একটি রাজ্যে সব বুথফেরত সমীক্ষা ভুল প্রমাণিত করে তৃতীয়বারের জন্য ক্ষমতায় থাকার রেকর্ড সৃষ্টি করল বিজেপি। এদিকে সকালবেলায় ২৪, আকবর রোডে এআইসিসির সদর দফতরের সামনে বাঁধভাঙা উচ্ছ্বাসের মধ্যে শুরু হয় লাড্ডু বিতরণ, রাহুল গান্ধীর ছবিতে জিলিপি চড়ানো। কিন্তু বেলা ১০টার পর সেই ছবিটা ১৮০ ডিগ্রি ঘুরে যায়। কারণ ইতিমধ্যে হরিয়ানায় বিজেপি কংগ্রেসের বিপুল জয়ের পূর্বাভাস ভুল প্রমাণিত করে সংখ্যাগরিষ্ঠতা ছোঁয়ার পথে অনেকটাই এগিয়ে যায়। অন্যদিকে কংগ্রেস সদর দফতরের সামনের জমায়েত ধীরে ধীরে পাতলা হয়ে যায়। তবে হরিয়ানায় সফল হলেও জম্মু-কাশ্মীরে বিজেপি ব্যর্থ। কেন্দ্রের শাসক দল পাঁচ বছর ধরে নানা ধরনের চেষ্টা সত্ত্বেও সেখানে ক্ষমতায় আসতে পারল না। নরেন্দ্র মোদির ‘কাশ্মীর নীতি’ প্রত্যাখ্যাত হয়ে উপত্যকায় ক্ষমতায় আসতে চলেছে ন্যাশনাল কনফারেন্স (এসি), কংগ্রেস ও সিপিএমের জোট।
বিজেপি হরিয়ানায় হ্যাটট্রিক করায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যতটা উৎফুল্ল, ততটাই চিন্তিত জম্মু-কাশ্মীরের ব্যর্থতায়। একদিকে তাঁরই নেতৃত্বে বিজেপি হরিয়ানায় হ্যাটট্রিক করল, সে রাজ্যের ইতিহাসে রেকর্ড গড়ল। কেবল একটি দশক হরিয়ানায় ক্ষমতায় থাকা নয়, গতবারের তুলনায় আসন সংখ্যা বাড়িয়েছে বিজেপি এবং এবারও সে রাজ্যে সরকার গড়বে — এতে মোদীর কৃতিত্ব তো স্বীকার করতেই হবে। অন্যদিকে মোদীকে প্রশ্নের মুখোমুখি দাড় করিয়ে দিল জম্মু-কাশ্মীরের ব্যর্থতা। আসলে প্রশ্নের মুখে দাঁড় করালো তাঁর কাশ্মীর নীতিকে। দেশে তো বটেই, আন্তর্জাতিক স্তরেও। কারণ, এই ভোট এক অর্থে ছিল ৩৭০ অনুচ্ছেদ–সংক্রান্ত সিদ্ধান্তের বিরুদ্ধে গণভোট। মোদী চেয়েছিলেন তিনি এই রাজ্যকে এনসি, কংগ্রেস ও পিডিপির হাত থেকে মুক্ত করবেন। কিন্তু তাঁর সেই ইচ্ছাও ব্যর্থ হল।
অধিকাংশ আসনের গণনা সম্পূর্ণ হলেও নির্বাচন কমিশন আনুষ্ঠানিক ভাবে সব আসনের ফলপ্রকাশ করেনি। জেতা কিংবা এগিয়ে থাকার নিরিখে ন্যাশনাল কনফারেন্স (এনসি)-এর ঝুলিতে ৪২টি আসন। এনসি-র সঙ্গে জোট বেঁধে কংগ্রেস ৬টি আসন। অন্যদিকে বিজেপির ঝুলিতে ২৯টি আসন। মাত্র ৩টি আসনে জয়ী হয়েছে পিডিপি। সিপিএম এবং আপ একটি আসনে জয়ী হয়েছে। জম্মু ও কাশ্মীর পিপলস কনফারেন্স জয়ী একটি আসনে। আর নির্দল প্রার্থীরা ৭টি আসনে জয়ী হয়েছেন। ভোটের ফলে যে ইঙ্গিত মিলছে তা বলছে এনসি এবং কংগ্রেস মূলত কাশ্মীর উপত্যকায় নিজেদের প্রভাব ধরে রেখেছে। অন্যদিকে বিজেপি সাফল্য পেয়েছে জম্মুতে। উল্লেখ্য, ২০০৮ সালের বিধানসভা নির্বাচনে এনসি পেয়েছিল ২৮টি আসন। কংগ্রেস জিতেছিল ১৭টি আসনে। আর পিডিপি জয় পেয়েছিল ২১টি আসনে। সে বার কংগ্রেসের সমর্থন নিয়ে মুখ্যমন্ত্রী হয়েছিলেন ওমর। তিনি মুখ্যমন্ত্রী ছিলেন ২০১৫ সালের জানুয়ারি মাস অবধি। সব কিছু ঠিক থাকলে ৯ বছর পরে ফের মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসতে পারেন তিনি।
