সোমবার | ৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১২:৫৮
Logo
এই মুহূর্তে ::
রবীন্দ্রসাহিত্যে কবিয়াল ও কবির লড়াই : অসিত দাস নকল দাঁতের আসল গল্প : রিঙ্কি সামন্ত বাংলা গান থাকুক সহৃদয়-হৃদয়-সংবাদী (প্রথম পর্ব) : আবদুশ শাকুর মুর্শিদাবাদের কৃষি ঐতিহ্য : অনুপম পাল নক্সী কাঁথায় বোনা জসীমউদ্দীনের বাল্যজীবন : মনোজিৎকুমার দাস পঞ্চানন কুশারীর জাহাজী গানই কি কবির লড়াইয়ের মূল উৎস : অসিত দাস দিব্যেন্দু পালিত-এর ছোটগল্প ‘ঝালমুড়ি’ নকশালবাড়ি আন্দোলন ও বাংলা কবিতা : কার্তিক কুমার মণ্ডল নিঃসঙ্গ ও একাকিত্বের আখ্যান : পুরুষোত্তম সিংহ ভিয়েতনামের গল্প (পঞ্চম পর্ব) : বিজয়া দেব অন্তরের আলো জ্বালাতেই কল্পতরু উৎসব : সন্দীপন বিশ্বাস কল্পতরু — এক উত্তরণের দিন : মৈত্রেয়ী ব্যানার্জী চলচ্চিত্র উৎসবে পানাজি থেকে কলকাতা (শেষ পর্ব) : সায়র ব্যানার্জী ফেলে আসা বছরে দেশের প্রবৃদ্ধির পালে হাওয়া না ঝড় : তপন মল্লিক চৌধুরী কার্ল মার্কসের পরিজন, পরিকর (শেষ পর্ব) : দিলীপ মজুমদার জোয়ানিতা ম্যালে-র ছোটগল্প ‘নাইট জব’ অনুবাদ মনোজিৎকুমার দাস দেশজ ফসলের বীজকে কৃষির মূল স্রোতে ফিরিয়ে আনতে হবে নদিয়া বইমেলা মুখপত্র : দীপাঞ্জন দে চলচ্চিত্র মহোৎসবে পানাজি থেকে কলকাতা (প্রথম পর্ব) : সায়র ব্যানার্জী শৌনক দত্ত-র ছোটগল্প ‘গুডবাই মাষ্টার’ হেলান রামকৃষ্ণ শিশু বিতানের রজত জয়ন্তী বর্ষপূর্তি উৎসব পালিত হল মহাসমারোহে : মোহন গঙ্গোপাধ্যায় কার্ল মার্কসের পরিজন, পরিকর (ষষ্ঠ পর্ব) : দিলীপ মজুমদার জীবনানন্দ দাশের স্বপ্নের নদী ধানসিঁড়ি আজও আছে কিন্তু মৃতপ্রায় : মনোজিৎকুমার দাস মৌসুমী মিত্র ভট্টাচার্য্য-এর ছোটগল্প ‘শঠে শাঠ্যং’ যথোচিত মর্যাদায় পালিত হল খানাকুলের রূপকার শান্তিমোহন রায়ের জন্মদিন : মোহন গঙ্গোপাধ্যায় আবার দেখা যদি হলো সখা প্রাণের মাঝে আয় — নেতাজী নগর বিদ্যামন্দিরের পুনর্মিলন : সুশান্ত দাস মোদি বনাম মনমোহন: ইতিহাস বারবার এই বিশ্লেষণ করবে : সন্দীপন বিশ্বাস কবির লড়াইয়ের স্রষ্টা হলেন রবীন্দ্রনাথের পূর্বপুরুষ পঞ্চানন কুশারী : অসিত দাস চল্লিশতম নদিয়া বইমেলা স্মরণিকা : দীপাঞ্জন দে ভাগ্নার পদধূলিতে ধন্য হল মামার বাড়ি, বেলুড় মঠ ও মিশন অধিগ্রহণ করে মর্যাদা দিল : মোহন গঙ্গোপাধ্যায়
Notice :

পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই ২০২৫ ইংরেজি নববর্ষের শুভেচ্ছা আন্তরিক শুভনন্দন।  ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন,  ই-মেল : pagefour2020@gmail.com

পঞ্চাশের আকাল নিয়ে তথ্যচিত্র, কলকাতা এলেন ইতালিয় পরিচালক ডিয়েগো ডি’এনসেনঝো

পেজ ফোর, বিশেষ প্রতিনিধি / ৬৭১ জন পড়েছেন
আপডেট শনিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৩

