অভিনব উদ্যোগ। সাড়া পড়েছে মানব সমাজে। ক্যালেন্ডারের মাধ্যমে মানুষের দৈনন্দিন জীবনে কেবল তারিখটা শেষ কথা নয়। এমন একটি ক্যালেন্ডার প্রকাশ পেয়েছে, যেখানে তারিখের পাশাপাশি বিভিন্ন জীবাণু সম্পর্কিত ছবি ও আর্কষণীয় তথ্য তুলে ধরা হয়েছে। এখানেই শেষ নয়, ক্যালেন্ডারে স্থান পেয়েছে মানব স্বাস্থ্য, পরিবেশ ও সমাজের উপর মানুষের প্রভাব। যা মানবকল্যাণে সহায়তা করবে। এই ক্যালেন্ডারে মাইক্রোবায়োলজিস্টদের মস্তিষ্কপ্রসূত ভাবনা ধরা পড়েছে। যা সাড়া ফেলেছে সমাজে। এর পিছনে কারিগর হিসেবে কাজ করেছে মাইক্রোবায়োলজিস্ট সোসাইটি অফ ইন্ডিয়া।
প্রসঙ্গত, মাইক্রোবায়োলজিস্ট সোসাইটি অফ ইন্ডিয়া গত কয়েক বছর ধরেই একটি অভিনব ক্যালেন্ডার প্রকাশ করে আসছে। চলতি বছরেও তার ব্যতিক্রম নয়। এই অনন্য সুন্দর ক্যালেন্ডারে রয়েছে বিভিন্ন জীবাণু সম্পর্কিত ছবি, যা অনেকের কাছেই অজানা। এছাড়াও আকর্ষণীয় তথ্য। রয়েছে মানব স্বাস্থ্য, পরিবেশ এবং সমাজের উপর তাদের প্রভাব সম্পর্কিত আলোচনা। মুখ্য উদ্দেশ্য একটাই তা হল মাইক্রোবায়োলোজির জগৎকে সমাজের সকল স্তরে তুলে ধরার প্রয়াস। সোসাইটির সেক্রেটারি ও দীনবন্ধু এন্ড্রুজ কলেজের মাইক্রোবায়োলোজির অধ্যাপিকা ডঃ স্বপ্না মুখার্জীর মতে ক্যালেন্ডারটি শিক্ষার্থী এবং গবেষকদের মধ্যে মাইক্রোবায়োলজির বিভিন্ন ক্ষেত্রে সচেতনতা বৃদ্ধি করতে সক্ষম। আশা করি তাছাড়াও মানব সমাজে এর আলাদা প্রভাব ফেলবে। শিক্ষামূলক এবং দৃষ্টিনন্দন এই ক্যালেন্ডারটি মাইক্রোবায়োলজি সম্পর্কে আগ্রহী যে কোনো ব্যাক্তির কাছে অবশ্যই সংগ্রহযোগ্য।