সময়টা জুন, ২০০৭; খাতড়া শহর সংলগ্ন এলাকায় একশ দিনের কাজে পুকুর খননে উঠে এল তিনটি পাথরের মূর্তি, দু’টি মৃৎপাত্র এবং একটি প্রত্নশিকড়ের মুখোশ। আমি তখন খাতড়ার মহকুমা শাসক। খবর পেয়ে খননস্থলে গিয়ে আমি অপার বিস্মিত, একটি প্রায় পাঁচ ফুট অন্যটি তার চেয়ে সামান্য ছোট দু’টি বেলে পাথরের জৈন তীর্থঙ্করের মূর্তি যেন স্মিত হেসে তাকিয়ে আছে
বিস্তারিত...