শিবরাত্রির দিনে ত্র্যম্বকেশ্বর দর্শনের সৌভাগ্য হয় নি আমার। তবে ফাল্গুনের প্রথম সোমবার ত্র্যম্বকেশ্বর দর্শনের অধিকার লাভ করেছিলাম। শেষ রাতের অন্ধকারে কালো পিচের রাস্তা চিরে এগিয়ে যাচ্ছে গাড়ি। পথের ধারে এক আধটা দোকান খোলা, কয়েকটি বড় হোটেল, দূরে পাহাড় আরও অন্ধকারে জমাট বাঁধা আলাপ নিয়ে অপেক্ষায়। একসময় পথের শেষ হয়। রাত্রি শেষের একটি উজ্জ্বল নক্ষত্র তখন
বিস্তারিত...