বৃহস্পতিবার | ২০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৫:৩৭
Logo
এই মুহূর্তে ::
চৈত্রের শুরুতেই শৈবতীর্থ তারকেশ্বরে শুরু হলো সন্ন্যাস মেলা : মোহন গঙ্গোপাধ্যায় প্রথম বাঙালি পরিচালকের প্রথম নির্বাক লাভ স্টোরি : রিঙ্কি সামন্ত গোপিনী সমভিব্যাহারে রাধাকৃষ্ণের হোলি ও ধ্যানী অশোকবৃক্ষ : অসিত দাস শেখাওয়াটির হোলী-হাভেলী : নন্দিনী অধিকারী সংস্কৃত সাহিত্যে অশোকবৃক্ষ যখন দোহলী : অসিত দাস প্রাণগৌরাঙ্গের প্রিয় পঞ্চব্যঞ্জন : রিঙ্কি সামন্ত ‘দ্য স্টোরিটেলার’ — শিল্প এবং বাজারের মধ্যে দ্বন্দ্ব : কল্পনা পান্ডে অপুষ্টি আর দারিদ্রতা ঢাকতে সরকার আর্থিক উন্নয়নের পরিসংখ্যান আওড়ায় : তপন মল্লিক চৌধুরী দোহলী মানে অশোকবৃক্ষ, তা থেকেই দোল ও হোলি : অসিত দাস সিনেমা প্রেমীদের হোলির গান : রিঙ্কি সামন্ত দোলের আগের দিনের চাঁচর নিয়ে চাঁচাছোলা কথা : অসিত দাস খোল দ্বার খোল, লাগল যে দোল — দোলা লাগল কি : দিলীপ মজুমদার শ্রীচৈতন্য মহাপ্রভুর বৃন্দাবন যাত্রা (শেষ পর্ব) : রিঙ্কি সামন্ত সিঙেরকোণ-এর রাধাকান্ত এখনও এখানে ব্যাচেলর : মৈত্রেয়ী ব্যানার্জী শ্রীচৈতন্য মহাপ্রভুর বৃন্দাবন যাত্রা (প্রথম পর্ব) : রিঙ্কি সামন্ত বাজারে ভেজাল ওষুধের রমরমা দায় কার : তপন মল্লিক চৌধুরী বাঙালি বিজ্ঞানীর গবেষণায় চাঞ্চল্যকর তথ্য ‘কুড়কুড়ে ছাতুতে’ ক্যানসার নিকেশ : মোহন গঙ্গোপাধ্যায় বোলপুর কি সত্যিই বলিপুর : অসিত দাস রাখাইন পরিস্থিতি এবং বাংলাদেশের উপর প্রভাব : হাসান মোঃ শামসুদ্দীন অসুখী রাজকন্যাদের লড়াইয়ের গল্প : রিঙ্কি সামন্ত বিশ্ব থেকে ক্যানসারকে নির্মূল করতে গবেষণায় একের পর এক সাফল্য রূপায়ণের : মোহন গঙ্গোপাধ্যায় কল্পনার ডানায় বাস্তবের রূপকথা : পুরুষোত্তম সিংহ হাইকোর্টের রায়ে ভাবাদিঘীতে তিন মাসের মধ্যে কাজ শুরুর নির্দেশ : মোহন গঙ্গোপাধ্যায় মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী কমছে, সঙ্কটে সরকারি বাংলা মাধ্যম স্কুল : তপন মল্লিক চৌধুরী ফল্গু নদীর তীরে একটি ছোট শহর এই বুদ্ধগয়া : বিজয় চৌধুরী শাহিস্নান নয়, আদতে কথাটি ছিল সহিস্নান : অসিত দাস মৈত্রেয়ী ব্যানার্জি-র ভূতের গল্পো ‘হোমস্টে’ রহস্য ঘেরা বলিউডের নক্ষত্রপতন : রিঙ্কি সামন্ত বাঁকুড়ার দু-দিন ব্যাপী দেশীয় বীজ মেলায় দেশজ বীজের অভূতপূর্ব সম্ভার পেজফোর-এর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৫
Notice :

পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ দোলপূর্ণিমা ও হোলি ও বসন্ত উৎসবের  আন্তরিক শুভেচ্ছা শুভনন্দন।  ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন,  ই-মেল : pagefour2020@gmail.com

রাখী পত্রিকার উদ্যোগে মরণোত্তর দেহ দান ও চক্ষুদানের সচেতনতা প্রসার কর্মসূচি : অর্কজিৎ সেন

অর্কজিৎ সেন / ১৯২ জন পড়েছেন
আপডেট মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫

নদীয়া জেলার সর্বপ্রথম মরণোত্তর দেহদান ও চক্ষুদান বিষয়ক আন্দোলনকারী কুসংস্কার বিরোধী সাহিত্য বিজ্ঞান সংগঠন রাখী পত্রিকা সারা বছর ধ

রেই নদীয়া জেলা তথা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় মরণোত্তর দেহদান ও চক্ষুদান এর বিষয়ে সচেতনতা প্রসার করে আসছে।

