কাজী নজরুল ইসলাম ও বিপ্লবী হেমন্তকুমার সরকার তথা কৃষ্ণনগরের বিখ্যাত সরকার পরিবারের স্মৃতিধন্য গোলাপট্টির লুপ্তপ্রায় ঐতিহাসিক ভবন মদনমোহন কুটিরের সম্মুখে সুজন-বাসর (গ্রেস কটেজ) ও অগ্নিবীণা (ভারত) সংস্থার যৌথ উদ্যোগে ২ সেপ্টেম্বর, ২০২৪ (সোমবার) একটি স্মৃতিফলক বসানো হয়। আনুষ্ঠানিকভাবে সেই স্মৃতিফলকের আবরণ উন্মোচন করেন অগ্নিবীণা সংস্থার সম্পাদক রবীন মুখার্জি। উপস্থিত ছিলেন হেমন্তকুমার সরকারের দাদা চিকিৎসক জ্ঞানেন্দ্রনাথ
বিস্তারিত...