শুক্রবার | ২রা মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | সকাল ১০:৪৮
Logo
এই মুহূর্তে ::
রামকৃষ্ণ মিশন মানে ধর্মকর্ম নয়, কর্মই যাঁদের ধর্ম তাঁরাই যোগ্য : মৈত্রেয়ী ব্যানার্জী সংস্কারের অভাবে ধুঁকছে সিংহবাহিনী মন্দির, নবগ্রাম (ঘাটাল) : কমল ব্যানার্জী পরিবেশ মেলা ২০২৫ : ড. দীপাঞ্জন দে মন্দির-রাজনীতি মন্দির-অর্থনীতি : দিলীপ মজুমদার স্বাধীনতা-সংগ্রামী মোহনকালী বিশ্বাস স্মারকগ্রন্থ : ড. দীপাঞ্জন দে অক্ষয়তৃতীয়া, নাকি দিদিতৃতীয়া : অসিত দাস আরএসএস-বিজেপি, ধর্মের তাস ও মমতার তৃণমূল : দিলীপ মজুমদার সাবিত্রি রায় — ভুলে যাওয়া তারার খোঁজে… : স্বর্ণাভা কাঁড়ার ছ’দশক পর সিন্ধু চুক্তি স্থগিত বা সাময়িক অকার্যকর হওয়া নিয়ে প্রশ্ন : তপন মল্লিক চৌধুরী বিস্মৃতপ্রায় বঙ্গের এক গণিতবিদ : রিঙ্কি সামন্ত অসুখবেলার পাণ্ডুলিপি : পুরুষোত্তম সিংহ বাবু-ইংরেজি আর সাহেবি বাংলা : মাহবুব আলম সিন্ধুসভ্যতার ফলক ও সিলে হরিণের শিং-বিশিষ্ট ঋষ্যশৃঙ্গ মুনি : অসিত দাস বৈশাখ মাসে কৃষ্ণপক্ষে শ্রীশ্রীবরুথিনী একাদশীর ব্রতকথা মাহাত্ম্য : রিঙ্কি সামন্ত সিন্ধুসভ্যতার লিপি যে প্রোটোদ্রাবিড়ীয়, তার অকাট্য প্রমাণ : অসিত দাস বাঙালির মায়াকাজল সোনার কেল্লা : মৈত্রেয়ী ব্যানার্জী ট্যাটু এখন ‘স্টাইল স্টেটমেন্ট’ : রিঙ্কি সামন্ত ফের আমেদাবাদে হিন্দুত্ববাদীদের অন্য ধর্মের উপর হামলা : তপন মল্লিক চৌধুরী লোকসংস্কৃতিবিদ আশুতোষ ভট্টাচার্য ও তাঁর চিঠি : দিলীপ মজুমদার নববর্ষের সাদর সম্ভাষণ : শিবরাম চক্রবর্তী নববর্ষ গ্রাম থেকে নগরে : শিহাব শাহরিয়ার ফিরে আসছে কলের গান : ফজলুল কবির সিন্ধুসভ্যতার ফলকে খোদিত ইউনিকর্ন আসলে একশৃঙ্গ হরিণ : অসিত দাস একটু রসুন, রসুনের কথা শুনুন : রিঙ্কি সামন্ত ১২ বছর পর আরামবাগে শোলার মালা পরিয়ে বন্ধুত্বের সয়লা উৎসব জমজমাট : মোহন গঙ্গোপাধ্যায় কোনিয়াকদের সঙ্গে দু’দিন : নন্দিনী অধিকারী স্বচ্ছ মসলিনের অধরা ব্যুৎপত্তি : অসিত দাস বাড়বে গরম, চোখের নানান সমস্যা থেকে সাবধান : ডা. তনুশ্রী চক্রবর্তী আঠালো মাটি ফুঁড়ে জন্মানো শৈশব : আনন্দগোপাল হালদার মাইহার ঘরানার সম্রাট আলি আকবর খান (শেষ পর্ব) : রিঙ্কি সামন্ত
Notice :

পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ অক্ষয় তৃতীয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা।  ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন,  ই-মেল : pagefour2020@gmail.com

