বৃহস্পতিবার | ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:৩৪
Logo
এই মুহূর্তে ::
কেন বারবার মণিপুরে আগুন জ্বলে আর রক্ত ঝড়ে : তপন মল্লিক চৌধুরী শিবনাথ শাস্ত্রী ও তাঁর রামতনু লাহিড়ী (শেষ পর্ব) : বিশ্বজিৎ ঘোষ হাইপেশিয়া — এক বিস্মৃতপ্রায় গনিতজ্ঞ নারীর বেদনাঘন উপাখ্যান (প্রথম পর্ব) : অভিজিৎ রায় শিবনাথ শাস্ত্রী ও তাঁর রামতনু লাহিড়ী (ষষ্ঠ পর্ব) : বিশ্বজিৎ ঘোষ জগদীশ গুপ্তের গল্প, কিছু আলোকপাত (শেষ পর্ব) : বিজয়া দেব শিবনাথ শাস্ত্রী ও তাঁর রামতনু লাহিড়ী (পঞ্চম পর্ব) : বিশ্বজিৎ ঘোষ পথিক, তুমি পথ হারাইয়াছ? : দিলীপ মজুমদার শিবনাথ শাস্ত্রী ও তাঁর রামতনু লাহিড়ী (চতুর্থ পর্ব) : বিশ্বজিৎ ঘোষ কার্ল মার্কসের আত্মীয়-স্বজন (শেষ পর্ব) : দিলীপ মজুমদার শতবর্ষে সঙ্গীতের ‘জাদুকর’ সলিল চৌধুরী : সন্দীপন বিশ্বাস সাজানো বাগান, প্রায় পঞ্চাশ : অমর মিত্র শিবনাথ শাস্ত্রী ও তাঁর রামতনু লাহিড়ী (তৃতীয় পর্ব) : বিশ্বজিৎ ঘোষ কার্ল মার্কসের আত্মীয়-স্বজন (একাদশ পর্ব) : দিলীপ মজুমদার খাদ্যদ্রব্যের লাগামছাড়া দামে নাভিশ্বাস উঠেছে মানুষের : তপন মল্লিক চৌধুরী মিয়ানমারের সীমান্ত ও শান্তি প্রতিষ্ঠায় প্রতিবেশী দেশগুলোর উদ্যোগ : হাসান মোঃ শামসুদ্দীন শিবনাথ শাস্ত্রী ও তাঁর রামতনু লাহিড়ী (দ্বিতীয় পর্ব) : বিশ্বজিৎ ঘোষ কার্ল মার্কসের আত্মীয়-স্বজন (দশম পর্ব) : দিলীপ মজুমদার বুদ্ধদেব গুহ-র ছোটগল্প ‘পহেলি পেয়ার’ ‘দক্ষিণী’ সংবর্ধনা জানাল সাইকেলদাদা ক্যানসারজয়ীকে : দিলীপ মজুমদার শিবনাথ শাস্ত্রী ও তাঁর রামতনু লাহিড়ী (প্রথম পর্ব) : বিশ্বজিৎ ঘোষ কার্ল মার্কসের আত্মীয়-স্বজন (নবম পর্ব) : দিলীপ মজুমদার স্বাতীলেখা সেনগুপ্ত-র ছোটগল্প ‘তোমার নাম’ কার্ল মার্কসের আত্মীয়-স্বজন (অষ্টম পর্ব) : দিলীপ মজুমদার অচিন্ত্যকুমার সেনগুপ্ত-র ছোটগল্প ‘হাওয়া-বদল’ কার্ল মার্কসের আত্মীয়-স্বজন (সপ্তম পর্ব) : দিলীপ মজুমদার প্রবোধিনী একাদশী ও হলদিয়ায় ইসকন মন্দির : রিঙ্কি সামন্ত সেনিয়া-মাইহার ঘরানার শুদ্ধতম প্রতিনিধি অন্নপূর্ণা খাঁ : আবদুশ শাকুর নন্দিনী অধিকারী-র ছোটগল্প ‘শুভ লাভ’ কার্ল মার্কসের আত্মীয়-স্বজন (ষষ্ঠ পর্ব) : দিলীপ মজুমদার কার্ল মার্কসের আত্মীয়-স্বজন (পঞ্চম পর্ব) : দিলীপ মজুমদার
Notice :

পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই দীপাবলি এবং কালীপুজোর আন্তরিক শুভনন্দন।  ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন,  ই-মেল : pagefour2020@gmail.com

