মঙ্গলবার | ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ | ভোর ৫:০৫
Logo
এই মুহূর্তে ::
ত্র্যম্বকেশ্বর দর্শনে মোক্ষলাভ : মৈত্রেয়ী ব্যানার্জী কুম্ভমেলায় ধর্মীয় অভিজ্ঞতার থেকে জনস্বাস্থ্যের ঝুঁকি বেশি : তপন মল্লিক চৌধুরী রাজ্যে পেঁয়াজের উৎপাদন ৭ লক্ষ টন ছাড়াবে, কমবে অন্য রাজ্যের উপর নির্ভরতা : মোহন গঙ্গোপাধ্যায় ‘হিড়িক’ শব্দটির ব্যুৎপত্তি অধরা, আমার আলোকপাত : অসিত দাস বিজয়া একাদশী ব্রত মাহাত্ম্য : রিঙ্কি সামন্ত মৌসুমী মিত্র ভট্টাচার্য্য-র ছোটগল্প ‘শিকড়ের টান’ বাংলাভাষার নেচিতে ‘ময়ান’ ও ‘শাহিস্নান’-এর হিড়িক : অসিত দাস একটু একটু করে মারা যাচ্ছে বাংলা ভাষা : দিলীপ মজুমদার রাজ্যে এই প্রথম হিমঘরগুলিতে প্রান্তিক চাষিরা ৩০ শতাংশ আলু রাখতে পারবে : মোহন গঙ্গোপাধ্যায় সামরিক জান্তার চার বছর — মিয়ানমার পরিস্থিতি : হাসান মোঃ শামসুদ্দীন ১৯ ফেব্রুয়ারি ও স্বামীজির স্মৃতিবিজড়িত আলমবাজার মঠ (প্রথম পর্ব) : রিঙ্কি সামন্ত চাষিদের বাঁচাতে রাজ্যের সরাসরি ফসল কেনার দাওয়াই গ্রামীণ অর্থনীতি আরও চাঙ্গা হবে : মোহন গঙ্গোপাধ্যায় বাংলার নবজাগরণের কুশীলব (সপ্তম পর্ব) : দিলীপ মজুমদার মোদীর মিডিয়া ব্যস্ত কুম্ভের মৃত্যুমিছিল ঢাকতে : তপন মল্লিক চৌধুরী রেডিওকে আরো শ্রুতিমধুর করে তুলেছিলো আমিন সায়ানী : রিঙ্কি সামন্ত গোপাল ভাঁড়ের আসল বাড়ি চুঁচুড়ার সুগন্ধ্যায় : অসিত দাস প্রতুলদার মৃত্যু বাংলা গানের জগতে অপূরণীয় ক্ষতি — মমতা বন্দ্যোপাধ্যায় : সুমিত ভট্টাচার্য মহারাজা কৃষ্ণচন্দ্র ও গোপাল ভাঁড়, মিথ এবং ডিকনস্ট্রাকশন : অসিত দাস মহাকুম্ভ ও কয়েকটি প্রশ্ন : মৈত্রেয়ী ব্যানার্জী ভিয়েতনামের গল্প (শেষ পর্ব) : বিজয়া দেব কাশীকান্ত মৈত্রের জন্মশতবর্ষ উদ্‌যাপন : ড. দীপাঞ্জন দে অমৃতের সন্ধানে মাঘী পূর্ণিমায় শাহীস্নান : রিঙ্কি সামন্ত বাংলার নবজাগরণের কুশীলব (ষষ্ঠ পর্ব) : দিলীপ মজুমদার জোড়াসাঁকো ঠাকুরবাড়ির সঙ্গে মহারাজা কৃষ্ণচন্দ্রের যোগ : অসিত দাস ‘হরিপদ একজন বেঁটে খাটো সাদামাটা লোক’-এর গল্প হলেও… সত্যি : রিঙ্কি সামন্ত রোহিঙ্গা সংকট — ফেলে আসা বছর ও আগামীদিনের প্রত্যাশা : হাসান মোঃ শামসুদ্দীন বাংলার নবজাগরণের কুশীলব (পঞ্চম পর্ব) : দিলীপ মজুমদার ‘রাঙা শুক্রবার অথবা কহরকন্ঠ কথা’ উপন্যাস বিষয়ে শতদল মিত্র যা বললেন রবীন্দ্রনাথের ধর্মীয় পরিচয় : গোলাম মুরশিদ কেজরিওয়াল হারলো প্রশাসনের বিভিন্ন স্তরে অরাজকতা ও দায়িত্বজ্ঞানহীনতার জন্য : তপন মল্লিক চৌধুরী
Notice :

পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ বসন্ত পঞ্চমী ও সরস্বতী পুজোর  আন্তরিক শুভেচ্ছা শুভনন্দন।  ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন,  ই-মেল : pagefour2020@gmail.com