পরিবেশ মেলা ২০২৫ : ড. দীপাঞ্জন দে

ড. দীপাঞ্জন দে / ৪১২ জন পড়েছেন
আপডেট বৃহস্পতিবার, ১ মে, ২০২৫

কৃষ্ণনগরের হেরিটেজ ভবন গ্রেস কটেজে ২৭ এপ্রিল, ২০২৫ (রবিবার) অনুষ্ঠিত হলো ‘পরিবেশ মেলা ২০২৫’। কাজী নজরুল ইসলামের স্মৃতিধন্য গ্রেস কটেজ হলো কৃষ্ণনগরের একটি ঐতিহ্যশালী ভবন। এই বাড়িতে ১৯২৬ থেকে ১৯২৮ সাল প্রায় আড়াই বছর নজরুল সপরিবার বসবাস করেছিলেন। ২০১২ সালে পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশন কর্তৃক গ্রেস কটেজকে হেরিটেজ ভবনের স্বীকৃতি দেওয়া হয়। গ্রেস কটেজে বসবাসকালে বিদ্রোহী কবি নজরুলের ব্যক্তি জীবন, রাজনৈতিক কার্যকলাপ ও তাঁর সাহিত্য-জীবনে ঘটে যাওয়া বিষয়গুলি বিশেষভাবে উল্লেখযোগ্য। নজরুল-প্রমিলার দ্বিতীয় পুত্র বুলবুলের জন্ম হয় গ্রেস কটেজে। এখানে বসবাসকালেই নজরুল লিখেছিলেন ‘দারিদ্র্য’, ‘খালেদ’ প্রভৃতি কবিতা। তাঁর ‘মৃত্যুক্ষুধা’ উপন্যাসও এই বাড়িতেই রচিত। নজরুলের সৃষ্টি বাংলা গজল, যা বঙ্গ-সংগীতের অনবদ্য সম্পদ, তার জন্মভূমিও ছিল এই গ্রেস কটেজ। এহেন ঐতিহাসিক ভবনেই চতুর্থ বর্ষের পরিবেশ মেলার আয়োজন করা হয়েছিল।

কৃষ্ণনগরের গ্রেস কটেজে প্রথম পরিবেশ মেলা আয়োজিত হয়েছিল ২০২২ সালের ১৩ ফেব্রুয়ারি (রবিবার)। তারপর থেকে সেখানে প্রতিবছর পরিবেশ মেলা হয়। দ্বিতীয় বর্ষের পরিবেশ মেলা হয়েছিল ৩০ জুলাই, ২০২৩ (রবিবার)। তৃতীয় বর্ষের পরিবেশ মেলা হয়েছিল ২৩ মার্চ, ২০২৪ (শনিবার)। আর ২০২৫ সালে গ্রেস কটেজে আয়োজন করা হয়েছিল চতুর্থ বর্ষের পরিবেশ মেলার। ‘পরিবেশ মেলা ২০২৫’-এর আয়োজক সংস্থাগুলি ছিল গোবরডাঙা জীববৈচিত্র্য ব্যবস্থাপনা সমিতি, নদিয়া পরিবেশ মঞ্চ ও সুজন-বাসর। সহযোগিতায় ছিল বিজ্ঞান অন্বেষক পত্রিকা (কাঁচরাপাড়া), রাখী পত্রিকা (বাদকুল্লা) ও কৃষ্ণনগর গবেষণা পরিষৎ। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে পরিবেশ ও বিজ্ঞানকর্মীরা এদিন গ্রেস কটেজে এসেছিলেন পরিবেশ মেলায় অংশগ্রহণ করতে। সকাল সাড়ে দশটা থেকে নাম নথিভুক্তকরণ প্রক্রিয়া শুরু হয়। বিভিন্ন বিদ্যালয় থেকে কয়েকজন শিক্ষার্থীও এসেছিল পরিবেশ মেলায় অংশগ্রহণ করতে। শিক্ষার্থীদের সঙ্গে তাদের দিদিমণি ও অভিভাবকেরাও এসেছিলেন।

