শুক্রবার | ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | সকাল ১০:১৭
Logo
এই মুহূর্তে ::
চল্লিশের রাজনৈতিক বাংলার বিস্মৃত কথাকার সাবিত্রী রায় (প্রথম পর্ব) : সুব্রত কুমার দাস শুক্লাম্বর দিঘী, বিশ্বাস করে দিঘীর কাছে কিছু চাইলে পাওয়া যায় : মুন দাশ মোহিনী একাদশীর ব্রতকথা ও মাহাত্ম্য : রিঙ্কি সামন্ত নিজের আংশিক বর্ণান্ধতা নিয়ে কবিগুরুর স্বীকারোক্তি : অসিত দাস ঝকঝকে ও মজবুত দাঁতের জন্য ভিটামিন : ডাঃ পিয়ালী চ্যাটার্জী (ব্যানার্জী) সত্যজিৎ রায়ের সঙ্গে দেখা : লুৎফর রহমান রিটন সংস্কৃতি জগতের এক নক্ষত্রের নাম বসন্ত চৌধুরী : রিঙ্কি সামন্ত আংশিক বর্ণান্ধতাজনিত হীনম্মন্যতাই রবীন্দ্রনাথের স্কুল ছাড়ার কারণ : অসিত দাস পাকিস্তানের সঙ্গে ভারতের যুদ্ধ কি অবশ্যম্ভাবী : তপন মল্লিক চৌধুরী সাত্যকি হালদার-এর ছোটগল্প ‘ডেলিভারি বয়’ নব নব রূপে এস প্রাণে : মৌসুমী মিত্র ভট্টাচার্য্য ভারতের সংবিধান লেখার সেই ঝর্না কলমটা… : দিলীপ মজুমদার গীতা রাজনৈতিক অস্ত্র নয়, ভারতাত্মার মর্মকথা : সন্দীপন বিশ্বাস সিন্ধুসভ্যতা ও সুমেরীয় সভ্যতায় কস্তুরীর ভূমিকা : অসিত দাস রবি ঠাকুর ও তাঁর জ্যোতিদাদা : মৈত্রেয়ী ব্যানার্জী তরল সোনা খ্যাত আগর-আতর অগুরু : রিঙ্কি সামন্ত নন্দিনী অধিকারী-র ছোটগল্প ‘সাদা-কালো রীল’ গঙ্গার জন্য লড়াই, স্বার্থান্বেষীদের ক্রোধের শিকার সাধুরা : দিলীপ মজুমদার সিন্ধুসভ্যতার প্রধান মহার্ঘ রপ্তানিদ্রব্য কস্তুরী : অসিত দাস রাখাইন পরিস্থিতি রোহিঙ্গা সংকট ও মানবিক করিডোর : হাসান মোঃ শামসুদ্দীন রামকৃষ্ণ মিশন মানে ধর্মকর্ম নয়, কর্মই যাঁদের ধর্ম তাঁরাই যোগ্য : মৈত্রেয়ী ব্যানার্জী সংস্কারের অভাবে ধুঁকছে সিংহবাহিনী মন্দির, নবগ্রাম (ঘাটাল) : কমল ব্যানার্জী পরিবেশ মেলা ২০২৫ : ড. দীপাঞ্জন দে মন্দির-রাজনীতি মন্দির-অর্থনীতি : দিলীপ মজুমদার স্বাধীনতা-সংগ্রামী মোহনকালী বিশ্বাস স্মারকগ্রন্থ : ড. দীপাঞ্জন দে অক্ষয়তৃতীয়া, নাকি দিদিতৃতীয়া : অসিত দাস আরএসএস-বিজেপি, ধর্মের তাস ও মমতার তৃণমূল : দিলীপ মজুমদার সাবিত্রি রায় — ভুলে যাওয়া তারার খোঁজে… : স্বর্ণাভা কাঁড়ার ছ’দশক পর সিন্ধু চুক্তি স্থগিত বা সাময়িক অকার্যকর হওয়া নিয়ে প্রশ্ন : তপন মল্লিক চৌধুরী বিস্মৃতপ্রায় বঙ্গের এক গণিতবিদ : রিঙ্কি সামন্ত
Notice :

পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ অক্ষয় তৃতীয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা।  ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন,  ই-মেল : pagefour2020@gmail.com

অ্যাকোয়ারিয়াম এবং মাছ বাস্তুশাস্ত্রের জগতে তাৎপর্যপূর্ণ : রিঙ্কি সামন্ত

রিঙ্কি সামন্ত / ৫২৪ জন পড়েছেন
আপডেট শুক্রবার, ৩০ জুন, ২০২৩

আজ বরং ড্রয়িংরুম বা লাউঞ্জে রাখা ফিশ অ্যাকোয়ারিয়ামের মাছেদের সংসারের গল্প বলি। বাইরে থেকে দেখতে যতই মনে হোক এরা সুখে সংসার করছে, ভালো করে লক্ষ্য করলে দেখবেন এরাও কিন্ত চিরসুখী নয়। সব থেকে জেনে আশ্চর্য হবেন, আমরাও যে যে জিনিস নিয়ে একে অপরের সাথে ঝগড়া করি ঠিক এরাও নিজেদের খাবার, নিজের পার্টনার, নিজের এলাকা নিয়ে রীতি মতো কোমর বেঁধে মারামারি করে। মানুষের মতো কেবল ধর্ম বা রাজনীতি নিয়ে এরা লড়েনা।

