শুক্রবার | ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | সকাল ৭:২১
Logo
এই মুহূর্তে ::
মাইহার ঘরানার সম্রাট আলি আকবর খান (শেষ পর্ব) : রিঙ্কি সামন্ত ওয়াকফ হিংসার জের কি মুর্শিদাবাদেই থেমে গিয়েছে : তপন মল্লিক চৌধুরী এক বাগদি মেয়ের লড়াই : দিলীপ মজুমদার এই সেনসরশিপের পিছনে কি মতাদর্শ থাকতে পারে : কল্পনা পাণ্ডে শিব কম্যুনিস্ট, বিষ্ণু ক্যাপিটেলিস্ট : জ্যোতি বন্দ্যোপাধ্যায় ‘গায়ন’ থেকেই গাজন শব্দের সৃষ্টি : অসিত দাস কালাপুষ্প : মোহন গঙ্গোপাধ্যায় পয়লা বৈশাখ থেকে শুরু হোক বাঙালি-অস্মিতার প্রচারযাত্রা : দিলীপ মজুমদার মাইহার ঘরানার সম্রাট আলি আকবর খান (প্রথম পর্ব) : রিঙ্কি সামন্ত পেজফোর-এর নববর্ষ বিশেষ সংখ্যা ১৪৩২ প্রকাশিত হল সিন্ধিভাষায় দ্রাবিড় শব্দের ব্যবহার : অসিত দাস সিন্ধুসভ্যতার জীবজগতের গতিপ্রকৃতির মোটিফ : অসিত দাস হনুমান জয়ন্তীতে নিবেদন করুন ভগবানের প্রিয় নৈবেদ্য : রিঙ্কি সামন্ত গল্প লেখার গল্প : হাসান আজিজুল হক ওড়িশার হীরক ত্রিভুজ : ললিতগিরি, উদয়গিরি ও রত্নগিরি (শেষ পর্ব) : জমিল সৈয়দ চড়কপূজা কি আসলে ছিল চণ্ডকপূজা : অসিত দাস অরুণাচলের আপাতিনি : নন্দিনী অধিকারী ওড়িশার হীরক ত্রিভুজ : ললিতগিরি, উদয়গিরি ও রত্নগিরি (সপ্তম পর্ব) : জমিল সৈয়দ শাহরিয়ার কবিরকে মুক্তি দিন : লুৎফর রহমান রিটন ওড়িশার হীরক ত্রিভুজ : ললিতগিরি, উদয়গিরি ও রত্নগিরি (ষষ্ঠ পর্ব) : জমিল সৈয়দ ওয়াকফ সংশোধনী আইন এই সরকারের চরম মুসলিম বিরোধী পদক্ষেপ : তপন মল্লিক চৌধুরী ওড়িশার হীরক ত্রিভুজ : ললিতগিরি, উদয়গিরি ও রত্নগিরি (পঞ্চম পর্ব) : জমিল সৈয়দ যশোধরা — এক উপেক্ষিতা নারীর বিবর্তন আখ্যান : সসীমকুমার বাড়ৈ কলকাতার কাঁচাভেড়া-খেকো ফকির ও গড়ের মাঠ : অসিত দাস ওড়িশার হীরক ত্রিভুজ : ললিতগিরি, উদয়গিরি ও রত্নগিরি (চতুর্থ পর্ব) : জমিল সৈয়দ রামনবমী পালন এবং হুগলী চুঁচুড়ার শ্রীরামমন্দির : রিঙ্কি সামন্ত ওড়িশার হীরক ত্রিভুজ : ললিতগিরি, উদয়গিরি ও রত্নগিরি (তৃতীয় পর্ব) : জমিল সৈয়দ মিয়ানমারে ভূমিকম্প — প্রতিবেশী দেশের জনগণের পাশে বাংলাদেশ : হাসান মোঃ শামসুদ্দীন ওড়িশার হীরক ত্রিভুজ : ললিতগিরি, উদয়গিরি ও রত্নগিরি (দ্বিতীয় পর্ব) : জমিল সৈয়দ হুমায়ুন-এক স্মৃতি-এক আলাপ : মৈত্রেয়ী ব্যানার্জী
Notice :

পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই বাংলা নববর্ষ ১৪৩২-এর আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা।  ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন,  ই-মেল : pagefour2020@gmail.com

মুড ভালো খাবারে ভালো থাকে মনও : রিঙ্কি সামন্ত

রিঙ্কি সামন্ত / ৬১২ জন পড়েছেন
আপডেট রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩

একটা বছরের যবনিকা পড়ে গেলো, রেখে গেলো কিছু আশা-কিছু নিরাশা, কিছু আনন্দ-কিছু দুঃখ। জীবন গতিময় তাই এগিয়ে যেতেই হবে। হতাশা, দুঃখের আবিলতা নিয়ে এগিয়ে চলা যাবে না। মেজাজ চাঙ্গা রাখা খুবই জরুরি। ফুরফুরে মেজাজের জন্য চাই কিছু সহজলভ্য উপকরণ। পর্যাপ্ত বিশ্রাম, নিয়মিত ব্যায়াম, মেডিটেসান ও স্বাস্থ্যকর খাবার আপনার মানসিক স্বাস্থ্য সুস্থ রাখতে সাহায্য করে।

আপনি কি কখনও ভেবে দেখেছেন যে আপনি যা খান তা আপনার অনুভূতিকেও প্রভাবিত করতে পারে?

আমরা সবাই এই আপ্ত বাক্যাংশটি শুনেছি : “You are what you eat.” অর্থাৎ ‘আমরা তাই, যা আমরা খাই”।

আজ ১০টি অত্যাবশ্যকীয় ভিটামিন, খনিজ পদার্থ, যৌগ দ্বারা ভরপুর স্বাস্থ্যকর, সহজলভ্য খাবারের কথা বলবো যাদের আপনি প্রতিদিনের খাবারে অন্তর্ভুক্ত করতে পারেন বা মুড অফ হলে খেতে পারেন।

মেজাজ বৃদ্ধিকারী খাবার খাওয়া শুধুমাত্র সম্ভাব্য মানসিক স্বাস্থ্যের সুবিধাই দেয় না — তারা আমাদের সামগ্রিক শারীরিক সুস্থতার উন্নতি করতে পারে।

ডার্ক চকলেট : মন ভালো রাখতে চকলেটের জুড়ি মেলা ভার তাই মন খারাপ হলেই ফ্রিজে রাখা ডার্ক চকলেটে কামড় বসান। অল্প একটু খেলেই আপনার মুড ভালো হয়ে যাবে কারন একমাত্র ডার্ক চকলেটই মুড বুস্ট করার ক্ষমতা রাখে। ডার্ক চকলেট শরীরে সেরোটিনিন এবং ডোপামিনের স্তর বাড়িয়ে তোলে। এই নিউরোট্রান্সমিটারগুলি সুখানুভূতি বাড়িয়ে তুলতে সাহায্য করে। খুব চাপের মুহূর্তেও

ডার্ক চকোলেট খেতে পারেন। তবে মিল্ক বা অন্য কোন চকলেট খাবেন না যেন। যদি ড্রাই ফ্রুটস দেওয়া ডার্ক চকলেট হয় তাহলে তো কথাই নেই।

আপনার সকালের ওটমিলে একটুকরো ডার্ক চকলেট যোগ করুন বা কফিতে গলিয়ে নিন কিম্বা রাতের খাবারের পরে একটি ছোট টুকরো উপভোগ করুন।

