রবিবার | ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৩:৪১
Logo
এই মুহূর্তে ::
হাইপেশিয়া — এক বিস্মৃতপ্রায় গনিতজ্ঞ নারীর বেদনাঘন উপাখ্যান (চতুর্থ পর্ব) : অভিজিৎ রায় ভনিতাহীন চলন, সাইফুর রহমানের গল্প : অমর মিত্র সাইফুর রহমান-এর বড়োগল্প ‘করোনা ও কফিন’ হাইপেশিয়া — এক বিস্মৃতপ্রায় গনিতজ্ঞ নারীর বেদনাঘন উপাখ্যান (তৃতীয় পর্ব) : অভিজিৎ রায় নানা পরিচয়ে গৌরী আইয়ুব : গোলাম মুরশিদ হাইপেশিয়া — এক বিস্মৃতপ্রায় গনিতজ্ঞ নারীর বেদনাঘন উপাখ্যান (দ্বিতীয় পর্ব) : অভিজিৎ রায় কেন বারবার মণিপুরে আগুন জ্বলে আর রক্ত ঝড়ে : তপন মল্লিক চৌধুরী শিবনাথ শাস্ত্রী ও তাঁর রামতনু লাহিড়ী (শেষ পর্ব) : বিশ্বজিৎ ঘোষ হাইপেশিয়া — এক বিস্মৃতপ্রায় গনিতজ্ঞ নারীর বেদনাঘন উপাখ্যান (প্রথম পর্ব) : অভিজিৎ রায় শিবনাথ শাস্ত্রী ও তাঁর রামতনু লাহিড়ী (ষষ্ঠ পর্ব) : বিশ্বজিৎ ঘোষ জগদীশ গুপ্তের গল্প, কিছু আলোকপাত (শেষ পর্ব) : বিজয়া দেব শিবনাথ শাস্ত্রী ও তাঁর রামতনু লাহিড়ী (পঞ্চম পর্ব) : বিশ্বজিৎ ঘোষ পথিক, তুমি পথ হারাইয়াছ? : দিলীপ মজুমদার শিবনাথ শাস্ত্রী ও তাঁর রামতনু লাহিড়ী (চতুর্থ পর্ব) : বিশ্বজিৎ ঘোষ কার্ল মার্কসের আত্মীয়-স্বজন (শেষ পর্ব) : দিলীপ মজুমদার শতবর্ষে সঙ্গীতের ‘জাদুকর’ সলিল চৌধুরী : সন্দীপন বিশ্বাস সাজানো বাগান, প্রায় পঞ্চাশ : অমর মিত্র শিবনাথ শাস্ত্রী ও তাঁর রামতনু লাহিড়ী (তৃতীয় পর্ব) : বিশ্বজিৎ ঘোষ কার্ল মার্কসের আত্মীয়-স্বজন (একাদশ পর্ব) : দিলীপ মজুমদার খাদ্যদ্রব্যের লাগামছাড়া দামে নাভিশ্বাস উঠেছে মানুষের : তপন মল্লিক চৌধুরী মিয়ানমারের সীমান্ত ও শান্তি প্রতিষ্ঠায় প্রতিবেশী দেশগুলোর উদ্যোগ : হাসান মোঃ শামসুদ্দীন শিবনাথ শাস্ত্রী ও তাঁর রামতনু লাহিড়ী (দ্বিতীয় পর্ব) : বিশ্বজিৎ ঘোষ কার্ল মার্কসের আত্মীয়-স্বজন (দশম পর্ব) : দিলীপ মজুমদার বুদ্ধদেব গুহ-র ছোটগল্প ‘পহেলি পেয়ার’ ‘দক্ষিণী’ সংবর্ধনা জানাল সাইকেলদাদা ক্যানসারজয়ীকে : দিলীপ মজুমদার শিবনাথ শাস্ত্রী ও তাঁর রামতনু লাহিড়ী (প্রথম পর্ব) : বিশ্বজিৎ ঘোষ কার্ল মার্কসের আত্মীয়-স্বজন (নবম পর্ব) : দিলীপ মজুমদার স্বাতীলেখা সেনগুপ্ত-র ছোটগল্প ‘তোমার নাম’ কার্ল মার্কসের আত্মীয়-স্বজন (অষ্টম পর্ব) : দিলীপ মজুমদার অচিন্ত্যকুমার সেনগুপ্ত-র ছোটগল্প ‘হাওয়া-বদল’
Notice :

পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই দীপাবলি এবং কালীপুজোর আন্তরিক শুভনন্দন।  ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন,  ই-মেল : pagefour2020@gmail.com

