রবিবার | ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ১১:৪০
Logo
এই মুহূর্তে ::
চর্যাপদে সমাজচিত্র : নুরুল আমিন রোকন বাংলা গান থাকুক সহৃদয়-হৃদয়-সংবাদী (শেষ পর্ব) : আবদুশ শাকুর ‘প্রাগৈতিহাসিক’-এর অনন্য লেখক মানিক : ফয়জুল লতিফ চৌধুরী বাংলা গান থাকুক সহৃদয়-হৃদয়-সংবাদী (একাদশ পর্ব) : আবদুশ শাকুর ভেটকি থেকে ইলিশ, চুনোপুঁটি থেকে রাঘব বোয়াল, হুগলির মাছের মেলায় শুধুই মাছ : রিঙ্কি সামন্ত দিল্লি বিধানসভায় কি বিজেপির হারের পুনরাবৃত্তি ঘটবে : তপন মল্লিক চৌধুরী আরাকান আর্মির নিয়ন্ত্রণে রাখাইন — বাংলাদেশের সামনে চ্যালেঞ্জ ও সম্ভাবনা : হাসান মোঃ শামসুদ্দীন বাংলা গান থাকুক সহৃদয়-হৃদয়-সংবাদী (দশম পর্ব) : আবদুশ শাকুর রামলোচন ঠাকুর ও তৎকালীন বঙ্গসংস্কৃতি : অসিত দাস দধি সংক্রান্তি ব্রত : রিঙ্কি সামন্ত বাংলা গান থাকুক সহৃদয়-হৃদয়-সংবাদী (নবম পর্ব) : আবদুশ শাকুর সপ্তাহে একদিন উপবাস করা স্বাস্থ্যের পক্ষে ভালো : অনুপম পাল অলোকরঞ্জন দাশগুপ্ত’র ভাষা : ড. হান্স্ হার্ডার সবগুলো গল্পেই বিজয়ার নিজস্ব সিগনেচার স্টাইলের ছাপ রয়েছে : ড. শ্যামলী কর ভাওয়াল কচুর কচকচানি : রিঙ্কি সামন্ত বাংলা গান থাকুক সহৃদয়-হৃদয়-সংবাদী (অষ্টম পর্ব) : আবদুশ শাকুর রামলোচন ঠাকুরের উইল ও দ্বারকানাথের ধনপ্রাপ্তি : অসিত দাস বাংলা গান থাকুক সহৃদয়-হৃদয়-সংবাদী (সপ্তম পর্ব) : আবদুশ শাকুর যে শিক্ষকের অভাবে ‘বিবেক’ জাগ্রত হয় না : মৈত্রেয়ী ব্যানার্জী ভিয়েতনামের গল্প (সপ্তম পর্ব) : বিজয়া দেব বাংলা গান থাকুক সহৃদয়-হৃদয়-সংবাদী (ষষ্ঠ পর্ব) : আবদুশ শাকুর দিল্লি বিধানসভা ভোটেই নিশ্চিত হচ্ছে বিজেপি বিরোধি জোটের ভাঙন : তপন মল্লিক চৌধুরী দ্বারকানাথ ঠাকুরের গানের চর্চা : অসিত দাস মমতা বললেন, এইচএমপি ভাইরাস নিয়ে আতঙ্ক ছড়াচ্ছে দুষ্টচক্র হু জানাল চিন্তা নেই : মোহন গঙ্গোপাধ্যায় বাংলা গান থাকুক সহৃদয়-হৃদয়-সংবাদী (পঞ্চম পর্ব) : আবদুশ শাকুর পৌষ পুত্রদা একাদশী : রিঙ্কি সামন্ত বাংলা গান থাকুক সহৃদয়-হৃদয়-সংবাদী (চতুর্থ পর্ব) : আবদুশ শাকুর জোড়াসাঁকো ঠাকুরবাড়ির দুর্গাপূজায় কবিগান ও যাত্রার আসর : অসিত দাস সসীমকুমার বাড়ৈ-এর ছোটগল্প ‘ঋতুমতী হওয়ার প্রার্থনা’ সামাজিক মনস্তত্ত্বের প্রতিফলনে সিনেমা : সায়র ব্যানার্জী
Notice :

পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই পৌষ পার্বণ ও মকর সংক্রান্তির শুভেচ্ছা আন্তরিক শুভনন্দন।  ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন,  ই-মেল : pagefour2020@gmail.com

ধনং দেহী ধনতেরাস অ্যান্ড পুরুষালী গয়না : রিঙ্কি সামন্ত

রিঙ্কি সামন্ত / ২৩৫ জন পড়েছেন
আপডেট মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪

ইন্টারনেটে যুগে সরস্বতী পূজার পাশাপাশি বাঙালি তরুন প্রজন্ম যেমন ভালেন্টাইন দিবসেও প্রেম নিবেদন শিখল, তেমনিও বঙ্গ জীবনেও শুরু হল ধনতেরাসে সোনা কিংবা মূল্যবান ধাতু কেনার প্রথা। এমনিতেই ধর্মীয় বিশ্বাস ছিলো যে, ধন ত্রয়োদশীর শুভ মুহূর্তে সোনার বা মূল্যবান ধাতু কিনলে তা সৌভাগ্য বয়ে আনে। আর এমন সোনা-সৌভাগ্য কপালে কে না লিখতে চায় বলুন!! কনজিউমারিজমের প্রভাবে একটি মঙ্গলজনক দিবস কিভাবে কেনাকাটা উৎসবের চেহারা নিতে পারে তার জ্বলজ্বলে প্রমাণ ধনতেরাস।

প্রাচীন ধর্মীয় কাহিনীতে কথিত আছে যে, সে যুগের রাজা হিম বা হিমার ১৬ বছরের পুত্রের ভাগ্য গণনা করে রাজজ্যোতিষীবৃন্দ ভবিষ্যৎবাণী করেছিলেন যে রাজপুত্র বিবাহের চতুর্থ রাতে সাপের কামড়ে মারা যাবে। নববধূ ঝুঁকি নিলেন। নির্দিষ্ট রাত্রি কালের আগে থেকেই তিনি তার যত অলংকার স্বর্ণ ও রৌপ্যমুদ্রা ইত্যাদি জড়ো করে দরজার সামনে উঁচু করে প্রবেশপথ রুদ্ধ করলেন। সারা ঘরে মাটির প্রদীপ সাজিয়ে রেখে চোখ ধাঁধানো আলোর ব্যবস্থা করলেন। এই রাতে শয়ন কক্ষে রাজকুমার যাতে রাতে ঘুমিয়ে না পড়ে, তার জন্য তাকে পাশে বসিয়ে রাজপুত্রবধু সারারাত নানান কাহিনী ও ভজন গেয়ে স্বামীকে জাগিয়ে রাখলেন।

যথাসময়ে সর্পরূপী যম চুপিসারে রাজশয়ন কক্ষে ঢুকতে গেলে প্রথমেই বাধা পায় কারণ প্রবেশপথ আগলে আছে উঁচু অলংকারের ঢিপি। তারপর কোনক্রমে অলংকারের ঢিপিতে উঠে শয়ন কক্ষের ভেতরে প্রবেশ করতেই প্রদীপের তীব্র আলোয় তার চোখ ধাঁধিয়ে গেল। অন্ধপ্রায় সাপ নববধূর ভজন কীর্তন এবং প্রবচন শুনে ভোরের আলো ফুটতেই পালিয়ে গেল। এই দিনটি হল ধনতেরাস উৎসবের লগ্ন। অলংকারের দ্যুতি এবং প্রদীপের আলোয় দুষ্টের দমন হয়, নেমে আসে ঋদ্ধি সিদ্ধি লাভ শুভ ও সমৃদ্ধি।