কার্লোস তেভেজ — ফুটবলের নিষিদ্ধ চন্দ্রিল উপত্যকা : যীশু নন্দী

যীশু নন্দী / ৩২০ জন পড়েছেন
আপডেট শনিবার, ২২ জুন, ২০২৪

ফুয়ের্তো এপ্যাচের গ্যাং ওয়ারের বুলেটযুদ্ধ করা অপরাধীরা তখন একত্রিত হয়ে চোখ রেখেছে টিভির দিকে। ইস্টাডিও সাউসালিতো স্টেডিয়ামের কোনো এক শীতকালীন ভোরবেলা। পুরো ম্যাচ সাইডলাইনে কাটিয়ে টাইব্রেকারের সময় জাল থেকে কিছু দূরে বল রাখে ফুয়ের্তো এপ্যাচের হৃৎস্পন্দন। সময় বোধকরি ২০১৫। বিপক্ষ জাল পাহারা দিচ্ছে সারা ম্যাচে মেসি-আগুয়েরো-বানেগাদের আক্রমণের নিষিদ্ধ দেওয়াল তোলা কলম্বিয়ান ডেভিড অসপিনা। বল মারতে আস্তে আস্তে এগিয়ে আসে সেই আর্জেন্টিনিয়ান। মাথার উপর আগের কোপায় পেনাল্টি নষ্টের চাপ। বলে পা চালাল, বল চুম্বকের মতো ছুঁয়ে নিল জালকে। নীল সাদা সমুদ্রে উত্তাল ইস্টাডিও সাউসালিত। ফুয়ের্তে এপাচের অপরাধীরা গ্যাংওয়ার ভুলে আলিঙ্গনে মত্ত একে অপরের। একটাই নাম আওড়াচ্ছে তারা — “Carlitos….! Carlitos…..! Carlitos….!”

ওল্ড ট্র‍্যাফোর্ডের ডান দিকে যে রাস্তাটা চলে গেছে, তার পাশেই ইউনাইটেডের চিরপ্রতিদ্বন্দ্বীরা আকাশী রঙের একটা বিশাল পোস্টার আটকেছে। যার নামে পোস্টার সে সেইবছরেই ওল্ড ট্র‍্যাফোর্ডের লাল জার্সির দীর্ঘমেয়াদি চুক্তি প্রত্যাহার করে পা বাড়িয়েছে ইত্তিহাদে। পোস্টারে বড়ো করে আকাশী ম্যানচেস্টারেরা লিখেছে — “Welcome To Manchester”। কিছু রেড ডেভিলস সেটাকে বিকৃত করে লিখে ফেলে —”Welcome To The End Of Carrier”। নজর এড়ায়নি দলবদলের নায়কেরও। মাথায় ছিল অপমানটা। এফ এ কাপের খেতাব জিতে সমর্থকদের একটা টিফো সে তুলে ধরে, ওখানে লেখা — RIP Fergie। আপনারা বলবেন ঘৃণিত, নিষিদ্ধ। আমি বলি — “ফুটবলের অভিমানী বিদ্রোহী”।

১০ মাস বয়সে গরম জল ছিটকে গলার উপর থেকে বুকের মাঝখান অবধি, সৃষ্টি হয়েছিলো ক্ষতের। ফুটবল সাম্রাজ্যের “কর্ণ” হবার পর তাকে জিজ্ঞেস করা হয়েছিল এখনও আর্থিক স্বচ্ছলতা সত্ত্বেও সেই দাগ কেনো মেরামত করেননি। তিনি বলেছিলেন — “This Scar Reminds me what I was & what I am. This Scar is my Pride”। আহা, আহা, পৃথিবীর নিষিদ্ধ ঘৃণিত এক মানুষের সাবলীল স্বীকারোক্তি যার প্রতিটা বর্ণের প্রত্যয়ে “সংগ্রাম” এর ছায়া।

