ভাদ্র দেশ পত্রিকায় এই উপন্যাসের দ্বিতীয় চরণ প্রকাশিত হলো। ১৯৫১ সালে বেঙ্গল পাবলিশার্স সতীনাথ ভাদুড়ীর এই অত্যাশ্চর্য উপন্যাসের দুটি খণ্ড প্রকাশ করে। কুমড়োর চালে গানহি বাওয়া আর কেউ নন, মহাত্মা গান্ধী। ঢোঁড়াইচরিত মানস-এর মতো আর কোনও উপন্যাস বাংলা কিংবা ভারতীয় অন্যান্য ভাষায় কখনও লেখা হয়েছে কি না, এই নিয়ে যথেষ্ট সন্দিহান বিখ্যাত লেখক ফণীশ্বরনাথ রেণু, সুনীল গঙ্গোপাধ্যায়, ইতিহাসবিদ গৌতম ভদ্র প্রমুখ বহু বিশিষ্টজন।

সতীনাথ ভাদুড়ীর জন্ম ১৯০৬ সালের ২৭ সেপ্টেম্বর পূর্ণিয়া জেলার ভাট্টাবাজারে। পড়াশোনা করেছেন পূর্ণিয়া জেলা স্কুল, পাটনা কলেজ এবং পাটনা বিশ্ববিদ্যালয়ে। তাঁর পড়াশোনার বিষয় অর্থনীতি। ‘বিচিত্রা’ পত্রিকায় প্রথম ছোটগল্প ‘জামাইবাবু’ প্রকাশিত হয় ১৯৩১ সালে। ১৯৪০ সালে গান্ধীজির সত্যাগ্রহে যোগ দিয়ে ছয় মাস কারাবরণ করেন। একই সঙ্গে সোশ্যালিস্ট পার্টির সঙ্গেও যোগাযোগ গড়ে ওঠে। পূর্ণিয়া জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক হন ১৯৪২ সালে। ভারত ছাড়ো আন্দোলনে যোগ দিয়ে ফের গ্রেফতারি। ১৯৪৭ পর্যন্ত বিহার প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক। কিষাণগঞ্জে কংগ্রেসের সংগঠন গড়ে তোলার ক্ষেত্রে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা। দেশভাগ এবং দাঙ্গায় চরম ব্যথিত সতীনাথ ১৯৪৮ সালে কংগ্রেস ছাড়েন। ১৯৪৫ সালে তাঁর জাগরী উপন্যাস প্রকাশিত হলে আলোড়ন সৃষ্টি হয়। জাগরী-র ইংরেজি অনুবাদ দ্য ভিজিল প্রকাশ করে UNESCO। ১৯৫০ সালে জাগরী উপন্যাসের জন্য প্রথম রবীন্দ্র পুরস্কারে সম্মানিত হন। জাগরী উপন্যাসটিও গান্ধীজি, কংগ্রেস এবং এক পরিবারের কাহিনি।

চিত্রগুপ্তের ফাইল, অচিন রাগিণী, সংকট, দিগভ্রান্ত— এগুলি তাঁর বিখ্যাত উপন্যাস। গণনায়ক, চকাচকি, বৈয়াকরণ, মুনাফা ঠাকরুন, বমি কপালিয়া প্রভৃতি তাঁর বিখ্যাত ছোটগল্প।

জীবদ্দশায় জাগরী, অচিন রাগিণী, সংকট প্রভৃতি উপন্যাসের জন্যেই তিনি খ্যাতনামা হন। কিন্তু পরবর্তীকালে ঢোঁড়াইচরিত মানস উপন্যাসটি  সময়ের সঙ্গে সঙ্গে সাহিত্যরসিক তো বটেই, রাষ্ট্রবিজ্ঞান, নৃতত্ত্ব, ভাষাবিজ্ঞান, ইতিহাস প্রভৃতি নানা বিষয়ের বিশেষজ্ঞদের বিচারে আরও আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। ভারতীয় জনমানসের, বিশেষ করে দরিদ্র ভারতবাসীর কাছে গান্ধীজির প্রভাব যেভাবে এই উপন্যাসে প্রতিভাত হয়েছে, তা ইতিপূর্বে কল্পনাতীত ছিল। গরিব নিরক্ষর ভারতবাসী, যাঁরা স্কুল-কলেজের শিক্ষা, স্বাস্থ্য, সরকারি পরিষেবা প্রভৃতি থেকে বঞ্চিত, কোনওক্রমে যাঁরা জীবনধারণ করে, কিন্তু অন্তর দিয়ে রামচরিত মানস জানেন, সমাজের সেই নিম্নবর্গের মানুষের কাছে পৌঁছে গেছে গান্ধীজির বার্তা। ঢোঁড়াই তাদেরই একজন।

১৯১৭-১৮ সাল নাগাদ আহমেদাবাদ এবং বোম্বাইতে দুটি সভায় লোকমান্য তিলক এবং মহাম্মদ আলি জিন্নাহ প্রমুখের উপস্থিতিতে গান্ধীজি বলেন, স্বরাজ তখনই সম্ভব যখন এদেশের লক্ষ কোটি কৃষক জনসাধারণ সংগ্রামে যোগ দেবেন। আমাদের ঘরের মহিলারা আন্দোলনে অংশ না নিলে কোনও কর্মসূচি ব্যাপক আকার গ্রহণ করতে পারবে না। গান্ধীজি নিজে বিহারের চম্পারণ, গুজরাতের খেড়া প্রভৃতি গ্রামীণ অঞ্চলে স্কুল গড়ে তোলার এবং সত্যাগ্রহীদের সংগঠিত করার কাজে যুক্ত হন, সঙ্গে নেন স্ত্রী কস্তুরবাকে। ক্রমশ পরিচিত হন অতীব পিছিয়ে পড়া দেশবাসীর সঙ্গে। অস্পৃশ্যতার বিরুদ্ধে লড়াইয়ের কথা ঘোষণা করেন। তাই জীবদ্দশাতেই ওই তাৎমাটুলির মতো হাজার হাজার গ্রামীণ অঞ্চলে গানহি বাওয়ার আবির্ভাব হয় নেহাতই অকিঞ্চিৎকর লাউ-কুমড়োর মাচায়। আর সেই আখ্যান শোনান সতীনাথ ভাদুড়ীর মতো অসামান্য কথাকার। ১৯৬৫ সালের ৩০ মার্চ সতীনাথ ভাদুড়ীর প্রয়াণের পর জয়প্রকাশ নারায়ণ লেখেন, আমাদের মতো রাজনীতি করিয়েদের চেয়ে গান্ধীজিকে ঢের বেশি চিনেছিলেন সতীনাথ ভাদুড়ীর মতো লেখকরা। কারণ তাঁদের বিচরণ অনুভবের ভূমিতে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ১৪৩১ সংগ্রহ করতে ক্লিক করুন