গ্রেস কটেজ ভবনের সভাকক্ষে স্থাপিত কাজী নজরুল ইসলামের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদনের মধ্যে দিয়ে পরিবেশ মেলার সূচনা হয়। পুষ্পার্ঘ্য অর্পণ করেন বিজ্ঞানী সৈকতকুমার বসু ও বরিষ্ঠ বিজ্ঞান-প্রচারক দীপককুমার দাঁ। সভার সূচনায় সঞ্চালক দীপাঞ্জন দে নজরুল-স্মৃতিধন্য গ্রেস কটেজের ইতিহাস সম্পর্কে সকলকে অবহিত করেন। এরপর পরিবেশ মেলায় স্বাগতভাষণ রাখেন দীপককুমার দাঁ। তিনি পরিবেশ মেলা আয়োজনের উদ্দেশ্য সম্পর্কে সকলকে অবহিত করেন এবং জীববৈচিত্র্য সংরক্ষণে সাধারণ মানুষের ভূমিকার বিষয়টিও আলোচনা করেন। এছাড়া তিনি বিজ্ঞান ও পরিবেশকর্মীদের ধারাবাহিক কর্মকাণ্ডগুলিকে সঠিকভাবে নথিবদ্ধকরণের প্রয়োজনীয়তার কথাও এদিন বলেন। বিজ্ঞানী সৈকতকুমার বসু সেই বক্তব্যের রেশ ধরে ঔপনিবেশিক শাসনকালের প্রসঙ্গ উত্থাপন করেন এবং ইংরেজদের স্থাপিত সার্ভেমূলক বিভিন্ন প্রতিষ্ঠান ও ডকুমেন্টেশন পদ্ধতির সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরেন।

গোবরডাঙা জীববৈচিত্র্য ব্যবস্থাপনা সমিতির মুখপত্র পরিবেশ পত্রিকা ‘জীববৈচিত্র্য সুরক্ষা বার্তা’ (ত্রৈমাসিক)-র নতুন সংখ্যাটি এদিন গ্রেস কটেজে প্রকাশ পায়। পরিবেশ মেলায় আগত বিশেষ অতিথি বিজ্ঞানী সৈকতকুমার বসুর হাত দিয়ে পত্রিকাটির ষষ্ঠ বর্ষ, দ্বিতীয় সংখ্যার (এপ্রিল জুন, ২০২৫) আবরণ উন্মোচিত হয়, সঙ্গে ছিলেন গোবরডাঙা গবেষণা পরিষদের প্রতিষ্ঠাতা দীপককুমার দাঁ, বরিষ্ঠ বিজ্ঞানকর্মী সৌমেন বিশ্বাস, শান্তিপুর সায়েন্স ক্লাবের সভাপতি সুব্রত বিশ্বাস, ‘বিজ্ঞান অন্বেষক’ পত্রিকার সম্পাদক প্রবীর বসু, এবং ‘জীববৈচিত্র্য সুরক্ষা বার্তা’ পত্রিকার সম্পাদক দীপাঞ্জন দে। উল্লেখ্য, এদিন পরিবেশ মেলায় ‘বিজ্ঞান অন্বেষক’ পত্রিকার নতুন সংখ্যাটি (বাইশ বর্ষ ২২, সংখ্যা ৩, মে-জুন, ২০২৫) প্রকাশ পাওয়ার কথা ছিল। কিন্তু মুদ্রণ প্রক্রিয়ায় বিলম্বের কারণে নির্ধারিত সময়ে পত্রিকাটি না আসায় সেটি এদিন প্রকাশ পায়নি। যদিও ‘বিজ্ঞান অন্বেষক’-এর নতুন সংখ্যার চূড়ান্ত প্রুফ-কপিটি সকল বিজ্ঞানকর্মীরা সম্মিলিতভাবে এদিন উন্মোচন করেন। উপস্থিত ছিলেন ‘বিজ্ঞান অন্বেষক’-এর প্রকাশক তথা গণবিজ্ঞান আন্দোলনের অন্যতম সৈনিক জয়দেব দে।