কলা : এটি একটি সুপার ফুড। সমীক্ষা করে দেখা গেছে যে অবসাদে ভোগা মানুষজন কলা খেলে ভালো বোধ করেন। শরীরে ম্যাগনেসিয়ামের অভাব হয়ে গেলে হঠাৎ করে ‘মুড অফ’ হয়ে যায়। শরীরে সেরাটোনিন ক্ষরণের জন্য ম্যাগনেসিয়াম খুবই প্রয়োজনীয়। এই উপাদানের ঘাটতি দেখা গেলে হ্যাপি হরমোন উৎপন্ন হবে না সেটাই তো স্বাভাবিক। কলার মধ্যে থাকা ভিটামিন-বি৬ শরীরে গ্লুকোজের সামঞ্জস্য বজায় রেখে মুড বুস্ট করতে সাহায্য করে। সকালের ব্রেকফাস্টে বা স্মুদিতে বা মাফিনে বেক করে কলা খাওয়া যেতে পারে। তাই মুড সুইংস এবং পরিশ্রান্ত ভাব নিয়ন্ত্রণ করতে খেতে পারেন কলা। যেটি বেশ সহজেই পাওয়া যায়, দামও কম।

বেরি : স্ট্রবেরি, রাস্পবেরি ও ব্লুবেরি অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার যা স্ট্রেসের বিরুদ্ধে লড়াই করে। বেরিতে রয়েছে অ্যান্টি ইনফ্লামেটরি কেমিক্যাল যা স্ট্রেস ডিসঅর্ডার কমাতে সাহায্য করে। বেরী দইতে দিয়ে খেতে পারেন বা স্যালাডে মিষ্টির ফ্লেভার আনতে মেশাতে পারেন।

ব্রাজিল নাট : ব্রাজিল নাট পরিচিত তার পুষ্টিগুণের জন্য। মূলত ব্রাজিলে এর উৎপত্তি বলে এটি ব্রাজিল বাদাম নামেই পরিচিত। এ বাদামে রয়েছে ভিটামিন-এ, ই, এবং প্রচুর পরিমানে অ্যান্টিঅক্সিডেন্ট।

এতে আছে প্রচুর পরিমাণে সেলেনিয়াম যা মেজাজ ভালো করতে বেশ সাহায্য করে। সিলেনিয়ামের স্তর কমে গেলে হতাশা কিংবা অবসাদ আসতে পারে সেই জন্য দুঃখের সময় এক মুঠো ব্রাজিল নাট খাওয়া বেশ উপকারী, মেজাজ চাঙ্গা করতে এটি আপনাকে সাহায্য করবে।

ওটস : ব্রেকফাস্ট থেকে লাঞ্চ, চটজলদি পেট ভরানোর জন্য প্রয়োজন ওটস।এখন ওটস খাওয়ার চল বেড়েছে। এতে উপস্থিত সলিউবল ফাইবার আপনার পেটের খেয়াল রাখে। এটি প্রয়োজনীয় প্রোটিন ও কার্বোহাইড্রেটের ভালো উৎস। সমীক্ষায় দেখা গেছে ওটস নিয়মিত খেলে মুড ভালো থাকে। রেডিমেড ওটস খেতে পারেন বা ডালের সঙ্গে মিশিয়ে বা দুধে নানা ধরনের ফল আর ওটস মিশিয়ে খেতে বেশ সুস্বাদু।

গ্রিন টি : এক কাপ গ্রিন টি আপনার মুড যে একবারে চাঙ্গা করে তুলতে পারে তা এই বিজ্ঞাপনের যুগে মোটামুটি সবাই জানেন। গ্রিন টি-তে থাকা অ্যামাইনো এসিড আপনার শরীরে ডোপামিনের স্তর বাড়িয়ে দেয় এবং ‘হ্যাপি হরমোন’কে পুনরায় হাসিখুশি করে তোলে। এছাড়াও অনেক গুণ রয়েছে এতে যে কারণে মেজাজ খারাপ হলে কফি কাপে চুমুক না দিয়ে বেছে নিন এক কাপ গ্রিন টি।