নিষিদ্ধ উপত্যকার রাস্তায় ঘুরে বেড়ায় অপরাধের হাতছানি। আর্জেন্টিনার ফুয়ের্তো এপাচে। অপরাধের আঁতুরঘর। এরকম একটা পরিস্থিতিতে বাবা-মার পরিত্যক্ত এক সন্তান হয়ে বিশ্বে পা রাখার জন্য যে স্পৃহা লাগে সেই স্পৃহাই তাকে করেছিল “এল অ্যাপাচে”, করেছিল “ম্যান অফ পিপল”। যার পা পড়লে ফুটবলের উন্মাদনা সরিয়ে ফেলত ফুয়ের্তে এপ্যাচের অপরাধকে। যার পেনাল্টি শ্যুট আউটের গোলটা আর্জেন্তিনাকে সেমিতে নিয়ে যায়নি, তার থেকেও বড়ো কথা, বিভিন্ন গ্যাংওয়ারকে স্তব্ধ করে দিয়েছিল অপরাধের নেশাটা, নেপথ্যে গ্যাংলিডারদের সেই মিলিত সম্ভাষণ — “Carlitos!.. Carlitos…”।  লিওনেলের অনেক আগের “দ্বিতীয় মারাদোনা”, বাতিস্তুতা-মারাদোনার না ছুঁতে পাওয়া অলিম্পিকের স্বর্ণপদকটা নীল-সাদা রূপোর শহরে রেখে আসা ফুটবলের নিষিদ্ধ গোলাপ — কার্লোস আলবার্তো তেভেজ। পাহাড়ের খাদের মতো কেরিয়ারের একদিকে রয়ে গেছে অজস্র ঘৃণা, কখনও রেড ডেভিলসদের অভিশাপ, কখনও বা রবার্তো ম্যানসিনির সাথে সংঘাত তাকে স্থান দেয় ঘৃণিত ফুটবলারের তকমা, আবার আরেকদিকে রয়ে গেছে ভালোবাসার সুউচ্চ পাহাড়, যে পাহাড় এক করেদেয় অপরাধসংঘাত, যে পাহাড়ের আগমনে গোটা বোকা জুনিয়র্স উদ্বেলিত হয়ে ওঠে জাতীয়তার স্লোগানে। একদিকে জুটেছে  — “Where is Price, There is his Heart” — মন্তব্য, আবার অন্যদিকে সব্যসাচী হয়ে নিজের টাকা বিলিয়ে দিয়েছেন মালেশিয়ার সমাজকল্যাণে। একবার সংবাদপত্রে বেরিয়েছিল — “The frequent Relocation is to Prise his Heart away from is home”।

আসলে তাঁর হৃদয় পড়ে আছে বোকা জুনিয়রসের ওই সবুজে, যিনি জুভেন্তাসের সাদা-কালো জার্সির নীচেও বয়ে বেড়ান “ফুয়ের্তো অ্যাপাচের” নাম, কিন্তু ছেলেবেলায় টাকার বিনিময়ে তাকে ক্যারিয়েন্থাসে বিক্রি করে দেবার ক্ষোভ যেন প্রতিফলিত হচ্ছে সারাজীবনের অর্থতান্ত্রিক কেরিয়ারটাতে। আসলে কার্লোস তেভেজরা বিনয় নয়, জবাবে বিশ্বাসী। তাই তো ইংল্যান্ডের সর্বশ্রেষ্ঠ অধ্যাপকও রেহাই পায়নি তার বিদ্রোহী মননের হাত থেকে। সংবাদপত্রের খোদিত “Anti-English Footballer”-এর তকমাতে নেই কোনো আধুনিক তিকিতাকা, নেই শিল্পীর ডায়াগোনাল ক্রস কিংবা উইদাউট বল মুভমেন্ট, কিন্তু সেখানে আছে বলের সাথে লেগে থাকার “বিদ্রোহী” মনন, লেগে আছে জোরালো শটে জাল ছিঁড়ে দেবার ধ্বংসাত্বক স্বীকারোক্তি — “You Left me alone.I came back with Mass. You sold me to Money, I came back with Treasure. You showed me CRIME, But I played Football”। তিনি নির্ভয়ে অপরাধজগতে হানা দেন নিজের অপহৃত প্রতিপালক কাকা সেগুন্ডো রাইমুন্ডো তেভেজকে উদ্ধার করতে, শক্তিশালী জার্মানিকে পরোয়া না করে ব্রেনগেমকে পাত্তা না দিয়ে উদ্যমের সাথে ঘোষণা করতে — “Germans are Daydreamer, if they dreams of defeating Argentina”। ফুটবলের বাকী জগতের অ্যাড্রিনালিন একদিকে, আর কার্লোস তেভেজের অ্যাড্রিনালিন থাকবে অন্যদিকে। এক অন্য চরিত্র। এক নিষিদ্ধ গোলাপ যাকে চায়নি অনেকেই, চায়নি খোদ তার বাবা-মা, তবুও কাকার পদবী নিয়ে বিশ্বে সে দেখিয়েছিল “তেভেজ” পদবীর জোরটা। তোমরা “তেভেজ” বলো, আমি বাঙালী, তাই “তেজ” বলি।

রোনাল্ডো নেইমারের আড়ালে জন্মদিনটা অবধি ভুলে যাওয়া হয়তো অন্ধকার অপরাধ জগতের ফুটবলময় চন্দ্রিল উপত্যকা তিনি। তবুও প্রতি অন্ধকারগলিতে জন্মান এক একটা “তেজ”, যারা উদ্ধত কন্ঠে বলতে পারবে — ” You Showed me CRIME, I choiced FOOTBALL”।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ১৪৩১ সংগ্রহ করতে ক্লিক করুন