বাঙালি চিত্তে স্বাস্থ্য নিয়ে অভিনব পরিবর্তন এনেছিলেন যোগগুরু বিষ্ণুচরণ ঘোষ : রিঙ্কি সামন্ত

রিঙ্কি সামন্ত / ৬৩৬ জন পড়েছেন
আপডেট সোমবার, ১০ জুলাই, ২০২৩

একসময় বরিশালবাসীদের কাছে একটা কথা প্রায় প্রবাদে পরিণত হয়েছে হয়েছিল, ‘এমনটি আর আগে দেখি নাই! মানুষ বুকে হ্যাতি নেয়? মোটরের গাড়িকে টাইন্যা থামাইয়া দেয়…আশ্চয্যি, এরা মানুষ না দ্যাবতা?’ যার সম্পর্কে এমন কথা বলা হত তিনি বাঙালি নন, ভিনপ্রদেশী–সার্কাসের সেরা আকর্ষণ রামমূর্তি। রামমূর্তির খেলা দেখার জন্য সার্কাসের প্রতিদিন শোতে কাতারে কাতারে লোক পিল পিল করে লোক গ্যালারিতে পৌঁছে যেত। বরিশালবাসীর সবার মুখে এমন কথা শুনে এক বাঙালি যুবক রাজেন্দ্রনারায়ন গুহঠাকুরতা সার্কাসে পৌঁছে অভিভূত হয়ে রামমূর্তির খেলা দেখলেন। দেখে তাঁর মনে এক প্রতিজ্ঞার জন্ম নিল।

পরের দিন সকাল বেলায় তাবুতে গিয়ে রামমূর্তির সঙ্গে দেখা করে তিনি তার সমস্ত কসরতের কথা বললেন। প্রথমে আষাঢ়ে গল্প মনে করছিলেন কিন্তু কসরৎ দেখার পর রামমূর্তি ঘাবড়ে গেলেন। বাঙালি যুবক এতখানি করতে পারে সে দেখে তিনি রাজেন্দ্রনাথ অপমান করে বসলেন। সেই অপমানের কথা মনেরেখে রাজেন্দ্র নারায়ন প্রতিজ্ঞা করলেন তাকে আরো একটি রামমূর্তি হয়ে উঠতে হবে। শুধু তাই নয় বাঙ্গালীদের মধ্যে তিনি রামমূর্তি গড়ে তোলার প্রতিজ্ঞা নিলেন। আর তাঁর সেই স্বপ্ন পূরণ করলেন তার প্রিয়তম শিষ্য ব্যায়ামাচার্য বিষ্ণুচরণ ঘোষ।

বিষ্ণুচরণের জন্ম খাস কলকাতাতেই। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি পাস করে তিনি শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজে পড়াশোনা শুরু করেন। কোন কারনে ইঞ্জিনিয়ারিং ছেড়ে দিয়ে তিনি ওকালতিকে ভর্তি হন। ওকালতি পাশ করে পুলিশকোর্টে বেশ কিছুদিন ওকালতি করেন।নিজের দেশ ও দশের স্বাস্থ্য গঠনের মন দেবেন বলে, ইঞ্জিনিয়ারিংকে নমস্কার জানান। অতঃপর ব্যায়ামের শিক্ষক ব্যায়ামাচার্য নামেই দেশে পরিচিত হয়ে উঠলেন তিনি। নিজের একটি আখড়া বসিয়ে নাম দিলেন ‘ঘোষেস্ ফিজিক্যাল কালচার।’

শোনা যায়, সেই সময় বিষ্ণুচরণ ঘোষকে দেখে গড়পার রোডের বিখ্যাত লেখক সুকুমার রায় তাঁর ‘পালোয়ান’ কবিতায় লিখলেন —

“খেলার ছলে ষষ্ঠিচরণ হাতি লোফেন যখন তখন,

দেহের ওজন উনিশটি মণ, শক্ত যেন লোহার গঠন।”

সেকালের বাঙালি যুবকেরা স্বাস্থ্য নির্মাণে বাসনা নিয়ে তার আখড়ায় ভিড় করতে লাগলেন। তার ঘরানা ছিল তাঁরই গুরুবাহিত রাজেন্দ্র নারায়ণ গুহঠাকুরতার ঘরানা। সেই ঘরানারই ফসল হলো–ঘোষেজ কলেজ অফ ফিজিক্যাল এডুকেশন–পরিচিত বাংলায় বিষ্টু ঘোষের আখড়া। সেই আখড়ায় শিষ্যরা তালিম পেতে শুরু করল—বুকের ওপর দিয়ে চলন্ত গাড়ি চলে যাওয়া, বারো ফুটের ওপর থেকে পেটের উপর কোন ব্যক্তির আছড়ে পড়া, লোহার মোটা দণ্ডকে বেঁকিয়ে দেওয়ার মত খেলা, মোটরসাইকেল নিয়ে জাম্প দেওয়ার মতো রোমহর্ষ বিচিত্র কসরতি কারখানা। সবচেয়ে জনপ্রিয় হয়ে উঠলো দাঁত দিয়ে আর গলায় ধারালো ফালাওয়ালা শিক বাঁকানোর খেলা।

