গত এক মাস ধরে চলা তারকেশ্বরের ‘নির্মল শ্রাবণী মেলা’-র সমাপ্তি ঘোষণা করা হল। এক মনোজ্ঞ অনুষ্ঠানের মধ্য দিয়ে মঙ্গলবার সকাল ১০ টায় হরিপালের বিশ্বনাথ সেবা সমিতিতে অনুষ্ঠানের মধ্য দিয়ে শ্রাবণী মেলার সমাপ্তি ঘটল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না, হুগলি জেলা শাসক মুক্তা আর্য্যা, আরামবাগের সাংসদ মিতালী বাগ হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা ও অন্যান্য বিশিষ্টজনেরাও।
উল্লেখ্য,এই সমাপ্তি অনুষ্ঠানের আগে সকাল ৮টা থেকে সিঙ্গুর, হরিপাল ও তারকেশ্বর ব্লক ও তারকেশ্বর পৌরসভা এলাকায় “নির্মল শ্রাবণী মেলা” উপলক্ষে এক পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণ করে স্থানীয় বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা।
প্রসঙ্গত, প্রত্যেক বছর শ্রাবণ মাসে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা বাবা তারকনাথের মাথায় জল ঢেলে পুণ্য অর্জনের জন্য উপস্থিত থাকেন। গুরু পূর্ণিমা থেকে শুরু হয় জল ঢালার পর্ব। এই পর্ব চলে রাখী পূর্ণিমার দিন পর্যন্ত। গত একমাসে তারকেশ্বর মন্দিরে লক্ষাধিক ভক্তের সমাগম ঘটে। যা এবারে লক্ষ্যনীয়। রাজ্য প্রশাসন এবারে ‘নির্মল শ্রাবণী মেলা’ বলে উল্লেখ করে। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে ভক্তরা বাবার মাথায় জল ঢেলে পুণ্য সঞ্চয় করেন।