ধন অর্থ সম্পদ আর তেরাস্ অর্থ ত্রয়োদশী অর্থাৎ আশ্বিনের কৃষ্ণা একাদশী। হিন্দু শাস্ত্র মতে ভক্তগণ ধন-সম্পদ লাভের জন্য লক্ষ্মী দেবী আরাধনায় নিজেদের সমর্পণ করেন। প্রচলিত অর্থে বিশেষ করে ব্যবসায়ী সম্প্রদায় বিশ্বাস করেন এই পুণ্য তিথিতে দেবীকে আবাহন করলে দেবী লক্ষ্মী তার ভক্তদের গৃহে যান ও তাঁদের ইচ্ছাপূরণ করেন। শাস্ত্র মতে, এমনি তিথিকে সমুদ্রমন্থনে কুবেরের পাশাপাশি অমৃত কলস নিয়ে উঠে এসেছিলেন মা লক্ষ্মী। এটি সৌভাগ্যের দিন হিসেবে চিহ্নিত। তাই মনে করা হয়, এই দিন ধাতু কিনলে গৃহস্থের কাছে সারা বছর মা লক্ষ্মীর কৃপা ও আশীর্বাদ বজায় থাকবে।

প্রাচীন কাল থেকে গয়না কেনা ও পরার রীতি আমাদের সমাজে প্রচলিত। আগেকার দিনে নারী ও পুরুষ উভয়েই নানা গয়নায় সাজতেন। মেয়েদের মতো ছেলেরাও কানে দুল, হাতে কঙ্কন ও গলায় হার পরতেন। এখনকার দিনে পুরুষদের গয়না পরার রীতি কমে এলেও, পুরুষরা গয়না দেখে নাক সিঁটকোন এমন কিন্তু মোটেও নয়। পুরুষদের মধ্যে কিছু কিছু গয়নার কদর ভীষণ বেশি যেমন হীরের স্টাড, সোনার চেন, সোনার ব্রেসলেট, হীরে ও সোনার আংটি ইত্যাদি। পুরুষের গয়নার মধ্যে কানের দুল তো রীতিমতো হটকেক।

বিশেষ করে যারা কর্পোরেট সেক্টরে চাকরি করেন, তাদের জন্য হীরে বসানো টাইপিনের একটা আলাদা গুরুত্ব রয়েছে। আবার অনেকে হীরের কাফলিংকও পরতে ভালোবাসেন।

নতুন প্রজন্মের কাছে ট্রেন্ডি সোনার গয়না কেনা অনেকটা “গাড়ু ভেঙে নাড়ু আর নাড়ু ভেঙে গাডুর মত’। তাদের চিন্তায়, বাড়িতে ঠাকুমা দিদিমার গয়না তো রয়েছেই তাদের সোনা গয়না দিয়েই কাজ চলে যেতে পারে, তাহলে নতুন ট্রেন্ডে গা ভাসিয়ে হীরে বা দামী পাথর কেনা যেতেই পারে।

ছেলেদের মধ্যে ‘বাটন কভার’ গয়নার কদর বেড়েছে। আমাদের সময় বাবা-কাকাদের দেখেছি কোন অনুষ্ঠান বাড়ি বা বিয়ে বাড়িতে পাঞ্জাবিতে হীরের (ফলস বা আসল) ঝিলিক দেওয়া সোনার (সেটিও ফলস বা আসল) বোতাম সাঁটিয়ে যেত। তবে সোনার বোতাম এখন আর কেউ সেভাবে কিনছেন না বরং শার্টের বোতামের ওপর দিয়ে পড়ার মতো বাটন কভার কিনছে। বিয়েতে ছেলেরা যেহেতু ধুতি পাঞ্জাবি ছেড়ে শেরওয়ানির দিকে বেশি ঝুঁকেছেন, তাই সেই পোশাকের সঙ্গে মানানসই ব্রোচের কদরও বেড়েছে। আর সেই ব্রোচে পাথরের কাজ থাকছে এমন হীরের ঝলকও চোখে পড়ে। এখন ছেলেরা যেসব পাঞ্জাবি পড়ে, তাতে আর বোতাম লাগে না প্রায় সবই রেডিমেট। তাই বোতাম কেনার ট্রেন্ড অনেকটাই কমেছে।

সোনার আংটির ডিমান্ড এখনো প্রচুর। সোনার বোতামের জায়গা নিয়েছে গলার চেন, রিস্টচেন ইত্যাদি। জ্যামিতিক নকশা ও নানা ধরনের সিম্বল ধরে করা গয়না পুরুষেরা বেশি ভালোবাসেন। লম্বা চেনের সঙ্গে কিছুটা মেটাল ও পাথর বসানো মালাগুলো পরা যাবে টি-শার্ট, হাইনেক সোয়েটার বা শার্টের সঙ্গে।

