ব্রিটিশরা এদেশে ১৮৮১ সালে প্রথম জনগণনা করে। তারা ভেবেছিল, যদি দেশের জনগণের তথ্য জানা যায়, তা হলে শাসন প্রক্রিয়া অনেক সুবিধাজনক হতে পারে। উল্লেখ্য, ভারতীয় সমাজকে বোঝার জন্য ব্রিটিশ শাসক ১৮৭১-৭২ সালে জনসংখ্যা জরিপের সময় জাতি বা বর্ণ গণনার পদ্ধতি শুরু করে। ১৯৩১ সালের আদমশুমারিতে সর্বশেষ প্রকাশিত বর্ণ গণনায় ৪, ১৪৭টি বর্ণ রেকর্ড করা হয়েছিল।
বিস্তারিত...