মাছেদের আগ্রাসন শুরু হয় এলাকা দখল নিয়ে। কিছু মাছ আছে ভবঘুরে গোছের। খেয়েদেয়ে অ্যাকোয়ারিয়ামে বিন্দাসভাবে এখানে সেখান ঘুরে বেড়ায়। আর কিছু মাছ আছে “ভোজনং যত্রতত্র শয়নং হট্টমন্দিরে” টাইপের। ফিসট্যাঙ্কের একটি নির্দিষ্ট জায়গা তাদের দখলে থাকে, যেমন ধরুন লাল, নীল, হলুদ রঙিন পাথরের নকল গুহা কিংবা কাঠের গুড়ি বা আমাজন (amazon), কাকাম্বা, রেড আমাজন (red amazon), লিলি (lily), ক্রিপ্টোকলিন (cryptocolin) ইত্যাদি জলজ গাছের তলায়। আসলে এগুলো ওদের লুকিয়ে থাকার বা আরাম নেওয়ার জায়গা।

এইসব জায়গায় মাছ কিছু কিছু মাছকে আসতে দিলেও সবাইকার প্রবেশ নিষেধ। অপছন্দের মাছ প্রবেশ করলেই রীতিমতো মারকুটে হয়ে পড়ে এরা। এদেরকে বলা হয় টেরিটরিয়াল ফিস।

এই ধরনের মাছেরা নিজের প্রজাতির মাছেদের একেবারেই পছন্দ করে না। অর্থাৎ কিনা রং, প্যাটার্ন, আকৃতি সেই মাছের হুবহু হলে তারাই টার্গেট হওয়ার সম্ভাবনা বেশি। যেমন ধরুন, একটি বেটাফিশ (betta fish) এর শত্রু কোনোভাবেই নন বেটাফিশ হতে পারেনা।

গাপ্পি মাছ

শুধু তাই নয় একই প্রজাতি এবং একই জেন্ডারের হলে এলাকায় আগ্রাসন শুরু হয়। আসলে পরিবারকে সুরক্ষা দিতে শুধু মানুষ নয়, দিতে চায় মাছেরাও। তার কারণও রয়েছে।

অ্যাকোয়ারিয়ামের মধ্যে সে একটা নিজস্ব জায়গা তৈরি করেছে যেখানে হবে ব্রিডিং এবং ডিমেরা যাতে নিরাপদ থাকে সেই ব্যবস্থাও সে করবে। একই লিঙ্গের হলে সে হতে পারে তার চরম প্রতিদ্বন্ধী।

প্রথমে মাছ দেখে নেয় অন্য মাছটি কি চাইছে! যদি শুধু এলাকা দখল করতে চায়, তবে ছোটখাটো লড়াই করে ছেড়ে দেয়। কিন্তু যদি মাছটির দৃষ্টি তার পার্টনারের উপর পড়ে, তবে লড়াই নিশ্চিত। আর যদি এলাকায় ঢুকে আসা মাছটি বিপরীত লিঙ্গের হয় তবে তার সঙ্গে বন্ধন বা মেটিংয়ের সম্ভাবনা তৈরি হয়।

মাছেরা খুব স্মার্ট হয়, অনেক ক্ষেত্রেই আমাদের চোখের আড়ালে এরা নিজেদের মধ্যে লড়াই করে। আসলে ২৪ ঘন্টা তো আর অ্যাকোয়ারিয়ামের দিকে চোখ খুলে বসে থাকা সম্ভব নয়! শুধু পরে যখন কাচের দেওয়ালে নাক ঠেকিয়ে আপনার কাছে খাবার চাইতে আসবে, তখন দেখতে পাবেন এদের বিভক্ত পাখনা, চেনা মাছ হঠাৎই অচেনা আগ্রাসী হয়ে উঠেছে, অঞ্চলের পরিবর্তন, স্ক্র্যাচ এবং স্ক্র্যাপ, এবং স্পষ্ট ক্ষতগুলির মতো জিনিসগুলির উপর লড়াইয়ের সমস্ত লক্ষণ। আর হ্যাঁ, লক্ষ্য রাখুন কোনও মাছ লুকিয়ে পরেছে কিনা।

ফ্লাওয়ার হর্ন মাছ

তাই নতুন মাছ আনার আগে আপনার অ্যাকোয়ারিয়ামের ল্যান্ডস্কেপ পুনর্বিন্যাস করুন। দেখে নিন যে আপনার অ্যাকোয়ারিয়ামে প্রচুর লুকানোর জায়গা রয়েছে। এটি আক্রমনাত্মক মাছকে এই জায়গাগুলির একটিতে তাদের অঞ্চল তৈরি করতে সাহায্য করবে এবং এটি অ্যাকোয়ারিয়ামে কম আক্রমনাত্মক মাছকে অবাধে সাঁতার কাটতে দেবে। মাছের এলাকা দাবি করার সমান সুযোগ রাখুন।