সেই সময় বাঙালি যুবকেরা পেশী সঞ্চালন, গায়ে অলিভ অয়েল মেখে ট্রাইসেপ, বাইসেপ, পেশী সংকোচন প্রসারণ খেলায় রপ্ত হয়ে উঠেছিল। এমনকি এইসব খেলা ছোট ছোট ক্লাবের নিত্য প্রদর্শনের বিষয় হয়ে উঠেছিল। এমনই একটা উন্মাদনা বাঙালির মধ্যে গড়ে তুলেছিলেন বিষ্ণুচরণ ঘোষ। সশিষ্য যোগব্যায়ামের প্রদর্শনগুলিতে লোক ধরতোনা মাঠে। শুধু বাংলা নয় বা ভারতে তথা সারাবিশ্বে এই আন্দোলনকে ছড়িয়ে দিতে চাইলেন তিনি।

এই উদ্যোগেই কলকাতা বেতার কেন্দ্র থেকে নিয়মিত যোগব্যায়াম শিক্ষার প্রচার অনুশীলন গ্রামে গ্রামান্তরের সঞ্চারিত হতে থাকলো। এমনকি দূর আমেরিকায়ও এই প্রচার পৌঁছে গেল তার বড় ভাই স্বামীর যোগানন্দের মারফতে।

ব্যায়াম কৌশল প্রদর্শন করতে বিষ্ণুচরন গিয়েছিলেন সদলবলে জাপানে। সেখানে যোগব্যায়ামের আসর বসিয়েছিলেন একাধিকবার। কুড়িয়েছেন হাজার হাজার জাপানির বাহবা। তাঁর লেখা ‘Muscle Control and Barbell Excercise’ নামে বইটিতে ৮৪টি হঠযোগ ভঙ্গিমার নিয়ম উল্লেখ আছে। ‘মাননীয় বিচারক’ নামে আইন সংক্রান্ত বইটি লিখেছিলেন।

এত ঘটনার মধ্যেও তার জীবনে ছন্দপতন এসেছিল। সালটি ১৯৪২। কলকাতার হালসিবাগানে দৈহিক কলাকৌশল দেখানোর আসর। হঠাৎ করেই প্রেক্ষাগৃহে আগুন লেগে গেল। মুহূর্তের মধ্যে আগুনের গোলা সবাইকে গ্রাস করে নিল। বহু দর্শক আগুনে ঝলসে মারা গেল। এবং সেই আসরে যে বালকটি দৈহিক কলাকৌশল দেখাবার কথা ছিল সে অগ্নিদগ্ধ হয়ে মারা গেল। তার নাম কৃষ্ণ ঘোষ বিষ্ণুচরণের ১৪ বছরের কিশোর সন্তান। প্রাণপাখিকে হারিয়ে শূন্য বুকে বেঁচে রইলেন বিষ্ণুচরণ। কিন্তু সত্যি করে বেঁচে রইলেন তার শিষ্য পরম্পরায়।

বিষ্ণুচরন পুত্র বিশ্বনাথ বাবার পথ অনুসরণ করেই স্বাস্থ্য রচনায় আত্মসমর্পণ করেছিলেন। তার ছাত্রদের মধ্যে বিশিষ্ট ছিলেন বডি বিল্ডিংয়ের জগতে দিকপাল বিশ্বশ্রী মনোতোষ রায়, কমল ভান্ডারী, শান্তি চক্রবর্তী, বুদ্ধ বসু, মনি রায়, ললিত রায়, কণ্ঠহরি ঘোষ, রেবা রায়, বিক্রম চৌধুরী, বিজয় মল্লিক-এর মত উজ্জ্বল স্বাস্থ্যের অধিকারীরা।

