পশ্চিমবঙ্গ আদিবাসী উন্নয়ন পরিষদের নব নিযুক্ত চেয়ারম্যান নয়াগ্রাম বিধানসভার বিধায়ক মাননীয় দুলাল মুর্ম্মু মহাশয়কে গোপীবল্লভপুর-২নং ব্লক তৃণমূল কংগ্রেসের এর পক্ষ থেকে সম্বর্ধনা জানানো হলো রান্টুয়াতে৷
এছাড়া আগামী বিধানসভা কে পাখির চোখ করে ভুয়ো ভোটার সংক্রান্ত আলোচনা এবং জনসংযোগ এর মধ্য দিয়েই দলীয় সংগঠন আরো মজবুত করার লক্ষ্যে গোপীবল্লভপুর-২নং ব্লকের কুলিয়ানা অঞ্চল তৃণমূল কংগ্রেসের কর্মীদেরদের নিয়ে রাণ্টুয়া S S লজে সভা করলেন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি টিঙ্কু পাল৷ উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি দুলাল মুর্মু, রাজ্য তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির ঝাড়গ্রাম জেলা সভাপতি স্বপন পাত্র,গোপী-২পঞ্চায়েত সমিতির সভাপতি শর্বরী অধিকারী,ব্লক তৃণমূল যুব কংগ্রের সভাপতি অনুপম মল্লিক সহ অন্যান্য নেতৃত্বগন৷