ট্যাঙ্ক overstock করবেন না. একটি আক্রমণাত্মক মাছ ভিড় অনুভব করলে নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।

অ্যাকুরিয়ামপ্রেমীদের কাছে গাপ্পি (Guppy Fish) বেশ প্রিয় মাছ। নানা রঙের মাছটির প্রধান সৌন্দর্য লেজে। খুব দ্রুত এরা ডিম পাড়ে। আপনার অ্যাকোয়ারিয়ামে যদি গাপ্পি মাছ থাকে এবং আপনি যদি একজন মহিলা এবং তিন জন পুরুষ গাপ্পি যোগ করেন, তবে পুরুষরা মহিলাটিকে মারা না যাওয়া পর্যন্ত হয়রানি করবে। এটি দেখতে অত্যন্ত বেদনাদায়ক। এই নিয়মের পরিবর্তে, একজন পুরুষ এবং তিন জন মহিলার অনুপাত প্রয়োজন। এইভাবে, পুরুষ তার মনোযোগ বিভক্ত করবে এবং নারীদের ততটা হয়রানি করবে না। একটি শান্তিপূর্ণ অ্যাকোয়ারিয়াম রাখার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

গোল্ড ফিশ

খুবই সুন্দর দেখতে, গায়ের মধ্যে ফুলের মত অনেক দাগ থাকা মাছের নাম হলো ফ্লাওয়ারহর্ন ফিশ (Flowerhorn Fish)। অ্যাকুরিয়ামে এর সঙ্গে অন্য কোন মাছ রাখলে ফ্লাওয়ারহর্ন তাকে মেরে ফেলবে। শুধু তাই নয় ফ্লাওয়ারহর্ন এর সঙ্গে ফ্লাওয়ারহর্ন রাখতে চাইলে রাখা যায় না।

অ্যাকোয়ারিয়াম এবং মাছ বাস্তুশাস্ত্রের জগতে তাৎপর্যপূর্ণ ভুমিকা পালন করে। বৈদিক বিজ্ঞান অনুসারে, অ্যাকোয়ারিয়াম ঘরে রাখা শুভ এবং তাদের সাথে শক্তিশালী শক্তি যুক্ত থাকে। আশ্চর্যের কিছু নেই, বাস্তুশাস্ত্র বিশেষজ্ঞরা সর্বদা তাদের বাড়ি এবং অফিসে বাস্তু ত্রুটিগুলি উন্নত করার জন্য সুপারিশ করছেন অ্যাকোয়ারিয়াম।

অ্যাকোয়ারিয়ামে (Aquarium) নেতিবাচক শক্তিকে ইতিবাচক শক্তিতে রূপান্তরিত করার ক্ষমতা রয়েছে। প্রাচীন বাস্তু নীতি অনুসারে, এই পৃথিবীর প্রতিটি উপাদান নির্দিষ্ট শক্তির স্তরের সাথে যুক্ত, এবং তাদের মধ্যে একটি হল মাছের অ্যাকোয়ারিয়াম। ফেং শুই বলে, গোল্ডফিশ (gold fish) হল এব্যাপারে সবচেয়ে লাভজনক। এই মাছটি সৌন্দর্য এবং সম্প্রীতির প্রতীক।

বেটাফিশ

বিজ্ঞান বলে, মাছ দেখা এবং জলের বুদবুদ শব্দ শোনার ফলে সেরোটোনিন (serotonin) উৎপাদন হয়, যা মস্তিষ্ককে এন্ডোরফিন বাড়াতে উদ্দীপিত করে। ফলাফল? ইতিবাচক অনুভূতি। এই ন্যাচারাল হরমোন স্ট্রেস কমিয়ে দেয়, ঘুমের জন্য ভাল। তাই ভালো থাকতে অ্যাকোয়ারিয়ামে মাছেদের সংসার পাততেই পারেন।


আপনার মতামত লিখুন :

5 responses to “অ্যাকোয়ারিয়াম এবং মাছ বাস্তুশাস্ত্রের জগতে তাৎপর্যপূর্ণ : রিঙ্কি সামন্ত”

  1. P k biswas says:

    অনেক কিছু জানলাম,সম্মৃদ্ধ হলাম,প্রতিটি শাড়ির ভাঁজে ভাঁজে লুকিয়ে থাকে বয়ান শিল্পীর ভালোলাগা,ভালোবাসা এক আকাশ মুগ্ধতা।

  2. P k biswas says:

    অনেক শেখা অনেক জানা মাছের শরীর মাছরাঙা
    চমৎকার পরিবেশন*এক আকাশ মুগ্ধতা*

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ১৪৩১ সংগ্রহ করতে ক্লিক করুন