শনিবার | ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | দুপুর ২:২১
Logo
এই মুহূর্তে ::
বাড়বে গরম, চোখের নানান সমস্যা থেকে সাবধান : ডা. তনুশ্রী চক্রবর্তী আঠালো মাটি ফুঁড়ে জন্মানো শৈশব : আনন্দগোপাল হালদার মাইহার ঘরানার সম্রাট আলি আকবর খান (শেষ পর্ব) : রিঙ্কি সামন্ত ওয়াকফ হিংসার জের কি মুর্শিদাবাদেই থেমে গিয়েছে : তপন মল্লিক চৌধুরী এক বাগদি মেয়ের লড়াই : দিলীপ মজুমদার এই সেনসরশিপের পিছনে কি মতাদর্শ থাকতে পারে : কল্পনা পাণ্ডে শিব কম্যুনিস্ট, বিষ্ণু ক্যাপিটেলিস্ট : জ্যোতি বন্দ্যোপাধ্যায় ‘গায়ন’ থেকেই গাজন শব্দের সৃষ্টি : অসিত দাস কালাপুষ্প : মোহন গঙ্গোপাধ্যায় পয়লা বৈশাখ থেকে শুরু হোক বাঙালি-অস্মিতার প্রচারযাত্রা : দিলীপ মজুমদার মাইহার ঘরানার সম্রাট আলি আকবর খান (প্রথম পর্ব) : রিঙ্কি সামন্ত পেজফোর-এর নববর্ষ বিশেষ সংখ্যা ১৪৩২ প্রকাশিত হল সিন্ধিভাষায় দ্রাবিড় শব্দের ব্যবহার : অসিত দাস সিন্ধুসভ্যতার জীবজগতের গতিপ্রকৃতির মোটিফ : অসিত দাস হনুমান জয়ন্তীতে নিবেদন করুন ভগবানের প্রিয় নৈবেদ্য : রিঙ্কি সামন্ত গল্প লেখার গল্প : হাসান আজিজুল হক ওড়িশার হীরক ত্রিভুজ : ললিতগিরি, উদয়গিরি ও রত্নগিরি (শেষ পর্ব) : জমিল সৈয়দ চড়কপূজা কি আসলে ছিল চণ্ডকপূজা : অসিত দাস অরুণাচলের আপাতিনি : নন্দিনী অধিকারী ওড়িশার হীরক ত্রিভুজ : ললিতগিরি, উদয়গিরি ও রত্নগিরি (সপ্তম পর্ব) : জমিল সৈয়দ শাহরিয়ার কবিরকে মুক্তি দিন : লুৎফর রহমান রিটন ওড়িশার হীরক ত্রিভুজ : ললিতগিরি, উদয়গিরি ও রত্নগিরি (ষষ্ঠ পর্ব) : জমিল সৈয়দ ওয়াকফ সংশোধনী আইন এই সরকারের চরম মুসলিম বিরোধী পদক্ষেপ : তপন মল্লিক চৌধুরী ওড়িশার হীরক ত্রিভুজ : ললিতগিরি, উদয়গিরি ও রত্নগিরি (পঞ্চম পর্ব) : জমিল সৈয়দ যশোধরা — এক উপেক্ষিতা নারীর বিবর্তন আখ্যান : সসীমকুমার বাড়ৈ কলকাতার কাঁচাভেড়া-খেকো ফকির ও গড়ের মাঠ : অসিত দাস ওড়িশার হীরক ত্রিভুজ : ললিতগিরি, উদয়গিরি ও রত্নগিরি (চতুর্থ পর্ব) : জমিল সৈয়দ রামনবমী পালন এবং হুগলী চুঁচুড়ার শ্রীরামমন্দির : রিঙ্কি সামন্ত ওড়িশার হীরক ত্রিভুজ : ললিতগিরি, উদয়গিরি ও রত্নগিরি (তৃতীয় পর্ব) : জমিল সৈয়দ মিয়ানমারে ভূমিকম্প — প্রতিবেশী দেশের জনগণের পাশে বাংলাদেশ : হাসান মোঃ শামসুদ্দীন
Notice :

পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই বাংলা নববর্ষ ১৪৩২-এর আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা।  ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন,  ই-মেল : pagefour2020@gmail.com

বাইরের রাজ্যে ফের আলু রপ্তানি, পুজোর মুখে আরও দাম বাড়ার শঙ্কা : মোহন গঙ্গোপাধ্যায়

মোহন গঙ্গোপাধ্যায় / ২৪৯ জন পড়েছেন
আপডেট শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪

বেশ কিছুদিন বন্ধ থাকার পর আবার এ রাজ্যের আলু ভিন রাজ্যে যাওয়া শুরু হয়েছে গত ২১ অগাষ্ট থেকে। এমনিতেই বাজারে আলুর দাম চড়া। পুজোর মুখে আলুর দাম বাড়ার শঙ্কা রয়েছে। গত ২০ অগাষ্ট নবান্নে মুখ্যমন্ত্রী, কৃষি বিপণন মন্ত্রী ও পঞ্চায়েত মন্ত্রীর উপস্থিতিতে সিদ্ধান্ত নেওয়া হয় রাজ্যের বর্ডার খুলে দেওয়ার। প্রসঙ্গত, বর্ডার বন্ধ রাখার প্রতিবাদে শুরু হয়েছিল প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির ধর্মঘট। ফলে আলু নামানো বন্ধ করে দেয় ব্যবসায়ীরা। নবান্নে বৈঠকের পর বর্ডার খুলে দেওয়ার সিদ্ধান্তে খুশি ব্যবসায়ীরা। রাজনৈতিক মহলের অভিমত বর্তমান পরিস্থিতিতে রাজ্য ফের একটি আন্দোলন যাতে মাথা চাড়া দিতে না পারে তার জন্য খুলে দেওয়া হয় বর্ডার।

উল্লেখ্য, রাজ্যজুড়ে আলু ব্যবসায়ীরা ভিন্ন আন্দোলনের প্রস্তুতি নিয়েছিল। তার আগে নবান্ন থেকে সিদ্ধান্ত নেওয়া হয় আগামী এক সপ্তাহের মধ্যে পশ্চিমবঙ্গের আলু বিভিন্ন রাজ্যে পাঠানো যাবে। বর্ডার খুলে দেওয়া হবে, পুলিশ কোনো গাড়ি আটকাবে না। চলতি এক সপ্তাহে উড়িশা, ঝাড়খন্ড, বিহার, আসাম সহ বিভিন্ন রাজ্যে ২ লক্ষ মেট্রিক টন আলু যাবার ছাড়পত্র দিয়েছে রাজ্য। তবে অনেকের মতে রাজ্য সরকার ছাড়পত্র দিয়েছে মানেই আর তেমন কোনও ঝুঁকি থাকবে না। এদিকে পশ্চিমবঙ্গ থেকে উড়িশাতে আলু না যাওয়ার জন্য উড়িশা সরকার এক পদক্ষেপ গ্রহণ করেছে। উত্তরপ্রদেশ থেকে রেকে করে সেখানকার ব্যবসায়ীদের সাথে কথা বলে আলু কিনে উড়িষ্যায় আনা হচ্ছে। এর আগে উত্তরপ্রদেশের আলু উড়িশাতে অনেক ঢুকেছে। তবে পশ্চিমবঙ্গের ব্যবসায়ীরা জানাচ্ছেন, উত্তরপ্রদেশের আলুর গুণগতমান ভালো নয়। যে সমস্ত আলু আগে ঢুকেছিল, তা ১৬০০ থেকে ১৮০০ টাকা প্রতি কুইন্টাল বিক্রি হয়েছে। সেই ক্ষেত্রে ব্যবসায়ীরা প্রচুর লোকসান করেছেন। এমত অবস্থায় পশ্চিমবঙ্গের ব্যবসায়ীদের আলু যেগুলি বর্ডারে দাঁড়িয়েছিল সেই আলু নবান্নে ঘোষণার পরেই উড়িষ্যাতে ঢুকেছে। পশ্চিমবঙ্গ থেকে সোনাকুনিয়ার উড়িষ্যা বর্ডার দিয়ে প্রতিদিন গড়ে ৫০ থেকে ৭০ গাড়ি আলু বাজারে প্রবেশ করছে।

