বুধবার | ১৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | দুপুর ২:৩৫
Logo
এই মুহূর্তে ::
কালাপুষ্প : মোহন গঙ্গোপাধ্যায় পয়লা বৈশাখ থেকে শুরু হোক বাঙালি-অস্মিতার প্রচারযাত্রা : দিলীপ মজুমদার মাইহার ঘরানার সম্রাট আলি আকবর খান (প্রথম পর্ব) : রিঙ্কি সামন্ত পেজফোর-এর নববর্ষ বিশেষ সংখ্যা ১৪৩২ প্রকাশিত হল সিন্ধিভাষায় দ্রাবিড় শব্দের ব্যবহার : অসিত দাস সিন্ধুসভ্যতার জীবজগতের গতিপ্রকৃতির মোটিফ : অসিত দাস হনুমান জয়ন্তীতে নিবেদন করুন ভগবানের প্রিয় নৈবেদ্য : রিঙ্কি সামন্ত গল্প লেখার গল্প : হাসান আজিজুল হক ওড়িশার হীরক ত্রিভুজ : ললিতগিরি, উদয়গিরি ও রত্নগিরি (শেষ পর্ব) : জমিল সৈয়দ চড়কপূজা কি আসলে ছিল চণ্ডকপূজা : অসিত দাস অরুণাচলের আপাতিনি : নন্দিনী অধিকারী ওড়িশার হীরক ত্রিভুজ : ললিতগিরি, উদয়গিরি ও রত্নগিরি (সপ্তম পর্ব) : জমিল সৈয়দ শাহরিয়ার কবিরকে মুক্তি দিন : লুৎফর রহমান রিটন ওড়িশার হীরক ত্রিভুজ : ললিতগিরি, উদয়গিরি ও রত্নগিরি (ষষ্ঠ পর্ব) : জমিল সৈয়দ ওয়াকফ সংশোধনী আইন এই সরকারের চরম মুসলিম বিরোধী পদক্ষেপ : তপন মল্লিক চৌধুরী ওড়িশার হীরক ত্রিভুজ : ললিতগিরি, উদয়গিরি ও রত্নগিরি (পঞ্চম পর্ব) : জমিল সৈয়দ যশোধরা — এক উপেক্ষিতা নারীর বিবর্তন আখ্যান : সসীমকুমার বাড়ৈ কলকাতার কাঁচাভেড়া-খেকো ফকির ও গড়ের মাঠ : অসিত দাস ওড়িশার হীরক ত্রিভুজ : ললিতগিরি, উদয়গিরি ও রত্নগিরি (চতুর্থ পর্ব) : জমিল সৈয়দ রামনবমী পালন এবং হুগলী চুঁচুড়ার শ্রীরামমন্দির : রিঙ্কি সামন্ত ওড়িশার হীরক ত্রিভুজ : ললিতগিরি, উদয়গিরি ও রত্নগিরি (তৃতীয় পর্ব) : জমিল সৈয়দ মিয়ানমারে ভূমিকম্প — প্রতিবেশী দেশের জনগণের পাশে বাংলাদেশ : হাসান মোঃ শামসুদ্দীন ওড়িশার হীরক ত্রিভুজ : ললিতগিরি, উদয়গিরি ও রত্নগিরি (দ্বিতীয় পর্ব) : জমিল সৈয়দ হুমায়ুন-এক স্মৃতি-এক আলাপ : মৈত্রেয়ী ব্যানার্জী সনজীদা যার সন্তান : শুভপ্রসাদ নন্দী মজুমদার ওড়িশার হীরক ত্রিভুজ : ললিতগিরি, উদয়গিরি ও রত্নগিরি (প্রথম পর্ব) : জমিল সৈয়দ অবসর ঠেকাতেই মোদী হেডগেওয়ার ভবনে নতজানু : তপন মল্লিক চৌধুরী লিটল ম্যাগাজিনের আসরে শশাঙ্কশেখর অধিকারী : দিলীপ মজুমদার রাঁধুনীর বিস্ময় উন্মোচন — উপকারীতার জগৎ-সহ বাঙালির সম্পূর্ণ মশলা : রিঙ্কি সামন্ত রামনবমীর দোল : অসিত দাস
Notice :

পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই বাংলা নববর্ষ ১৪৩২-এর আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা।  ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন,  ই-মেল : pagefour2020@gmail.com

বিপজ্জনক কাফ সিরাপে মুখ পুড়লেও অবাধে চলছে ব্যবসা : তপন মল্লিক চৌধুরী

তপন মল্লিক চৌধুরী / ৪৫৭ জন পড়েছেন
আপডেট শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩

আমাদের দেশে তৈরি ওষুধ নিয়ে বহুবারই লজ্জায় মুখ ঢাকতে হয়েছে। গত সাত মাসে অন্তত তিনবার শুধুমাত্র এদেশে তৈরি কাফ সিরাপ নিয়েই গোটা দুনিয়ার মানুষকে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ‘হু’। সাম্প্রতিক সময়ে অভিযোগ এসেছে উজবেকিস্তানের বিদেশ মন্ত্রকের তরফ থেকে, তার আগে গাম্বিয়া থেকেও দূষিত কফ সিরাপ সরবরাহের অভিযোগ উঠেছিল। এমন অভিযোগ স্বভাবতই দেশের জন্য অত্যন্ত লজ্জাজনক। কিন্তু তাতে কি, কয়েকদিন আগে মার্শাল দ্বীপপুঞ্জ এবং মাইক্রোনেশিয়ায় বিক্রি হওয়া সিরাপগুলো সম্পর্কেও বিশ্ব স্বাস্থ্য সংস্থা ‘হু’ সতর্ক করেছে। প্রসঙ্গত, বিগত পঞ্চাশ বছরের মধ্যে হরিয়ানার গুরুগ্রাম-সহ চেন্নাই, মুম্বাই, বিহার এবং জম্মুতে কাশির ওষুধে বিষক্রিয়ার ঘটনা ঘটেছে।

এত সব বিষক্রিয়ার ঘটনার পর স্বাস্থ্য মন্ত্রক বা দেশে ওষুধের গুণমান নিয়ন্ত্রণের দায়িত্বপ্রাপ্ত সংস্থা সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন (সিডিএসসিও) অনুসন্ধান চালিয়ে যথাযথ ব্যবস্থা নিয়েছে? যদি তাই হতো তাহলে নিশ্চয়ই অবস্থার পরিবর্তন হত। তার মানে তেমন কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। অথচ তাদেরই দেশের ওষুধ শিল্পের পরিচিতি রক্ষার্থেই ব্যস্ত থাকতে দেখা যায়। বহু ক্ষেত্রে এমনটাও দেখা যায় যে ওষুধ বাজারজাত হওয়ার আগে ওষুধে ব্যবহৃত রাসায়নিক ঠিকমতো পরীক্ষাই করা হয়নি। আসলে বাজার থেকে সংক্রমিত ওষুধ সরিয়ে ফেলার উপযুক্ত আইনি প্রক্রিয়া না থাকার ফলে বারেবারেই এ ধরণের ঘটনা ঘটে।

উজবেকিস্তান, গাম্বিয়া, মার্শাল দ্বীপপুঞ্জ এবং মাইক্রোনেশিয়ার ক্ষেত্রেও ওষুধ রফতানি পর্ষদ ফার্মেক্সিল নিজেদের সাধু প্রতিপন্ন করতে প্রস্তুতকারক সংস্থাটির সদস্যপদ বাতিল করেছে এবং সংস্থাটির ওষুধ উৎপাদন আপাতত বন্ধ করেছে। কিন্তু বাস্তব পরিস্থিতির জন্য এই পদক্ষেপ যে যথেষ্ট নয় তা তারা ভালই জানে। ওষুধ উৎপাদন থেকে সরবরাহ প্রতটি স্তরই যে অস্বচ্ছ সে সম্পর্কে সিডিএসসিও ওয়াকিবহাল। কিন্তু এরপরও কি ওষুধের লাইসেন্স ও পরীক্ষার প্রক্রিয়াগুলিই নিয়ম করে নজরদারি করা হবে? হবে না। কারণ, বহু অনুন্নত দেশ তাদের ওষুধের জোগানের জন্য ভারতের উপরে নির্ভরশীল। এবার প্রশ্ন অনুন্নত দেশগুলিতে ভারতের কাশির ওষুধ যে হারে শিশুমৃত্যুর ঘটনায় দায়ী হল তারপরও কি জেনেরিক মেডিসিন তৈরির ক্ষেত্রে ভারতের বিশ্বাসযোগ্যতা বজায় থাকবে, এরপরও কি আন্তর্জাতিক রাজনৈতিক মঞ্চে ভারত নিজেকে শ্রেষ্ঠ হিসাবে প্রতিষ্ঠা করার চেষ্টা করবে, নাকি দেশের ভাবমূর্তি উজ্জ্বল থাকবে?

বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট অনুযায়ী গাম্বিয়ায় ৭০ এবং উজবেকিস্তানে ১৮ শিশুর মৃত্য হয়েছে ভারতে তৈরি কাশির সিরাপ গুয়াইফেনেসিন খেয়ে। ওই সিরাপে খুব বেশি মাত্রায় ডাইথাইলিন গ্লাইকোল এবং ইথিলিন গ্লাইকোল ব্যবহৃত হয়েছিল। কেবল তাই নয়, সেগুলি মেডিক্যাল ফর্মুলেশনে ব্যবহারের আগে ঠিকমতো পরীক্ষা করা হয়নি। এই কাশির সিরাপটি তৈরি করেছে পঞ্জাবের সংস্থা কিউপি ফার্মাচেম লিমিটেড আর তা বাজারজাত করেছে হরিয়ানার সংস্থা ট্রিলিয়াম ফার্মা।

ন্যাশনাল সেন্টার ফর বায়োটেকনোলজি ইনফরমেশনের ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিনের একটি গবেষণাপত্র অনুসারে, ডাইইথিলিন গ্লাইসল কিংবা ইথিলিন গ্লাইসল প্রসাধনে ব্যবহার করা হয়। এই রাসায়নিক দুটি শরীরের মধ্যে বিষক্রিয়ার মতো কাজ করে। শরীরের মধ্যে ঢুকে রাসায়নিক দুটি রেচনতন্ত্রের ওপর গুরুতর প্রভাব ফেলে। এমনকি স্নায়ুকোষ এবং নিউরোট্রান্সমিটারেও চাপ সৃষ্টি করে। যা পরবর্তীতে কোমা এবং শেষ পর্যন্ত মৃত্যুর দিকে ঠেলে দিতে পারে। স্বাদে মিষ্টি এবং জলে অদ্রাব্য রাসায়নিক দুটির বিষক্রিয়ার জেরে পেটের তলদেশে ব্যথা, বমি, ডায়েরিয়া, প্রস্রাবে সমস্যা, মাথাব্যথা শুরু হয়। উল্লেখ্য, বুকব্যাথা ও কাশি বন্ধ করতে কাশির সিরাপে হাইড্রোকার্বন ব্যবহৃত হয়। অথচ হাইড্রোকার্বন একধরনের নারকোটিক, যা শরীরের জন্য ক্ষতিকর। কেবল তাই নয়, কফ সিরাপে ব্যবহৃত গুয়াইফেনেসিন, সিউডোএফিড্রিন, ট্রাইপোলিডিন, ডেক্সট্রো মেথরপেন ইত্যাদি স্বাস্থ্যের পক্ষে বিপজ্জনক। কাশির সিরাপে সিউডোফিড্রিন,ডেক্সট্ররমিথোফরমিন এবং ট্রাইমিথোপ্রলিপ্রিন ইত্যাদি ব্যবহার করা হয় যার ফলে রক্ত চাপ বেড়ে যায়, ঝিমুনি আসে, ইউফোরিয়া সৃষ্টি হয় এবং শেষে ঘুম আসে।

ভারতের বিখ্যাত ওষুধ প্রস্তুতকারক সংস্থা মেইডেন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের তৈরি চারটি কাশির সিরাপ প্রোমেথাজিন ওরাল সলিউশন, কোফ্যাক্সমালিন বেবি কফ সিরাপ, ম্যাকফ বেবি কফ সিরাপ এবং ম্যাগ্রিপ এন কোল্ড সিরাপকে বিশ্বস্বাস্থ্য সংস্থা হু বিপজ্জনক ঘোষণা করেছে। তারা এই চারটি ওষুধের নমুনা বিশ্লেষণ করে দেখেছে, এই সিরাপগুলিতে ক্ষতিকারক ডায়েথিলিন গ্লাইকোল এবং ইথিলিন রয়েছে। যা ব্যবহারে শিশুরা গুরুতর অসুস্থ হতে পারে এমনকি তাদের মৃত্যু পর্যন্ত হতে পারে। এরপরও কীভাবে আমাদের দেশে এই ধরণের ওষুধ প্রস্তুতকারক সংস্থা ওষুধ তৈরির ছাড়পত্র পায় এবং স্বাস্থ্য মন্ত্রক বা দেশে ওষুধের গুণমান নিয়ন্ত্রণের দায়িত্বপ্রাপ্ত সংস্থার চোখের সামনে দেদার বিপজ্জনক ওষুধের ব্যবসা চালিয়ে যায়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ১৪৩১ সংগ্রহ করতে ক্লিক করুন