আসন্ন লোকসভা ভোটে জিতে উলুবেড়িয়াকে এক নম্বরে থাকার ডাক দিলেন তৃণমূল কংগ্রেস নেতা সমীর পাঁজা। শনিবার উদয়নারায়ণপুরের নয়াচক (খিলা) এলাকায় তৃণমূল কংগ্রেস পরিবার আয়োজিত বর্ধিত কর্মীসভায় লোকসভার প্রার্থী সাজদা আহমেদ-এর সমর্থনে সমীরবাবু বলেন, আগামী ২০ মে এই কেন্দ্রে ভোট। এই ভোট রাজ্য সরকার গঠনের জন্য নয়, এ ভোট পঞ্চায়েত বোর্ড গঠনের জন্য নয়।
মনে রাখতে হবে এ ভোট দেশ আগামী দিনে কোথায় যাবে, আমরা কীভাবে থাকব, আমরা দুই সম্প্রদায়ের মানুষ একে অপরের পরিপূরক হিসেবে থাকব কীনা সেই জন্য এই ভোট।
প্রসঙ্গত, প্রচারসভায় এদিন সমীরবাবু আরো বলেন, যে যে বুথ কেন্দ্রে সভাপতির দায়িত্বে আছেন জেতাতে না পারলে পদ ছাড়তে হবে। পুনরায় ওই পদে আসতে হলে যোগ্যতার পরীক্ষা দিয়ে আসতে হবে।
উল্লেখ্য, এদিন প্রচার সভায় কর্মী ও সমর্থকের ভিড় ছিল লক্ষ্যণীয়। এবারে উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী প্রয়াত সুলতান আহমেদ-র সহধর্মিনী সাজদা আহমেদ। প্রচারসভায় সাজদা আহমেদকে সামনে রেখে সমীরবাবুর স্লোগান দুর্গোৎসব ও ঈদ উৎসবের মতো ভোট উৎসবে যোগদান করে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করতে হবে। লক্ষ্মীভাণ্ডার, কন্যাশ্রী, সবুজসাথী, কৃষকবন্ধুর মতো অনেক প্রকল্পে জনসাধারণ উপকৃত। এটা মানুষ বুঝেছেন। তাই একটি ভোটও বিজেপিকে নয়।