এদিকে লক্ষ্য করলে দেখা যাবে আলুর বর্তমান অবস্থা কীরকম? আলু লোড হয়েছে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ মিলে ৬৩ লক্ষ মেট্রিক টন। রাজ্যে আলু খেতে লাগে ৩৩ লক্ষ মেট্রিক টন। বীজ আলু লাগে ৫ লক্ষ মেট্রিক টন। ভিন রাজ্যে পাঠাতে হবে ২৫ লক্ষ মেট্রিক টন। ইতিমধ্যে ভিন রাজ্যে গেছে ১২ লক্ষ মেট্রিক টন। এখনো পাঠাতে হবে ১৩ লক্ষ মেট্রিক টন। নবান্ন ছাড় দিয়েছে ২ লক্ষ মেট্রিক টন। প্রসঙ্গত, আলুর বাজার দাম গোঘাট, আরামবাগ, চাঁপাডাঙ্গা, তারকেশ্বরে গড় ১১৫০ থেকে ১২০০ টাকা প্যাকেট। ডালা আলু ১২০০ থেকে ১২৫০ টাকা প্যাকেট। তবে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার ব্যবসায়ীরা আলুর ভবিষ্যৎ খুব একটা ভালো হবে এমনটা ভাবছেন না। এর আগে পশ্চিমবঙ্গ বিভিন্ন রাজ্যে আলু পাঠানো বন্ধ করায় উড়িষ্যা সহ বিভিন্ন বর্ডার দিয়ে পেঁয়াজ, ডিম-সহ বিভিন্ন মালপত্র এ রাজ্যে স্বাভাবিকভাবে ঢুকছিল না। সেই বিষয়টিতে সরকারের নজর থাকলেও এতদিন কিছু করেনি। ব্যবসায়ীদের অভিযোগ, এই ক্ষেত্রে সরকারের নীতি ভুল ছিল। কারণ পশ্চিমবঙ্গের আলু পাবার জন্য বিভিন্ন রাজ্য অধীর আগ্রহে থাকে। সব মিলিয়ে পড়শি রাজ্যের সাথে ব্যবসায়িক আদান-প্রদানের একটা খামতি ছিল। নবান্নের বৈঠকের পর জট অনেকটাই কাটলো।

এ বিষয়ে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির রাজ্য সম্পাদক লালু মুখার্জির সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী ভিন রাজ্যে আলু পাঠাতে ছাড় দেওয়াতে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই। আমরা এটাও বলেছি রাজ্যে পাইকারি বাজারে ২৫ টাকা কেজি দরে আলু পাওয়া যাবে। রাজ্যের বীজ এবং খাবার আলু বাদ দিয়ে এখনও ১৩ লক্ষ মেট্রিক টন আলু বাইরে পাঠাতে হবে, না হলে রাজ্যের আলুর ভবিষ্যৎ খুবই খারাপ হয়ে যাবে। ব্যবসায়ী ও চাষিরা মার খাবেন। অর্থনৈতিক ভারসাম্য হারিয়ে যাবে। যে পরিমাণ আলু আছে তাতে রাজ্যের আলুতে কোন ঘাটতি হবে না। ২ লক্ষ মেট্রিক টনের ছাড় দিয়েছেন এই দুই লক্ষ মেট্রিক টন আলু ভিন রাজ্যে পাঠাতে গেলে কমপক্ষে কুড়ি-পঁচিশ দিন সময় লাগবে। উড়িষ্যাতে ব্যবসায়ীরা এখন আলু পাঠাচ্ছেন। তাতে গাড়ি প্রতি ব্যবসায়ীদের ৫০ থেকে ৭০ হাজার টাকা লোকসান হচ্ছে বলেও তিনি বলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ১৪৩১ সংগ্রহ করতে ক্লিক করুন