সময় এগিয়ে নিয়ে চলে সভ্যতাকে। সভ্য মানুষের পিছুটান তবু রয়ে যায় তার স্মৃতির পাতায়, ইতিহাস আর পুরাণ কথায়। কোপেনহেগেন শহরের বুকে তাই নতুন করে সগৌরবে বিরাজ করেন পৌরাণিক দেবী জেফিয়ন। বিখ্যাত কার্লসবাগ বীয়ার কোম্পানি তার পঞ্চাশ বছরের পূর্তিতে জেফিয়নের মূর্তিকে শহরের বুকে প্রতিষ্ঠা করেছে। তিনি স্ক্যান্ডিনেভিয়ার প্রাচীন নর্স পুরাণে শক্তির প্রতিমূর্তি। কৃষি এবং উর্বরতার প্রতীক।
বিস্তারিত...