রবিবার | ৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৪:৫৯
Logo
এই মুহূর্তে ::
মুর্শিদাবাদের কৃষি ঐতিহ্য : অনুপম পাল নক্সী কাঁথায় বোনা জসীমউদ্দীনের বাল্যজীবন : মনোজিৎকুমার দাস পঞ্চানন কুশারীর জাহাজী গানই কি কবির লড়াইয়ের মূল উৎস : অসিত দাস দিব্যেন্দু পালিত-এর ছোটগল্প ‘ঝালমুড়ি’ নকশালবাড়ি আন্দোলন ও বাংলা কবিতা : কার্তিক কুমার মণ্ডল নিঃসঙ্গ ও একাকিত্বের আখ্যান : পুরুষোত্তম সিংহ ভিয়েতনামের গল্প (পঞ্চম পর্ব) : বিজয়া দেব অন্তরের আলো জ্বালাতেই কল্পতরু উৎসব : সন্দীপন বিশ্বাস কল্পতরু — এক উত্তরণের দিন : মৈত্রেয়ী ব্যানার্জী চলচ্চিত্র উৎসবে পানাজি থেকে কলকাতা (শেষ পর্ব) : সায়র ব্যানার্জী ফেলে আসা বছরে দেশের প্রবৃদ্ধির পালে হাওয়া না ঝড় : তপন মল্লিক চৌধুরী কার্ল মার্কসের পরিজন, পরিকর (শেষ পর্ব) : দিলীপ মজুমদার জোয়ানিতা ম্যালে-র ছোটগল্প ‘নাইট জব’ অনুবাদ মনোজিৎকুমার দাস দেশজ ফসলের বীজকে কৃষির মূল স্রোতে ফিরিয়ে আনতে হবে নদিয়া বইমেলা মুখপত্র : দীপাঞ্জন দে চলচ্চিত্র মহোৎসবে পানাজি থেকে কলকাতা (প্রথম পর্ব) : সায়র ব্যানার্জী শৌনক দত্ত-র ছোটগল্প ‘গুডবাই মাষ্টার’ হেলান রামকৃষ্ণ শিশু বিতানের রজত জয়ন্তী বর্ষপূর্তি উৎসব পালিত হল মহাসমারোহে : মোহন গঙ্গোপাধ্যায় কার্ল মার্কসের পরিজন, পরিকর (ষষ্ঠ পর্ব) : দিলীপ মজুমদার জীবনানন্দ দাশের স্বপ্নের নদী ধানসিঁড়ি আজও আছে কিন্তু মৃতপ্রায় : মনোজিৎকুমার দাস মৌসুমী মিত্র ভট্টাচার্য্য-এর ছোটগল্প ‘শঠে শাঠ্যং’ যথোচিত মর্যাদায় পালিত হল খানাকুলের রূপকার শান্তিমোহন রায়ের জন্মদিন : মোহন গঙ্গোপাধ্যায় আবার দেখা যদি হলো সখা প্রাণের মাঝে আয় — নেতাজী নগর বিদ্যামন্দিরের পুনর্মিলন : সুশান্ত দাস মোদি বনাম মনমোহন: ইতিহাস বারবার এই বিশ্লেষণ করবে : সন্দীপন বিশ্বাস কবির লড়াইয়ের স্রষ্টা হলেন রবীন্দ্রনাথের পূর্বপুরুষ পঞ্চানন কুশারী : অসিত দাস চল্লিশতম নদিয়া বইমেলা স্মরণিকা : দীপাঞ্জন দে ভাগ্নার পদধূলিতে ধন্য হল মামার বাড়ি, বেলুড় মঠ ও মিশন অধিগ্রহণ করে মর্যাদা দিল : মোহন গঙ্গোপাধ্যায় ভিয়েতনামের গল্প (চতুর্থ পর্ব) : বিজয়া দেব কার্ল মার্কসের পরিজন, পরিকর (পঞ্চম পর্ব) : দিলীপ মজুমদার ভিয়েতনামের গল্প (তৃতীয় পর্ব) : বিজয়া দেব
Notice :

পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই ২০২৫ ইংরেজি নববর্ষের শুভেচ্ছা আন্তরিক শুভনন্দন।  ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন,  ই-মেল : pagefour2020@gmail.com

নিষিদ্ধ, তবুও আম পাকাতে দেদার ব্যবহার হচ্ছে কার্বাইড, হতে পারে মারাত্মক বিষক্রিয়া : মোহন গঙ্গোপাধ্যায়

মোহন গঙ্গোপাধ্যায় / ৩৯৩ জন পড়েছেন
আপডেট বুধবার, ২১ জুন, ২০২৩

গরমে মানুষের প্রাণ ওষ্ঠাগত। এই সময় রোদ্দুর থেকে ঘরে ফিরে এক গ্লাস আমপোড়ার সরবত যদি পাওয়া যায়, মনে হয় যেন প্রাণ জুড়ায়। আসলে ‘আম ‘দু’ অক্ষরের এই শব্দটি বাঙালির রন্ধ্রে রন্ধ্রে জড়িয়ে আছে। অথচ সেই আমই নাকি মানুষের শরীরের জন্য ক্ষতিকারক হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে দেখা যাচ্ছে একদল অসাধু ব্যবসায়ী আম তাড়াতাড়ি পাকানোর জন্য ইচ্ছামতো ব্যবহার করছে কার্বাইড। আর সেই আম বাজার ছেয়ে যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, কার্বাইডে পাকানো অকালপক্ব সেই আম খেলে শরীরে হতে পারে মারাত্মক রকমের বিষক্রিয়া।

সম্প্রতি কার্বাইডে আম পাকানোর বিষয়টি খবরের শিরোনামে উঠে এসেছে। আমনগরী মালদা, এখানকার বিখ্যাত ফজলি, হিমসাগর, গোলাপখাস ইতিমধ্যে বাজার ছেয়ে গেছে। লক্ষ্যনীয় বিষয় হল বেশিরভাগ কার্বাইডে পাকানো অকালপক্ব আম। চলতি বছরে আমের ফলন বেশি হওয়া সত্ত্বেও এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী বেশী লাভের আশায় ওইসব আম বিক্রি করছে। চলতি বছরে গত বছরের তুলনায় আমের দাম কম থাকায় বেশিরভাগ মানুষ প্রায় প্রতিদিনই আম খাচ্ছেন। কিন্তু তাঁরা জানেন না, যে আম মুখে তুলছে তা কতটা স্বাস্থ্যকর? রাজ্যের প্রায় প্রতিটি জেলাতেই কার্বাইড দিয়ে আম পাকানোর প্রবণতা চোখে পড়ছে।

প্রসঙ্গত, বিশেষজ্ঞরা জানাচ্ছেন, একঝুড়ি কাঁচা আম পাকানোর জন্য দরকার ২৫০-৩৫০ গ্ৰাম কার্বাইড। আবার কখনও কখনও অল্প পাকা আমকে দ্রুত পাকাতেও কার্বাইড ব্যবহার হচ্ছে। প্রশাসনের কঠোর নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী লাভের আশায় এই ভয়াবহ কাজটি করে যাচ্ছে। বিশিষ্ট চিকিৎসকদের মতে কার্বাইডে পাকানো আম খেলে শরীরে মারাত্মক বিষক্রিয়া দেখা দিতে পারে। বিভিন্ন রোগের উপসর্গ দেখা দিতে পারে। তাই আগেভাগেই সাবধান হতে হবে মানুষের। এছাড়াও প্রশাসনকে এ বিষয়ে কড়া পদক্ষেপ গ্রহণ করতে হবে। প্রশাসন সূত্রে খবর, এ বিষয়ে এবার কড়া ব্যবস্থা নিতে চলেছে তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ১৪৩১ সংগ্রহ করতে ক্লিক করুন