প্রায় একশ ঢেঁকিতে পাড় পড়ার শব্দ ধুপধাপ ধুপধাপ। এপাড়া ওপাড়ার লোক অতিষ্ঠ। তাদের বুকেই যেন আঘাত করছে একশ ঢেঁকির মুষল। কান-মাথা ঝনঝন। সাধের দিবানিদ্রা গেছে। কথা কয়ে সুখ নেই! মেয়েরা আবার ঢেঁকিশালে গান ধরেছে, “ধান ভানিরে ঢেঁকিতে পাড় দিয়া, ঢেঁকি নাচে, আমি নাচি হেলিয়া দুলিয়া’। গঙ্গার উপকূলে এই ছোট্ট জনপদ কালনা। এখানে মানুষ একসময় নিত্যানন্দ
বিস্তারিত...