তবে জম্মু-কাশ্মীরের ভোটের ফলাফল থেকে উপত্যকার মানুষ মোদি সরকারকে স্পষ্টভাবে বুঝিয়ে দিল, যে উদ্দেশ্য নিয়ে পাঁচ বছর আগে বিজেপি এই রাজ্যকে দ্বিখণ্ডিত করেছিল, সংবিধানের ৩৭০ অনুচ্ছেদের বিশেষ মর্যাদা বাতিল করেছিল, পূর্ণ রাজ্যের মর্যাদা কেড়ে নিয়ে দুটি কেন্দ্রশাসিত অঞ্চল তৈরি করেছিল, সে রাজ্যের মানুষ তা যেমন মন থেকে মেনে নিতে পারেননি বরং প্রত্যাখ্যান করেছেন। সেদিক থেকে এই ফল নিশ্চিতভাবেই নরেন্দ্র মোদী ও তাঁর সরকারের বিরুদ্ধে গণভোট। কেন্দ্রের সরকার কিন্তু চেষ্টা করেছিল- লোকসভা ও বিধানসভার কেন্দ্রগুলির সীমানা পুনর্নির্ধারণ করে সাতটি আসন বাড়ায়, সেগুলির মধ্যে জম্মুতে ৬টি হিন্দু প্রধান, মুসলমান প্রধান কাশ্মীর উপত্যকায় ১টি। দুটি অঞ্চলের আসনের মধ্যে যেখানে ফারাক ছিল ৯ আসনের, তা কমিয়ে করা হয় ৪টি। কেবল তাই নয়, আইন করে বিধানসভায় পাঁচজনকে মনোনীত করার দায়িত্ব দেওয়া হয় উপরাজ্যপালকে, যাঁদের মধ্যে তিনজন থাকবেন মহিলা।
এবার প্রশ্ন প্রতিশ্রুতি অনুযায়ী কেন্দ্র সরকার কি জম্মু-কাশ্মীরকে পূর্ণ রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেবে? যদিও এই গুরুত্বপূর্ণ প্রশ্নে উত্তর এখনো পর্যন্ত নেই। বরং এমন আশঙ্কা দেখা দিচ্ছে, যেভাবে নির্বাচিত প্রতিনিধিদের সিদ্ধান্ত এড়িয়ে কেন্দ্রশাসিত দিল্লি উপরাজ্যপাল মারফত শাসিত হচ্ছে, জম্মু-কাশ্মীর ঠিক সেভাবেই শাসিত হবে। অর্থাৎ মুখ্যমন্ত্রীর দায়িত্ব পৌরসভার চেয়ারম্যানের থেকে বেশি কিছু হবে না। কাশ্মীর উপত্যকায় এনসি-কংগ্রেস-সিপিএম জোট এবং পিডিপির প্রাধান্য খাটো করতে বিজেপি অন্য ব্যবস্থাও করেছিল। বিচ্ছিন্নতাবাদী জেলবন্দী সংসদ সদস্য ইঞ্জিনিয়ার রশিদকে আওয়ামী ইত্তেহাদ পার্টি (এআইপি) গঠনে মদদ দিয়েছে, জামায়াতে ইসলামীকে ভোটে দাঁড়াতে উৎসাহিত করেছে এবং গুলাম নবি আজাদ ও আলতাফ বুখারির দলকে খোলামেলা সমর্থন করেছে। দেখা যাচ্ছে বিজেপি উপত্যকায় মাত্র ১৯ কেন্দ্রে প্রার্থী দিয়েছিল। কিন্তু ফলাফল বুঝিয়ে দিচ্ছে, বিজেপির প্রত্যেকটি কৌশলকেই উপত্যকার মানুষ ব্যর্থ করে দিয়েছে। এনসি-কংগ্রেস জোটের পক্ষে গিয়েছে মানুষের সমর্থন। এমনকি একদা প্রবল প্রভাবশালী দল পিডিপিও এই ভোটে চূড়ান্তভাবে ব্যর্থ। ২০১৪ সালের ভোটের পর বিজেপির সঙ্গে জোট বেঁধে তাদের সরকার গড়া যে উপত্যকার মানুষ মেনে নেয়নি তাও বোঝা গেল।
অন্যদিকে হরিয়ানার ফলাফল এমনকি জাট প্রভাবিত অঞ্চলেও বিজেপি ভালো ফল কী করে সম্ভব হল তা নিয়েও চর্চা শুরু হয়েছে। তবে হরিয়ানার ভোটের ফলে দেখা যাচ্ছে, দলিত আসনগুলিতে কংগ্রেস খারাপ না করলেও তুলনামূলক জাটভূমিতে কংগ্রেসের চেয়ে বিজেপি ভালো করেছে। জাটদের বিরুদ্ধে অ-জাট ভোট জোটবদ্ধ করার ক্ষেত্রে বিজেপি গতবারের মতো এবারেও সফল। বিশেষজ্ঞরা বলছেন, হরিয়ানায় গত বছর মধ্যপ্রদেশ ও ছত্তিশগড় বিধানসভার ফলেরই প্রতিচ্ছবি দেখা গেল। তবে হরিয়ানায় বিজেপি যতখানি সফল, কংগ্রেসের ব্যর্থতা ঠিক ততখানি। সেই ব্যর্থতার একটা প্রধান কারণ প্রার্থী মনোনয়ন।