এই বছরটিও তার ব্যতিক্রম হল না। ২০২৫ সালের জানুয়ারি মাসের ১৭ তারিখ নদীয়া জেলার বেথুয়াডহরীর নাকাশীপাড়া হাই স্কুল (উঃ মাঃ) বিদ্যালয়ে অনুষ্ঠিত হল রাখী পত্রিকার উদ্যোগে একটি সচেতনতামূলক মরণোত্তর দেহদান ও চক্ষুদান বিষয়ক আলোচনাসভা। সম্পূর্ণ অনুষ্ঠানটি পরিচালনা করলেন রাখী পত্রিকার প্রতিনিধি অর্কজিৎ সেন। চাকদহের অনুভব এর সভাপতি রাখী পত্রিকার অত্যন্ত আপনজন শ্রদ্ধেয় গৌড় অধিকারী মহাশয় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের উপযোগী মরণোত্তর দেহদান ও চক্ষুদান এর বিষয়টি খুব সুন্দর ভাবে নিজের বক্তব্যের মাধ্যমে তুলে ধরলেন।

অনুষ্ঠানটি শুরু হল বিদ্যালয়ের সম্মাননীয় প্রধান শিক্ষক ড.অমিত কুমার দত্ত মহাশয়ের মরণোত্তর দেহদান ও চক্ষুদান সম্পর্কিত মূল্যবান বক্তব্যের মাধ্যমে। এরপর জাতীয় চক্ষুদান পক্ষ উপলক্ষে প্রকাশিত রাখী পত্রিকার বিশেষ সংখ্যাটি রাখী পত্রিকার প্রতিনিধি অর্কজিৎ সেন সম্মাননীয় প্রধান শিক্ষক ড.অমিত কুমার দত্ত মহাশয়ের হাতে তুলে দিলেন।

সম্পূর্ণ অনুষ্ঠানটিতে ছাত্র-ছাত্রীদের উপস্থিতি এবং জানার আগ্রহ ছিল চোখে পড়ার মতন। নিজে হাতে ছাত্র-ছাত্রীরা রাখী পত্রিকার ব্যানার টাঙানো থেকে শুরু করে আরো অনেক কাজ অনুষ্ঠান চলাকালীন করে রাখী পত্রিকার সাংগঠনিক কাজের সাথে যুক্ত হল। অভিজ্ঞ এবং সুবক্তা গৌড় অধিকারী মহাশয়ের বক্তব্যের জন্য মরণোত্তর দেহদান ও চক্ষুদানের মতন নতুন বিষয়ে জানার আগ্রহ ও প্রশ্ন করার কৌতুহল দেখে আমরা বিশেষভাবে উৎসাহ বোধ করছি।

শুধু ছাত্র-ছাত্রী নয় সম্পূর্ণ অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সম্মাননীয় ড. অমিত কুমার দত্ত মহাশয় সহ অন্যান্য শ্রদ্ধেয় শিক্ষক-শিক্ষিকা। রাখী পত্রিকাকে ভালোবেসে শ্রদ্ধাসহ এমন আন্তরিকভাবে আমন্ত্রণ জানানোর জন্য নাকাশীপাড়া হাই স্কুল (উঃ মাঃ) এর সকল শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী তথা কর্মীবৃন্দকে রাখী পত্রিকার সভাপতি সম্মাননীয় বিমল সরকার মহাশয় শ্রদ্ধাসহ ধন্যবাদ জ্ঞাপন করেছেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক অত্যন্ত আন্তরিকভাবে রাখী পত্রিকাকে জানান ভবিষ্যতেও তাঁর পরিচালিত স্কুলে ছাত্র-ছাত্রীদের পাঠ্য পুস্তকের বাইরেও নানা রকম জ্ঞানের সাথে বিজ্ঞানমনস্কতা প্রসারে বিজ্ঞানের বিভিন্ন অনুষ্ঠান রাখী পত্রিকার মতন সাড়ে তিন দশকের সংগঠন যেন বিশেষ গুরুত্বের সাথে পালন করে।

প্রধান শিক্ষক মহাশয়ের আন্তরিক আবেদনে ও ব্যবহারে রাখী পত্রিকা আপ্লুত।

রাখী পত্রিকাও ভবিষ্যতে এই বিদ্যালয়ে পুনরায় মরণোত্তর দেহদান ও চক্ষুদান বিষয়কে মূল কেন্দ্রবিন্দুতে রেখে বিজ্ঞানের অন্যান্য শাখার বিভিন্ন অনুষ্ঠান করার আগ্রহ জানিয়েছে।

মরণোত্তর দেহদান ও চক্ষুদান আন্দোলন কারোর একার কাজ নয় । সমাজের সকলকে নিয়ে সমাজের সকল স্তরে যাতে এই আন্দোলন ছড়িয়ে পড়ে তার জন্য রাখী পত্রিকার সভাপতি সম্মাননীয় বিমল সরকার মহাশয় সর্বদা সবাইকে নিয়ে এই আন্দোলনে সচেষ্ট।

কেউ যদি মরণোত্তর দেহদান ও চক্ষুদান বিষয়ক আলোচনা সভা করতে চান তাহলে অবশ্যই রাখী পত্রিকাকে আমন্ত্রণ জানাতে পারেন। রাখী পত্রিকা অবশ্যই উপস্থিত থাকার আন্তরিক চেষ্টা করবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ১৪৩১ সংগ্রহ করতে ক্লিক করুন