বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে আজ রানিবাঁধ বিধানসভা রাওতারা অঞ্চলে ঝিলিমিলি হাই স্কুল প্রঙ্গনে রক্তদান শিবিরের আয়োজন করা হয় ৪০ জনের মতো মানুষ রক্ত দেন। এবং যারা রক্ত দাতা তাদের প্রত্যেকের হাতে একটি করে নারকেল গাছ তুলে দেওয়া হয়। আমরা জানি আমফান ঝরে বহু গাছের ক্ষতি হয়েছে। তাই সবুজকে রক্ষা করার জন্য প্রতিটি মানুষ যাতে একটি করে সবুজ গাছ লাগায় তারই চেষ্টা করা হয়েছে।
আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সম্মানীয় জেলা সভাধিপতি, বান্দোয়ান বিধানসভার বিধায়ক রাজীব লোচন সরেন, উপস্থিত ছিলেন ছত্রধর মাহাতো, বাঁকুড়া জেলার জেলাপরিষদ সদস্য চিত্ত রঞ্জন মাহাতো, বারিকুল, রাওতারা অঞ্চলের প্রধানরা, গ্রাম পঞ্চায়েতের সদস্যরা, অঞ্চলের প্রতিনিধিরা এবং সাধারন মানুষ। বিধায়ক জ্যোৎস্না মান্ডি বলেন, আজ আমার জন্মদিন, প্রতিবছর অপুষ্টি বাচ্চা এবং গরিব বাচ্চাদের কে নিয়ে অনুষ্ঠান করে থাকি এবছর একটু অন্যরকমভাবে করলাম। রক্তদান মহৎ দান।