২০০১ সাল থেকে ইউরোপিয় তথ্য-চিত্রপরিচালকদের সঙ্গে কাজ করছেন প্রভাস দাস। ২০১৮র ১৮ ডিসেম্বরের ‘দি টেলিগ্রাফ’ কাগজের একটি প্রতিবেদনে চোখ আটকে যায় তাঁর। প্রতিবেদনে ছবি ছিল একটি, যেখানে জঙ্গলের প্রেক্ষাপটে এক নদীর ওপর দাঁড়ানো একটি লোক এক বৃদ্ধের সঙ্গে কোনও কথা বলছেন। লেখাটি পড়ে জানতে পারেন বাংলার এক লেখক শৈলেন সরকার সাক্ষাৎকার নিচ্ছেন সেই বৃদ্ধের। বৃদ্ধ খোসেন শেখ সুন্দরবন বঙ্গোপসাগের মোহনার ‘কে’ প্লটের বাসিন্দা। উনি সেই ৭৫ বছর আগে হওয়া পঞ্চাশের আকাল বা তেতাল্লিশের মন্বন্তরের নিজের অভিজ্ঞতা বর্ণনা করছেন। শৈলেন সরকার নাকি ২০১৩ সাল থেকে খুঁজে খুঁজে সেই পঞ্চাশের আকালের পর তখন পর্যন্ত বেঁচে থাকা মানুষদের সঙ্গে কথা বলছেন। সেই আকালের দিনগুলিতে তারা কী দেখেছেন, কী খেয়েছেন, বেঁচেছেন বা কী ভাবে তার বিবরণ সংগ্রহ করছেন।

খুঁজেপেতে কলেজ স্ট্রিট থেকে শৈলেন সরকারের ‘দুর্ভিক্ষের সাক্ষী’ বইটি পড়ার পর তিনি তাঁর অভিজ্ঞতা মেল করে ইতালির ডিয়েগো ডি’এনসেনঝোকে জানান। আর পরিচালক ডিয়েগো ডি’এনসেনঝো তক্ষুনি তাকে শৈলেন সরকারের সঙ্গে কথা বলতে বলেন। মূল বইটির ইংরেজি অনুবাদ পড়তে চান। ইতিমধ্যে আমেরিকার প্রিন্সটনবাসী হার্ভার্ডের প্রাক্তন ছাত্র ও ইংরেজি ভাষার ‘দি এপিক সিটি’ বইটির লেখক কুশনাভ চৌধুরী বইটির অনুবাদ শুরু করেছেন। পাঠান হল সেই অনুবাদ।

পরিচালক ডিয়েগো ডি’এনসেনঝোর সঙ্গী ক্যামেরাম্যান মার্কো পাসকুইনি। আন্ডার ওয়াটার ফটোগ্রাফিতে মার্কো পাসকুইনি এক পৃথিবী জোড়া নাম। ওঁরা ২০২০তেই আসবেন বলে ঠিক করে ফেলেছিলেন। বাদ সেধেছিল করোনা। অবশেষে ২০২৩। কিন্তু ইতিমধ্যে ২০১৮র বই ‘দুর্ভিক্ষের সাক্ষী’র ৫২ জনের মধ্যে মারা গেছেন ৪৩ জন। তাহলে? প্রভাসবাবু বললেন মাত্র ৯ জনে কী হবে? ওঁরা এতদূর থেকে আসবেন। শৈলেনবাবু জানালেন এই তিন বছরে তিনি বিভিন্ন জেলার আরও ১১ জনের সাক্ষাৎকার নিয়ে রেখেছেন অর্থাৎ মোট কুড়ি জন।

ডিয়েগো ডি’এনসেনঝো ও মার্কো পাসকুইনি তাদের যাত্রা শুরু করছেন ১৯ ফেব্রুয়ারি থেকে। ১৯ ফেব্রুয়ারি থেকে তাঁরা অনুসরণ করবেন সাক্ষাৎকার নিতে থাকা শৈলেন সরকারকে। মার্ক পাসকুইনি তাঁর ক্যামেরায় ধরবেন জেলা নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিন ২৪ পরগনা বা সুন্দরবনের  দুর্ভিক্ষের সাক্ষীদের। থাকবেন তখনকার পুর্ব পাকিস্তানের ঢাকা, বরিশাল, নারায়নগঞ্জে শৈশব কাটানো ও পরে উদ্বাস্তু হয়ে বিভিন্ন কলোনিতে আশ্রয় নেওয়া সাক্ষীরাও।


আপনার মতামত লিখুন :

One response to “পঞ্চাশের আকাল নিয়ে তথ্যচিত্র, কলকাতা এলেন ইতালিয় পরিচালক ডিয়েগো ডি’এনসেনঝো”

  1. মৃন্ময় দাশ says:

    তাকিয়ে থাকলাম আরও খবরের জন্যে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ১৪৩১ সংগ্রহ করতে ক্লিক করুন