বৃহস্পতিবার | ২৪শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | রাত ১১:৪৮
Logo
এই মুহূর্তে ::
সিন্ধুসভ্যতার ফলক ও সিলে হরিণের শিং-বিশিষ্ট ঋষ্যশৃঙ্গ মুনি : অসিত দাস বৈশাখ মাসে কৃষ্ণপক্ষে শ্রীশ্রীবরুথিনী একাদশীর ব্রতকথা মাহাত্ম্য : রিঙ্কি সামন্ত সিন্ধুসভ্যতার লিপি যে প্রোটোদ্রাবিড়ীয়, তার অকাট্য প্রমাণ : অসিত দাস বাঙালির মায়াকাজল সোনার কেল্লা : মৈত্রেয়ী ব্যানার্জী ট্যাটু এখন ‘স্টাইল স্টেটমেন্ট’ : রিঙ্কি সামন্ত ফের আমেদাবাদে হিন্দুত্ববাদীদের অন্য ধর্মের উপর হামলা : তপন মল্লিক চৌধুরী লোকসংস্কৃতিবিদ আশুতোষ ভট্টাচার্য ও তাঁর চিঠি : দিলীপ মজুমদার নববর্ষের সাদর সম্ভাষণ : শিবরাম চক্রবর্তী নববর্ষ গ্রাম থেকে নগরে : শিহাব শাহরিয়ার ফিরে আসছে কলের গান : ফজলুল কবির সিন্ধুসভ্যতার ফলকে খোদিত ইউনিকর্ন আসলে একশৃঙ্গ হরিণ : অসিত দাস একটু রসুন, রসুনের কথা শুনুন : রিঙ্কি সামন্ত ১২ বছর পর আরামবাগে শোলার মালা পরিয়ে বন্ধুত্বের সয়লা উৎসব জমজমাট : মোহন গঙ্গোপাধ্যায় কোনিয়াকদের সঙ্গে দু’দিন : নন্দিনী অধিকারী স্বচ্ছ মসলিনের অধরা ব্যুৎপত্তি : অসিত দাস বাড়বে গরম, চোখের নানান সমস্যা থেকে সাবধান : ডা. তনুশ্রী চক্রবর্তী আঠালো মাটি ফুঁড়ে জন্মানো শৈশব : আনন্দগোপাল হালদার মাইহার ঘরানার সম্রাট আলি আকবর খান (শেষ পর্ব) : রিঙ্কি সামন্ত ওয়াকফ হিংসার জের কি মুর্শিদাবাদেই থেমে গিয়েছে : তপন মল্লিক চৌধুরী এক বাগদি মেয়ের লড়াই : দিলীপ মজুমদার এই সেনসরশিপের পিছনে কি মতাদর্শ থাকতে পারে : কল্পনা পাণ্ডে শিব কম্যুনিস্ট, বিষ্ণু ক্যাপিটেলিস্ট : জ্যোতি বন্দ্যোপাধ্যায় ‘গায়ন’ থেকেই গাজন শব্দের সৃষ্টি : অসিত দাস কালাপুষ্প : মোহন গঙ্গোপাধ্যায় পয়লা বৈশাখ থেকে শুরু হোক বাঙালি-অস্মিতার প্রচারযাত্রা : দিলীপ মজুমদার মাইহার ঘরানার সম্রাট আলি আকবর খান (প্রথম পর্ব) : রিঙ্কি সামন্ত পেজফোর-এর নববর্ষ বিশেষ সংখ্যা ১৪৩২ প্রকাশিত হল সিন্ধিভাষায় দ্রাবিড় শব্দের ব্যবহার : অসিত দাস সিন্ধুসভ্যতার জীবজগতের গতিপ্রকৃতির মোটিফ : অসিত দাস হনুমান জয়ন্তীতে নিবেদন করুন ভগবানের প্রিয় নৈবেদ্য : রিঙ্কি সামন্ত
Notice :

পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই বাংলা নববর্ষ ১৪৩২-এর আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা।  ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন,  ই-মেল : pagefour2020@gmail.com