‘হিড়িক’ শব্দটির ব্যুৎপত্তি অধরা, আমার আলোকপাত : অসিত দাস

অসিত দাস / ২৮ জন পড়েছেন
আপডেট সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫

বাংলাভাষার বিশেষজ্ঞদের এখন অনুষ্ঠানের ফিতে কাটার হিড়িক পড়েছে। সঙ্গে সঙ্গে বইয়ের মোড়ক উন্মোচনও চলছে।

বাংলাভাষায় বহুব্যবহৃত একটি শব্দ ‘হিড়িক’।

কিন্তু আশ্চর্যের বিষয় শব্দটির ব্যুৎপত্তি খুঁজে পাওয়া যায় না।

হরিচরণ বন্দ্যোপাধ্যায়ের ‘বঙ্গীয় শব্দকোষ’ শব্দটির ব্যুৎপত্তির জায়গায় জিজ্ঞাসাচিহ্ন বসিয়েছেন। যদিও ‘ভিড়’ শব্দটি থেকে আসতে পারে বলেছেন (?) চিহ্ন যোগে।

জ্ঞানেন্দ্রমোহন দাসের ‘বাঙ্গালাভাষার অভিধান’ও জিজ্ঞাসাচিহ্ন (?) দিয়েছে। ‘হুড়’ থেকে কিনা সে বিষয়েই জিজ্ঞাসা।

কোনও কোনও অভিধানে ‘বাংলায় প্রচলিত’ বলে দায় এড়ানো হয়েছে।

গুলাম মুরশিদ সম্পাদিত বাংলা একাডেমি বিবর্তনমূলক অভিধান জানাচ্ছে শব্দটির ব্যুৎপত্তি অজানা।

তবে প্রয়োগ দেওয়া হয়েছে উদ্ধৃতি সহকারে। ১৮৬১তে হুতোম প্যাঁচার নকশায় আছে ‘হিড়িক’ শব্দটির একাধিক প্রয়োগ। তবে বানান যুগধর্ম অনুযায়ী ‘হিড়ীক’। ‘সেই হিড়ীকে… একজন দলে বাড়লো’। ১৯৩৩য়ে জীবনানন্দ দাশ ব্যবহার করেছেন হিড়িক শব্দটি। ‘তারা খাবে হিড়িকটা কেটে গেলে’। ১৯৬৩তে মনীশ ঘটকের কবিতায় পাচ্ছি ‘কী হিড়িকই আনলে ক্ষুদিরাম’।

সময়াভাবে বিচিত্রা অনলাইন টেগোর ভেরিওরাম দেখা হল না। তাহলে বোঝা যেত হিড়িক শব্দটির প্রতি রবীন্দ্রনাথের পক্ষপাতিত্ব ঠিক কতটা ছিল।

তবে সুবলচন্দ্র মিত্রর আদর্শ বাংলা অভিধানে ‘হিড়িক’ শব্দটির অর্থ দেওয়া হয়েছে, সুযোগ, ভিড়, ঠেলা, চাপ, হাঙ্গামা। শব্দটিকে দেশজ বলা হয়েছে।

তাহলে কি হিড়িকের ব্যুৎপত্তি আরবি-ফারসি থেকে আসতে পারে। নাহ্। সে গুড়েও বালি। তিন-চারটি নামকরা অভিধানেও হিড়িকের টিকি দেখতে পেলাম না।

অতএব অগতির গতি ড. সত্যনারায়ণ দাশ-প্রণীত ‘বাংলায় দ্রাবিড় শব্দ (ব্যুৎপত্তিকোষ)’ বইটি।

দেখলাম, কন্নড় ভাষায় ‘হিডি’ বলে একটি শব্দ আছে। হিডি শব্দের অর্থ চেপে ধরা। ‘হিডিক’ শব্দের অর্থ চাপ। তাহলে হিডিক থেকেই কি বাংলায় হিড়িক? কে জানে, হতেও পারে। বিশেষ করে সুবলচন্দ্র মিত্রের আদর্শ বাংলা অভিধানে হিড়িক শব্দটির অন্যতম অর্থ হল, চাপ। মিলে যাচ্ছে কাঁটায় কাঁটায়।

বাংলায় কত যে দ্রাবিড় শব্দ এখনও অজ্ঞাতমূল শব্দ হিসেবে বিরাজ করছে, তার ইয়ত্তা নেই। ভাষাতাত্ত্বিকদের কাজ হল এগুলি খুঁজে বের করা। তা না করে তাঁরা সেমিনারে বক্তৃতা দিতে ও ফিতে কাটতে ব্যস্ত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ১৪৩১ সংগ্রহ করতে ক্লিক করুন