একবার প্রতিযোগিতায় নাম দিয়েও মনোতোষ রায় তা জিততে পারেননি। বিষ্ণুচরণ একটি কাজ সেরে প্রতিযোগিতার স্থানে এসে ফলাফল জানতে পেরে প্রবল আত্মবিশ্বাসে বলেছিলেন, ‘মনোতোষের এই প্রথম ও শেষ পরাজয়।’ গুরুবাক্য সফল হয়েছিল ১৯৩৮ সালের এপ্রিল মাসে। এমন গুরু না হলে যে শিষ্যরা তৈরি হয় না। একটি ঘটনার কথা বলি — কালীপুজো উপলক্ষে একটি ব্যায়াম প্রদর্শনীতে মনোতোষবাবুর বুকের ওপর দিয়ে মানুষ বোঝাই গাড়ি পার করার খেলার দেখানোর কথা। গ্রিন রুমে দাঁড়িয়ে হঠাৎ করে তিনি বললেন, ‘আজ আমি সাহস পাচ্ছি না!’ সেই শুনে বিষ্ণুচরণ শিষ্যের গালে মারলেন একটি সপটে চর, আর বলেছিলেন, ‘আমার প্রতি বিশ্বাস হারিয়েছ?’এমন চর সব শিষ্যরাই একাধিকবার খেয়েছেন। বিষ্ণুচরনের চর ছিল একটা টনিক যা শুধু শিষ্যরাই নয়,আমজনতা অব্ধি ভয় করতেন।

একবার রিজার্ভ গাড়ি করে প্রদর্শনী করতে যাচ্ছিলেন শিষ্যদের নিয়ে। হঠাৎ সংরক্ষিত কামরায় স্টেশনে যাত্রা উঠবে বলে খুব গায়ের জোর দেখাচ্ছিল। বাইরের লোকেরা স্টেশন চত্বর ঘিরে ফেলেছে। হঠাৎ করেই বিষ্ণুচরণ বগলে মেশিন গানের মত কি একটাতাক করে নিয়ে বললেন, ‘কেউ এক পা এগোলে নিকেশ করে দেব। ‘পুলিশে সেই মেশিনগান বাজেয়াপ্ত করতে চাইলেন বিষ্ণুচরণ হাসতে হাসতে বললেন এই দেখুন বন্দুকটা। একটা ভাঁজ করা তিনকোনা লাইট স্ট্যান্ডকে মেশিনগান বানিয়ে সেদিনের সংকটমোচন করেছিলেন।

পুলিশ অফিসার সেদিন সাহস করে হাত বুলিয়ে বলেছেন আপনার বলিহারি তাৎক্ষণিক বুদ্ধি। যেখানে রক্ত গঙ্গা বয়ে যাওয়ার কথা, সেখানে বয়ে গেল হাসির ফোয়ারা।

এমনই সহজ সরল মানুষ ছিলেন বিষ্ণুচরণ। ভালো ফল ঘি মাখন না খেলে নাকি শরীর গড়ে ওঠে না। এমন আত্মবাক্য ছুড়ে ফেলে দিয়ে বিষ্ণুচরণ বলতেন একটু ছোলা ও মুগ ভেজানো খেয়ো, জব আর ভুট্টার ছাতুর শরবত খেয়ো। পেয়ারা, সয়াবিন খেয়ো। লেবু মিশিয়ে আখের গুড়ের শরবত খেয়ে আরেকটু বেশি করে জল খেয়ো। বিশ্বশ্রী হওয়ার আগে জাহাজে মনোতোষ রায়কে এই প্রেসক্রিপশনেই খাবার খাইয়েছিলেন।

আজ থেকে প্রায় ৫৩ বছর আগে ১৯৭০ সালের ১০ জুলাই একটি নামকরা খবর কাগজে ছাপা হয়েছিল — ‘পরলোকে ব্যায়ামাচার্য বিষ্ণু ঘোষ।’ শ্রীঘোষ ক্যালকাটা হসপিটাল এন্ড মেডিকেল রিসার্চ ইনস্টিটিউটে ৬৯ বছর বয়সে তাঁর মৃত্যু হয়। উইকিপিডিয়া অনুযায়ী তাঁর মৃত্যু ৯ই জুলাই। ভীরু, নিম সাহসী বাঙালি চিত্তে স্বাস্থ্য নিয়ে যে অভিনব পরিবর্তন তিনি এনেছিলেন তা রীতিমত একটি বিপ্লব।


আপনার মতামত লিখুন :

4 responses to “বাঙালি চিত্তে স্বাস্থ্য নিয়ে অভিনব পরিবর্তন এনেছিলেন যোগগুরু বিষ্ণুচরণ ঘোষ : রিঙ্কি সামন্ত”

  1. তপন says:

    যোগব্যায়াম বিপ্লব দীর্ঘজিবি হোক।

  2. Pallab dey says:

    খুব সুন্দর প্রতিবেদন,, ধন্যবাদ জানাই আপনাকে🙏🏻

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ১৪৩১ সংগ্রহ করতে ক্লিক করুন