মা-মাটি-মানুষ সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও পরিবহন, সেচ ও জলসম্পদ উন্নয়ন দফতর-এর মন্ত্রী শুভেন্দু অধিকারীর অনুপ্রেরণায় পাঁশকুড়া পৌরসভার উদ্যোগে পৌরপ্রধান নন্দকুমার মিশ্র, উপপৌরপ্রধান সইদুল ইসলাম খাঁন, শ্যামল পেরিয়াল, ১৮ নং ওয়ার্ডের কাউন্সিলার সুকুমার ভুঁইয়া ও ৩ নং ওয়ার্ডের তৃণমূল কর্মীদের ব্যবস্থাপনায় আজ করোনা মহামারির কারনে লকডাউন এবং আমফান ঝড়ের ফলে উদ্ভুত পরিস্থিতিতে মানুষের পাশে দাড়াতে কিছু খাদ্যসামগ্রী ৩ নম্বর ওয়ার্ডের সাধারণ মানুষের হাতে তুলে দেওয়া হল।