বৃহস্পতিবার | ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:১৯
Logo
এই মুহূর্তে ::
অবসর ঠেকাতেই মোদী হেডগেওয়ার ভবনে নতজানু : তপন মল্লিক চৌধুরী লিটল ম্যাগাজিনের আসরে শশাঙ্কশেখর অধিকারী : দিলীপ মজুমদার রাঁধুনীর বিস্ময় উন্মোচন — উপকারীতার জগৎ-সহ বাঙালির সম্পূর্ণ মশলা : রিঙ্কি সামন্ত রামনবমীর দোল : অসিত দাস মহারাষ্ট্রে নববর্ষের সূচনা ‘গুড়ি পড়বা’ : রিঙ্কি সামন্ত আরামবাগে ঘরের মেয়ে দুর্গাকে আরাধনার মধ্য দিয়ে দিঘীর মেলায় সম্প্রীতির মেলবন্ধন : মোহন গঙ্গোপাধ্যায় ‘বিজ্ঞান অন্বেষক’ পত্রিকার ২২তম বর্ষ উদযাপন : ড. দীপাঞ্জন দে হিন্দিতে টালা মানে ‘অর্ধেক’, কলকাতার টালা ছিল আধাশহর : অসিত দাস আত্মশুদ্ধির একটি বিশেষ দিন চৈত্র অমাবস্যা : রিঙ্কি সামন্ত চাপড়া বাঙ্গালঝি মহাবিদ্যালয় : ড. দীপাঞ্জন দে রায়গঞ্জে অনুষ্ঠিত হল জৈব কৃষি বিপণন হাট অশোকবৃক্ষ, কালিদাসের কুমারসম্ভব থেকে অমর মিত্রর ধ্রুবপুত্র : অসিত দাস কৌতুকে হাসতে না পারলে কামড় তো লাগবেই : তপন মল্লিক চৌধুরী জাতিসংঘ মহাসচিবের সফর ও রোহিঙ্গা সংকটে অগ্রগতি : হাসান মোঃ শামসুদ্দীন এথেন্সের অ্যাগনোডাইস — ইতিহাসের প্রথম মহিলা চিকিৎসক : রিঙ্কি সামন্ত সন্‌জীদা খাতুন — আমার শিক্ষক : ড. মিল্টন বিশ্বাস হিমঘরগুলিতে রেকর্ড পরিমাণ আলু মজুত, সস্তা হতে পারে বাজার দর : মোহন গঙ্গোপাধ্যায় শিশুশিক্ষা : তারাপদ রায় জঙ্গলমহল জৈন ধর্মের এক লুপ্তভুমি : সসীমকুমার বাড়ৈ ওড়িশা-আসাম-ত্রিপুরার অশোকাষ্টমীর সঙ্গে দোলের সম্পর্ক : অসিত দাস পাপমোচনী একাদশী ব্রতমাহাত্ম্য : রিঙ্কি সামন্ত ভগত সিংহের জেল নোটবুকের গল্প : কল্পনা পান্ডে নন্দিনী অধিকারী-র ছোটগল্প ‘অমৃতসরী জায়কা’ মহিলা সংশোধনাগারগুলিতে অন্তঃসত্ত্বা একের পর এক কয়েদি, এক বছরে ১৯৬ শিশুর জন্ম : মোহন গঙ্গোপাধ্যায় ‘শোলে’র পঞ্চাশ বছর : সন্দীপন বিশ্বাস বিভাজনের রাজনীতি চালিয়ে হিন্দুত্ববাদীরা ইতিহাস পালটাতে চায় : তপন মল্লিক চৌধুরী অশোক সম্পর্কে দু-চারটে কথা যা আমি জানি : অসিত দাস চৈত্রের শুরুতেই শৈবতীর্থ তারকেশ্বরে শুরু হলো সন্ন্যাস মেলা : মোহন গঙ্গোপাধ্যায় প্রথম বাঙালি পরিচালকের প্রথম নির্বাক লাভ স্টোরি : রিঙ্কি সামন্ত গোপিনী সমভিব্যাহারে রাধাকৃষ্ণের হোলি ও ধ্যানী অশোকবৃক্ষ : অসিত দাস
Notice :

পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ দোলপূর্ণিমা ও হোলি ও বসন্ত উৎসবের  আন্তরিক শুভেচ্ছা শুভনন্দন।  ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন,  ই-মেল : pagefour2020@gmail.com

প্রেসক্লাবে বিশিষ্টজনদের উপস্থিতিতে শতবর্ষে ‘রক্তকরবী’ নাটকের পুনঃনির্মাণ নিয়ে আলোচনা : মোহন গঙ্গোপাধ্যায়

মোহন গঙ্গোপাধ্যায় / ৮৩ জন পড়েছেন
আপডেট শনিবার, ২২ মার্চ, ২০২৫

শনিবার কলকাতার প্রেসক্লাবে শতবর্ষে রবীন্দ্রনাথের ‘রক্তকরবী’ নাটকের পুনঃনির্মাণ নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশিষ্ট সাহিত্যিক, শিল্পী, অভিনেতা ও বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, নাটকের সম্পাদনা ও পরিচালনা করেছেন চৈতি ঘোষাল। তিনি অভিনয়ও করেছেন এ নাটকে। ‘রক্তকরবী’ নাটকের পুনঃনির্মাণ নিয়ে আলোচনা করেন বিশিষ্ট সাহিত্যিক আবুল বাশার, সঙ্গীত শিল্পী দেবজ্যোতি মিশ্র, প্রচেত গুপ্ত ও অন্যান্য বিশিষ্টজনেরা। আগামী ৫ এপ্রিল থেকে এই নাটকের শুভ সূচনা হচ্ছে একাডেমীতে।