বঙ্গীয় সাহিত্য পরিষদের কর্মাধ্যক্ষ নির্বাচনে বর্তমান কর্মকর্তাদের বিপুল জয়

পেজফোর, বিশেষ প্রতিনিধি / ১৬৯ জন পড়েছেন
আপডেট রবিবার, ২৩ মার্চ, ২০২৫

বঙ্গীয় সাহিত্য পরিষদের বার্ষিক সাধারণ সভার আগে একদল মানুষ অভিযোগ তুলেছিলেন বর্তমান কর্মকর্তারা কর্মাধ্যক্ষ নির্বাচনে ভোটাভুটি চান না। তাঁদের সেই অভিযোগকে মিথ্যা প্রমাণ করে গত ১৬ মার্চ পরিষদের ১৩০তম বার্ষিক সাধারণ সভায় কর্মাধ্যক্ষ নির্বাচনে ভোটাভুটি হল এবং সেখানে বর্তমান কর্মকর্তারা উপস্থিত সদস্যদের ভোটে বিপুল ব্যবধানে জয় লাভ করলেন। এবিষয়ে পরিষৎ-সম্পাদক শ্রীরমেনকুমার সর বলেন— ‘বিগত কয়েক বছর ধরে একদল ক্ষমতালোভী মানুষ নানাভাবে আমাদের নামে মিথ্যা অপপ্রচার চালাচ্ছিলেন। বার্ষিক সাধারণ সভায় মাননীয় পরিষৎ-সদস্যরা গোপন ব্যালটে ভোটদানের মাধ্যমে বুঝিয়ে দিলেন তাঁরা কাজ চান, কুৎসা চান না।’ তিনি সকলের উদ্দেশে বলেন— ‘আমাদের কাজের কোনো গঠনমূলক সমালোচনা আপনারা অবশ্যই করুন। কিন্তু প্রকৃত তথ্য না জেনে মিথ্যা প্রচার করবেন না। বঙ্গীয় সাহিত্য পরিষৎ বাঙালির গর্বের প্রতিষ্ঠান। আসুন আমরা সবাই মিলে এই প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাই।

গত এক বছরে পরিষদের চিত্রশালার (মিউজিয়ম) সম্পূর্ণ নবরূপায়ন হয়েছে। মুখ্যমন্ত্ৰী মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় পাওয়া গেলেই ওই চিত্রশালা সাধারণের জন্য খুলে দেওয়া হবে। পরিষৎ-ক্রীত টালাপার্কে কথাসাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের বাসভবনের বাইরের অংশ মেরামত করে রং করা হয়েছে। লোডশেডিং-এ যাতে কোনো সমস্যা না হয় তার জন্য একটি গ্রিন জেনারেটর কেনা হয়েছে। আধুনিক প্রযুক্তির সহায়তায় গ্রন্থাগারের ও পুথিশালার পাঠক পরিষেবা উন্নত করার দিকে নজর দেওয়া হয়েছে। নিয়মিত আলোচনা সভার আয়োজন করা হয়েছে। কয়েক বছরের মধ্যে পরিষৎ পত্রিকার নিয়মিত সংখ্যা প্রকাশের পাশাপাশি পাঁচটি বিশেষ সংখ্যা প্রকাশিত হয়েছে; যার কোনো কোনোটির দ্বিতীয় এমনকী তৃতীয় মুদ্রণ পর্যন্ত হয়েছে। ক্ষমতালোভী ছিদ্রন্বেষী মানুষের দল এই কাজ চোখে দেখতে পান না।’

পরিষৎ-সভাপতি রতনকুমার নন্দী জানান— মাননীয় প্রাক্তন রাষ্ট্রপতি প্রয়াত প্রণব মুখোপাধ্যায়ের সহায়তায় কেন্দ্রীয় সরকারের সংস্কৃতি মন্ত্রক থেকে পরিষৎ যে ১০ কোটি টাকার কর্পাস ফান্ড পেয়েছিল, একদল মানুষ প্রচার চালাচ্ছিলেন আমরা নাকি তা নয়ছয় করেছি। অথচ প্রকৃত তথ্য ওই টাকায় হাত দেওয়ার অধিকার পরিষদের কোনো কর্মকর্তার নেই। ওই টাকার সুদ কোন কোন ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি, তাও নির্দিষ্টভাবে বলে দেওয়া আছে। সেই সেই ক্ষেত্রেই ওই টাকা ব্যয় করা হয়েছে।’

তিনি আরও জানান— ‘মাননীয় রাষ্ট্রপতি প্রয়াত প্রণব মুখোপাধ্যায় ওই টাকা দিয়েছিলেন বঙ্গীয় সাহিত্য পরিষৎ নামক একটি প্রতিষ্ঠানকে, তাঁর কোনো আত্মীয়াকে নয়, টাকা প্রাপ্তির ক্ষেত্রে সেই আত্মীয়ার ভূমিকা অবশ্যই ছিল তা আমরা কৃতজ্ঞ চিত্তে স্বীকার করি। কিন্তু এমনভাবে প্রচার চালানো হচ্ছে যার অন্য অর্থ দাঁড়ায়। শুধু তাই নয়, কর্পাস ফান্ডের এই টাকা প্রাপ্তির আগে পরিষদের ন্যাসরক্ষক সমিতির সমিতির সদস্য প্রয়াত কবি শঙ্খ ঘোষ ব্যক্তিগত উদ্যোগে তাঁর বন্ধু প্রয়াত সাংবাদিক নিমাই চট্টোপাধ্যায়ের থেকে প্রায় ছয় কোটি টাকার দান পরিষৎকে সংগ্রহ করে দিয়েছিলেন। কর্পাস ফান্ডের মাধ্যমেই শুধু পরিষদের বর্তমান আর্থিক উন্নতি, একথা প্রচার করে প্রয়াত কবি শঙ্খ ঘোষকে অপমানিত করা হচ্ছে’ এদিন সভায় উপস্থিত সংখ্যাগরিষ্ঠ সদস্য দাবি করেন বঙ্গীয় সাহিত্য পরিষৎ বাঙালির জ্ঞানচর্চার ক্ষেত্রে এক সারস্বত প্রতিষ্ঠান। অপপ্রচার কুৎসা বন্ধ হোক। পরিষৎ এগিয়ে চলুক তার কাজের মধ্য দিয়ে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ১৪৩১ সংগ্রহ করতে ক্লিক করুন