এরপর ‘বিজ্ঞান অন্বেষক’ পত্রিকার সম্পাদক প্রবীর বসু তাঁর বক্তব্যের মধ্যে দিয়ে বহুল প্রচারিত এই বিজ্ঞান পত্রিকার দীর্ঘ পথচলার সংক্ষিপ্ত রূপরেখা এবং তাঁদের গণবিজ্ঞান আন্দোলনের অভিজ্ঞতার কথা সকলের সঙ্গে ভাগ করে নেন। ‘পাখিদের কথা’ (প্রকাশক: গোবরডাঙা গবেষণা পরিষৎ) গ্রন্থের লেখক বিশ্বরঞ্জন গোস্বামী পরিবেশ মেলায় উপস্থিত ছিলেন এবং পাখিদের নিয়ে তাঁর গ্রন্থ রচনার বিরল অভিজ্ঞতার কথা বলেন।  এবারের পরিবেশ মেলার অন্যতম আকর্ষণ ছিল ‘রাচেল কারসন স্মারক বক্তৃতা’। বিজ্ঞানকর্মী সুব্রত বিশ্বাস ছিলেন আলোচক। তাঁর প্রায় চল্লিশ মিনিটের বক্তব্যে রাচেল কারসনের জীবন, কর্ম, ভারতীয় পরিমণ্ডলে তাঁর গুরুত্ব ইত্যাদির সংক্ষিপ্ত ও সহজ বিবরণ সভাকক্ষে উপস্থিত দর্শক-শ্রোতা, শিক্ষার্থীরা মন দিয়ে উপভোগ করে।

চতুর্থ বর্ষের পরিবেশ মেলার আরেকটি আকর্ষণ ছিল হাতে-কলমে বিজ্ঞান প্রদর্শন। বরিষ্ঠ বিজ্ঞান-প্রচারক জয়দেব দে বিভিন্ন স্কুল থেকে আগত শিক্ষার্থীদের নিয়ে এদিন হাতে-কলমে বিজ্ঞান কর্মশালাটি পরিচালনা করেন। এই কর্মশালার মধ্যে দিয়ে শিক্ষার্থীরা পদার্থবিদ্যা, রসায়নের একাধিক পরীক্ষা নিজেরা পর্যবেক্ষণ করতে পারে ও হাতে-কলমে সেগুলি করতে পেরে সহজে বিজ্ঞানের পাঠ অর্জন করে। পরিবেশ মেলায় আগত ব্যক্তিবর্গের মধ্যে বিজ্ঞান-প্রচারক, অভিনব রসায়ন ল্যাবরেটরি প্রণেতা অসীম বসাকের কথা বিশেষভাবে উল্লেখ করতে হয়। তিনি এদিন গ্রেস কটেজে উপস্থিত শিক্ষার্থীদের সামনে গানে ছড়ায় ‘ঘরে ঘরে রসায়ন’-এর একক অভিনয় উপস্থাপন করেন। ছাত্র-ছাত্রীদের কাছে বেশ উপভোগ্য হয় বিষয়টি। উল্লেখ্য, তিনি এদিন কৃষ্ণনগর গবেষণা পরিষৎ ও নদিয়া পরিবেশ মঞ্চকে একটি করে নিমের চারা তুলে দেন।