প্রসঙ্গত, আলোচনা সভায় মুখ্য বিষয় ছিল শতবর্ষে এসে দাঁড়ানো রবীন্দ্রনাথের ‘রক্তকরবী’ নানা মাত্রায় বিবেচনাযোগ্য একটি নাটক; বহুমাত্রিক-এর ব্যাখ্যা বিশ্লেষণ। আত্মজৈবনিক অভিজ্ঞতার সঙ্গে পুঁজিবাদী সমাজব্যবস্থায় শোষণের যে বহুমাত্রিক রূপ এবং সেখানে মানবসভ্যতার যে বিপর্যয় ও বিপন্নতা তাকেই রবীন্দ্রনাথ এ-নাটকে মূল উপজীব্য করে তুলেছেন। কেউ কেউ এই নাটকের মধ্যে শ্রেণি-সংগ্রাম চেতনার ছায়া খুঁজেছেন। নানা প্রশ্ন, নানা যুক্তি নিয়ে নাটকটি রচনার পর থেকে সমসাময়িক সময় পর্যন্ত রবীন্দ্রনাথ এ নাটকের মধ্য দিয়ে প্রাকৃতিক-পরিবেশ ধ্বংসের বিরুদ্ধে তাঁর প্রতিবাদ ঘোষণা করেছেন। নাটকের বহু সংলাপে খুব স্পষ্ট করে প্রকৃতিকে বিনাশের বিরুদ্ধে নিন্দা করা হয়েছে।

নাটকটি প্রধান দুটি চরিত্র রাজা আর নন্দিনী। রাজা প্রতিনিধিত্ব করছে পরিবেশ ধ্বংসের পক্ষে আর নন্দিনী তার বিরুদ্ধে কথা বলছে। নন্দিনী এই নাটকে সেদিক থেকে এক অদ্বিতীয় চরিত্র, নন্দিনীর মধ্যে মানবিক গুণাবলির সঙ্গে যুক্ত হয়েছে প্রকৃতির ছন্দ। নন্দিনী এ নন্দিনী বিশ্ব নাটকে সেদিক থেকে এক অদ্বিতীয় চরিত্র, নন্দিনীর মধ্যে মানবিক গুণাবলির সঙ্গে যুক্ত হয়েছে প্রকৃতির ছন্দ। নন্দিনী এ নাটকে প্রকৃতির প্রতীক হিসেব উপস্থাপিত। মানুষের প্রকৃতি বিরুদ্ধ কিছু করার ব্যাপারে রবীন্দ্রনাথ সর্বদাই ছিলেন উচ্চকণ্ঠ। যখন পরিবেশ নিয়ে তেমন কোনো চিন্তাভাবনা সভ্য সমাজে দেখা যায়নি, রবীন্দ্রনাথ তখনই সে প্রশ্নটিকে জোরালোভাবে সামনে এনেছিলেন।

যন্ত্রসভ্যতার অগ্রগতির মধ্যেই তিনি দেখেছিলেন পরিবেশ বিনাশের কারণ। বক্তারা জানান, “রক্তকরবী”-র এই শতবর্ষে দাঁড়িয়ে আমাদের মনে হয় আজকের দেশকাল এতো সাম্প্রতিক, এতো আপন নাটক আর কী-ই বা আছে, যা এই সময়কে এতো গভীর ও বহুস্তরিভূত সত্যতায় খুঁড়ে আনতে পারে। শোষণে, অত্যাচারে, জোরজুলুমে, আজকেও আমরা এক উৎকট যক্ষপুরীর নাগপাশে বন্দী। সর্বগ্রাসী তার ক্ষমতা। সেখানে নন্দিনী আসে প্রাণের বার্তা নিয়ে। সেই প্রাণের যাত্রায় ওতোপ্রোতো জড়িয়ে আছে ফাগুলাল, বিশু, চন্দ্রা, কিশোর, গোকুলের মতো জনমানুষ। আবার সহজাত বোধ জ্ঞান বুদ্ধি অধ্যাপকও আছেন। একদিকে তাদের সংশয়, সন্দেহ, ভয়, বিষাদের জ্বালা, পারস্পরিক অবিশ্বাসের তিক্ততা, মাতালের বিলাপ যেমন আছে, তেমনি আর একদিকে কেমন এক অজানা রহস্য নন্দিনী, তার কাছে যক্ষপুরীর জনমানুষ যেন নিজেদের হারিয়ে যাওয়া কোনো জিয়নকাঠির খোঁজ পায়। তাই চূড়ান্ত মুহূর্তে নন্দিনীর জয়ের প্রেরণায় অপ্রতিরোধ্য তাদের প্রতিবাদের ব্যাপ্তি ধরা পড়েছে এ নাটকে ।

এই উল্লেখযোগ্য নাটকে অভিনয় করছেন চৈতি ঘোষাল ছাড়াও দেবেশ রায়চৌধুরী, জীবন সাহা, পার্থ মুখোপাধ্যায়, পবিত্র কুমার, সুরজিৎ চক্রবর্তী, পার্থসারথি উপাধ্যায়, রজত মুখার্জি, অশোক মজুমদার প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ১৪৩১ সংগ্রহ করতে ক্লিক করুন