দেশি–বিদেশি গয়নার নকশাকাররা বলছেন, ছেলেদের গয়না জনপ্রিয়তা পাওয়ার পেছনে বিশেষ প্রভাবক তারকাদের। বলিউডের সাইফ আলী খান, রণবীর সিং হয়ে আনন্দ আহুজা — বিয়ের সাজে সবাই এখন কাটাই কাজের ভারী জুয়েলারি পরছেন। শুধু বিয়েতেই নয়, নানা অনুষ্ঠানেও বলিউড তারকাদের নিয়মিত গয়না পরতে দেখা যাচ্ছে। বিনা উপলক্ষেও পুরুষদের নানা ধরনের গয়না পরতে দেখা যাচ্ছে এখন।

হীরের কাফলিঙ্ক বা প্লাটিনামের কাফলিঙ্ক ছেলেরা পড়ছে। কেউ হয়তো কর্পোরেট সেক্টরে চাকরি করলে কালভদ্রে টাইপিনও কেনেন তাতেও হীরের কাজ উল্লেখযোগ্য। বাঙালিরা বর্তমানে হীরের গয়নার দিকে ঝুঁকছে। সোনার আর হীরের আংটির মধ্যে খুব একটা দামের পার্থক্য হচ্ছে না। তাই ফ্যাশনেবল হতে দ্বিতীয়টাকেই প্রাধান্য দিচ্ছেন ক্রেতারা।

পুরুষদের গয়নার কথা হচ্ছে অথচ মহর্ষি পরিবারে সদস্যদের কথা ভুলে গেলে তো মোটেও চলবে না। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের তৃতীয় পুত্র হেমেন্দ্রনাথ বরবেশে এসেছিলেন বেনারসি জোড়ের ওপর নানা রকম গয়না পরে। সেখানে ছিল মুক্তোর মালা, হীরের কণ্ঠী, হাতের বালা ও নানান আংটি। পুরুষের অলংকার প্রসঙ্গে মহর্ষির সেই বিখ্যাত জুতো জোড়ার কথা আর একবার স্মরণ করতে হয়। অলংকার বা সোনার তৈরি না হলেও, এই জুতোজোড়া দিয়ে তিনি তৎকালের অভিজাত সমাজকে হতবাক করে দিয়েছিলেন। নিজের বুদ্ধিবলে অত্যন্ত অভাব অনটনের সময়ে শোভাবাজার রাজবাড়িতে জলসায় গিয়েছিলেন মুক্তখচিত জুতোপড়ে। তাতেই নজর কেড়েছিল উপস্থিত সকলের।

উৎসবের অলংকার সম্পর্কে গগনেন্দ্রনাথ ঠাকুরের ছোট মেয়ে সুজাতা বলেছিলেন — সেসময়ে দিনে সোনার গয়না, বিকালে মুক্তোর গয়না এবং রাতে হিরে জহরতে জড়োয়া গয়না পরার রীতি ছিল। হয়তো আলোর সঙ্গে সাদৃশ্য রেখে এই নির্বাচন। চোখ ধাঁধানো আভিজাত্য আর অলংকারের আলোয় বাঙালির নয়ন চিরকালই মুগ্ধ থাকবে। বাঙালিয়ানার ঐতিহ্য আর হাল ফ্যাশনের চাহিদার সুচারু মিশ্রণ ঘটিয়ে সোনার গয়না কিনুক বাঙালি, কারণ সোনা থাকা মানেই যে বাড়তি আত্মবিশ্বাস। মধ্যবিত্তের স্বপ্ন ডানা মেলুক সোনার ওপর ভর করে। বাঙালির ঘরে ধনতেরাসে হোক ধনলক্ষ্মীর শুভাগমন।


আপনার মতামত লিখুন :

2 responses to “ধনং দেহী ধনতেরাস অ্যান্ড পুরুষালী গয়না : রিঙ্কি সামন্ত”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ১৪৩১ সংগ্রহ করতে ক্লিক করুন