পরিবেশ মেলায় শিক্ষার্থীদের জন্য পরিবেশ বিষয়ক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। প্রতি গ্রুপে তিনজন প্রতিযোগী ছিল। কৃষ্ণনগর এ.ভি. হাই স্কুলের দুটি দল, বাদকুল্লা ভুবন মোহিনী গার্লস স্কুলের একটি দল এবং কৃষ্ণনগর হাই স্কুলের একটি দল প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। কুইজ-মাস্টার সৃঞ্জয় ঘোষের পরিচালনায় সমগ্র প্রক্রিয়াটি সুসম্পন্ন হয়। কুইজ প্রতিযোগিতার বিচারক ছিলেন লেখক রতনকুমার নাথ। কুইজ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে কৃষ্ণনগর এ.ভি. হাই স্কুলের দেবজিৎ নন্দী, স্বস্তিক ভৌমিক ও বর্ষণ ঘোষ। দ্বিতীয় স্থান অধিকার করে কৃষ্ণনগর হাই স্কুলের আকাশ পাত্র, শৌণক দে ও নীলাদ্রি ব্যানার্জি। এবং তৃতীয় স্থান অধিকার করে বাদকুল্লা ভুবনমোহিনী গার্লস স্কুলের অহনা বিশ্বাস, দিয়াশা হালদার ও মৈত্রী সিংহ। শিক্ষার্থীদের নিয়ে এই কুইজ প্রতিযোগিতা আয়োজনে সক্রিয় ভূমিকা নেন পরিবেশকর্মী-শিক্ষিকা মমতা বিশ্বাস। দুপুরের আহার বিরতির পর কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। বিজ্ঞান অন্বেষক প্রকাশন ও গোবরডাঙা গবেষণা পরিষদের বিভিন্ন পত্র-পত্রিকা ও গ্রন্থাদি পুরস্কার হিসেবে ছাত্র-ছাত্রীদের হাতে তুলে দেওয়া হয়।

চতুর্থ বর্ষের পরিবেশ মেলায় নদিয়া পরিবেশ মঞ্চের বার্ষিক সম্মেলন ও বিভিন্ন পরিবেশ সংগঠনের মতবিনিময় হওয়ার কথা থাকলেও এদিন সেটি সম্পূর্ণরূপে আয়োজন করা যায়নি। তবে নদিয়া সেঁজুতি প্রকৃতি বিদ্যাশ্রম, জলঙ্গি নদী সমাজ, কৃষ্ণনগর পরিবেশ বন্ধু, মুর্শিদাবাদ জেলা বিজ্ঞান পরিষদ, শান্তিপুর সায়েন্স ক্লাব, রানাঘাট নেচার ফার্স্ট, বাদকুল্লা বিজ্ঞান পরিষদ, নাস্তিক মঞ্চ, সারা ভারত বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতি-র মতো বিজ্ঞান ও পরিবেশ সংগঠনের প্রতিনিধিরা সক্রিয়ভাবে পরিবেশ মেলায় অংশগ্রহণ করেন।

কৃষ্ণনগরের গ্রেস কটেজে ‘পরিবেশ মেলা ২০২৫’-এর আহ্বায়ক ছিলেন দীপককুমার দাঁ ও দীপাঞ্জন দে। চতুর্থ বর্ষের এই পরিবেশ মেলা সংগঠিত করতে বিশেষ ভূমিকা নেন রাখী পত্রিকার সভাপতি বিমল সরকার, সুজন-বাসরের সম্পাদক ইনাস উদ্দীন, বিজ্ঞান অন্বেষক পত্রিকার প্রকাশক জয়দেব দে। উল্লেখ্য, গ্রেস কটেজের দরদালানে এদিন পরিবেশ ও বিজ্ঞান বিষয়ক পত্র-পত্রিকা, গ্রন্থাদির প্রদর্শনী এবং বিপণনের ব্যবস্থা ছিল। পরিবেশ সংগঠন ‘রানাঘাট নেচার ফার্স্ট’-এর পক্ষ থেকে প্লাস্টিক ক্যারিব্যাগের বিকল্প হিসেবে বিভিন্ন ধরনের কাপড়ের ব্যাগ আনা হয়েছিল। বহু দূর-দূরান্ত থেকে আগত পরিবেশ ও বিজ্ঞানকর্মীদের সম্মিলিত সহযোগিতা ও সক্রিয়তায় চতুর্থ বর্ষের পরিবেশ মেলা সুসম্পন্ন হয়। ‘কৃষ্ণনগর পরিবেশ বন্ধু’-র সম্পাদক তরুণকুমার সাহার সমাপ্তি-ভাষণের মধ্যে দিয়ে পরিবেশ মেলার সমাপ্তি ঘোষণা হয়।

লেখক : সম্পাদক, পরিবেশ পত্রিকা ‘জীববৈচিত্র্য সুরক্ষা বার্তা’ (ত্রৈমাসিক)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ১৪৩১ সংগ্রহ করতে ক্লিক করুন