ভারতবর্ষে মাইক্রোবায়োলজিস্ট সোসাইটির অভিনব উদ্যোগ। সোসাইটি ২০২৪-এ বিজ্ঞানভিত্তিক ক্যালেন্ডার প্রকাশ করল। উল্লেখযোগ্য সাড়াও মিলল।
উল্লেখ্য, বায়োটেকনোলজির প্রসারের ক্ষেত্রে মাইক্রোবায়োলজিস্ট সোসাইটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় অবতীর্ণ হয়েছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও বায়োটেকনোলজির উপর আরও নির্দিষ্টভাবে আলোকপাতের লক্ষ্যেই এই পদক্ষেপ। সোসাইটি তাদের সদস্যদের উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে এবছর প্রকাশ করেছে একটি অভিনব ক্যালেন্ডার। সমস্ত নিয়মিত বিভাগ ছাড়াও এতে রয়েছে বায়োটেকনোলজি প্রশিক্ষণ, ওয়ার্কশপ এবং সেমিনার সম্পর্কে বিস্তারিত তথ্য। এছাড়াও রয়েছে বিভিন্ন উদ্ভাবনী গবেষণা, নিত্যনতুন প্রযুক্তি, রিসার্চ কেরিয়ার এবং চাকরির ক্ষেত্রে উন্নতি সংক্রান্ত প্রফেশনাল তথ্য। যা বিজ্ঞানমনস্কদের কাছে আলাদা অভিজ্ঞতা হবে। ক্যালেন্ডারের এখানেই শেষ নয়। এছাড়া আন্তর্জাতিক বায়োটেকনোলজি সম্প্রদায়গুলির সঙ্গে যোগাযোগ এবং সম্পর্ক স্থাপনের ব্যাপারেও রয়েছে প্রফেশনাল গাইডেন্স।
প্রসঙ্গত, এই ক্যালেন্ডারটির মাধ্যমে মাইক্রোবায়োলজিস্ট সোসাইটি একটি উন্নত ‘বায়োটেকনোলজি হাব’ হিসেবে উপস্থাপন করতে পেরেছে। সোসাইটির সর্বভারতীয় সম্পাদক ও কলকাতার দীনবন্ধু এন্ড্রুজ কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপিকা ডা. স্বপ্না মুখোপাধ্যায় এ খবর দিয়ে জানান, এই অভিনব ক্যালেন্ডারটি দেশে গুরুত্বপূর্ণ ভূমিকায় অবতীর্ণ হয়েছে। এজন্য সকলের কাছে কৃতজ্ঞ।