আশ্বিন মাসের দেবীপক্ষের শেষ দিন কোজাগরী লক্ষ্মী পূজা। কোজাগরী শব্দটির ব্যুৎপত্তিগত বাংলা অর্থ হলো ‘কে জাগে’। প্রচলিত বিশ্বাস, কোজাগরী পূর্ণিমা তিথিতে দেবী লক্ষ্মীর মর্ত্যে আসেন তার ভক্তদের সম্পদ, সৌভাগ্য প্রদান করতে। এই তিথিতে যারা রাত জেগে দেবীর আরাধনা করেন, তাঁরাই দেবী লক্ষ্মীর আশীর্বাদ পান। মহিমা ও অভ্যুদয়ের প্রতীক রূপে ইনি পূজিতা।সৌভাগ্য দেবীরূপে বিশ্বকে স্নিগ্ধ দৃষ্টিতে
বিস্তারিত...