পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন এক নম্বর ব্লকের চক ইসমাইলপুর গ্রাম পঞ্চায়েতের কুশমী গ্রামে গিয়ে প্রতিবাদ সভায় সায়ন্তন বসু প্রকাশ্যে দাঁতন থানায় আগুন লাগিয়ে জ্বালিয়ে দেওয়ার হুমকি দেন। তিনি বলেন, আপনারা ৬ মাস সময় দিন পুলিশকে আমরা বুঝিয়ে দেব।
যদি আর কোনও দলীয় নেতাকর্মী দাঁতনে আক্রান্ত হয় তাহলে দাঁতন থানা জ্বালিয়ে দেব। কাউকে রেয়াত করা হবে না। ২০২১ সালে বাংলায় বিজেপি ক্ষমতায় আসবে তখন বিজেপি সুদে-আসলে হিসাব বুঝে নেবে বলেও হুমকি দেন তিনি।
সেই বিজেপির মিথ্যাচারের প্রতিবাদে আজ আবারও গর্জে উঠল পশ্চিম মেদিনীপুরের দাঁতনের সাধারণ মানুষ। সুবর্নরেখার শীতল স্রোত আজ প্রবল বন্যায় ভাসিয়ে নিয়ে গেল দাঁতনের বিজেপিকে। বাঙ্গালি বিদ্বেষী দিলীপ ঘোষ আর সায়ন্তন বসুর থানা জ্বালানো রাজনীতির প্রতিবাদে তৃণমূলের পতাকা নিয়ে হাজার হাজার মানুষ আজ রাস্তায় নামলেন।
আজ দাঁতনের প্রায় ৫০০ বিজেপি নেতা ও কর্মী সমর্থক তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। ওনাদের হাতে দলের পতাকা তুলে দিলেন পশ্চিম মেদিনীপুরের জেলা সভাপতি অজিত মাইতি। উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তরা সিংহ হাজরা, ডা. মানস ভুঁইয়া, নির্মল ঘোষ-সহ বিশিষ্ট জনেরা।
ছবি ও সংবাদ : সুদীপ্ত চক্রবর্তী