বিজেপি সভাপতি দিলীপ ঘোষের বাস্তব জ্ঞানের বড়ই অভাব। গুজরাটের খবর, আমেদাবাদের খবর রাখেন না বা তথ্য চেপে যান। সোমবার ৪ মে বাড়িতে বসে সাংবাদিক বৈঠক ডেকে অনেক কথা বলেছেন। বলেছেন, গুজরাট, মহারাষ্ট্র অনেক উন্নত। অনেক বিদেশি আসেন। তাই নাকি করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে ওইসব রাজ্যে। নির্বোধের আজব যুক্তি! গোমূত্র দলের রাজ্য সভাপতি, যিনি আবার নাকি বাংলার উইকিপিডিয়া চিফ মিনিস্টার, তিনি বলেছেন, বাংলা নাকি দেশে করোনা সংক্রমণের ভারকেন্দ্র। চিনের উহানের মতো!
ভুয়ো খবর ছড়ানোয় এই ওস্তাদদের এখন শিক্ষার পাঠ দিতে হচ্ছে তৃণমূলকেও! মানুষের কাছে ভুল বার্তা রুখতে করোনা মোকাবিলায় ব্যস্ততার মধ্যে সত্য তথ্য তুলে ধরতে হচ্ছে।
দিলীপ ঘোষের মিথ্যাচারকে খণ্ডন করে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় টুইটারে লিখেছেন, সস্তা রাজনীতির মাধ্যমে স্কোর বাড়াতে যাঁরা তথ্য বিকৃত করার মরিয়া চেষ্টা চালাচ্ছেন এবং বাংলার বদনাম করতে গিয়ে দেশের উহান বলতেও দ্বিধা করছেন না, তাঁরা বাস্তব তথ্য দেখতে পারেন: প্রতি ১০ লক্ষে বাংলায় করোনা পজিটিভ ১৪ জন, যা দেশে ১৬ নম্বরে রেখেছে বাংলাকে
মোট করোনা আক্রান্তের সংখ্যা ১২৫৯, বাংলা রয়েছে নবম স্থানে। করোনা পজিটিভ ৯০৮, বাংলা রয়েছে দশম স্থানে।
অভিষেকের এই তথ্যের সঙ্গে রাজ্য সরকারের দেওয়া তথ্য আমরা দিচ্ছি। দিলীপ-বাবুলরা সেটা পড়ে একবার গুজরাট, আমেদাবাদের খবর রাখতে পারেন। দেখুন, ভারতের আসল উহান কোথায়?