নানা ধরনের বাদাম ও সিড : উদ্ভিজ আমিষ, ফ্যাট, ফাইবার, ওমেগা থ্রি র দুর্দান্ত উৎস। আমন্ড কাজু পিনাট আখরোট, কুমড়োর বিচি বা সিড, সূর্যমুখের সিড এবং তিল … এগুলো মুড চাঙ্গা করতে, বিষন্নতা কাটাতে দারুন সাহায্য করে।

নিয়মিত এগুলি দু-চারটি করে খেতে পারেন অথবা কোন খাবারের সঙ্গে মিশিয়েও খেতে পারেন। তবে মাথায় রাখবেন অতিরিক্ত কোন জিনিস খাওয়াই স্বাস্থ্যের পক্ষে উপকারী নয়।

আপেল : আপেলের রয়েছে প্রচুর পুষ্টি উপাদান। যা আপনাকে ফেরতাজা করার জন্য যথেষ্ট। রয়েছে আয়রন, প্রোটিন, ভিটামিনসি, কার্বোহাইড্রেট। এতে রয়েছে ফাইবার এবং ফ্ল্যাভোনয়েড পলিমার। ওজন কমানোর জন্য খেতে পারেন খোসা সমেত আপেল। এছাড়াও আপেলে থাকে পলিফেনাল জাতীয় উপাদান। যা অ্যান্টিডিপ্রেশন হিসেবে কাজ করে। দুঃখের সময় মেজাজ ভালো করতে এক কামড় বসিয়ে দিন আপেলে।

মিষ্টি আলু : শীতকাল মানেই পিঠে পুলির সময়। ভাজা পিঠা খেতে হলে মিষ্টি আলুর কথাই মনে পড়বে প্রথমে। ভাবছেন এমনি আলু ডায়েট চার্ট থেকে বাদ থাকে তার উপর আবার মিষ্টি আলু! কিন্তু জানেন কি মিষ্টি আলু খুবই স্বাস্থ্যকর। এতে ক্যালোরি ও কার্বোহাইড্রেট পরিমাণ যথেষ্ট কম। ভিটামিন এ তে ভরপুর, যা শরীরে অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে, ইমিউনিটি বৃদ্ধি করে এমনকি দৈনিক প্রোটিন চাহিদার ৮০ শতাংশ পূরণ করে মিষ্টিআলু। মেজাজ স্থিতিশীল করতে সাহায্য করে মিষ্টি আলু। এই শীতে মটরশুঁটি, শাকসবজি দিয়ে অথবা খোলা সমেত মিষ্টি আলুর স্যুপ বানিয়ে খেতে পারেন।

দই : টক দইয়ে রয়েছে প্রোবায়োটিক উপাদান, ভালো ব্যাকটেরিয়া। এছাড়াও রয়েছে ভিটামিন এ বি সিক্স ক্যালসিয়াম ফসফরাসহ নানান পুষ্টিকর উপাদান। টক দই শরীরের ভালো ব্যাকটেরিয়াগুলিকে চাঙ্গা রাখে ফলে আপনার মুড ভালো থাকবে। মনকে চাঙ্গা করতে টক দইয়ের জুড়ি মেলা ভার।

উপরে যে কটি খাবারের কথা বলা হলো সেগুলি মন খারাপ হলে অনেক ক্ষেত্রেই মন চাঙ্গা করতে সাহায্য করে। তবে দীর্ঘদিন স্টেসে ভুগলে, মানসিক অবসাদ এলে অতি অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিন।


আপনার মতামত লিখুন :

3 responses to “মুড ভালো খাবারে ভালো থাকে মনও : রিঙ্কি সামন্ত”

  1. অংশুমান মজুমদার says:

    অত্যন্ত তথ্যবহুল প্রতিবেদন।

  2. Snigdha chakraborty. says:

    মিষ্টি আলু বাদে বাকী সব খাবারই আমাদের খাদ্য তালিকায় থাকে, তবে কাল থেকে মিষ্টি আলুও তালিকায় রাখবো।

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ১৪৩১ সংগ্রহ করতে ক্লিক করুন