কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগ সারা শহড় জুড়ে ১৪৪টি ওয়ার্ডে স্বাস্থ্য পরিকাঠামো তৈরি করার পর বিগত ৬-৭ বছর ধরে জোর দিয়েছে পৌর চিকিৎসক ও চিকিৎসাকর্মীদের উন্নত মানের চিকিৎসার স্বার্থে বিভিন্ন প্রশিক্ষণে দেওয়ার ক্ষেত্রে। এর মাধ্যমে পৌর চিকিৎসকরা পৃথিবীর আধুনিকতম চিকিৎসা ব্যবস্থার সঙ্গে যুক্ত হতে পারবেন ও চিকিৎসা পরিষেবাকে আরও উন্নত করবেন। আজকের মর্ডান টেকনোলজি ব্যবহার করে অনলাইনের মাধ্যমে পৌর চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ইতিমধ্যে ডায়বেটিস ও শিশু-স্বাস্থ্য পরিষেবার জন্য প্রশিক্ষণ দেওয়া সম্পূর্ণ হয়ে গেছে। এখন কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগ চাইছে মানসিক স্বাস্থ্যে-র বিষয়ে এমন প্রশিক্ষণের ব্যবস্থা করতে। এর জন্য চিকিৎসকদের অন্যত্র যেতে হবে না, কলকাতা পুরসভার প্রায় অধিকাংশ বরো অফিসেই অনলাইনের মাধ্যমে এই প্রশিক্ষণ চলবে।
বিধায়ক তথা কলকাতার ডেপুটি মেয়র অতীন ঘোষ জানালেন, “মানসিক স্বাস্থ্য সামগ্রিক স্বাস্থ্যের অবিচ্ছেদ্য অংশ। সাধারণ মানসিক অসুখ যেমন ডিপ্রেশান-এ বিশ্বব্যাপী প্রায় ২৬৪ মিলিয়ান মানুষ আক্রান্ত, বাইপোলার ডিসঅর্ডারে ৪৫ মিলিয়ান, সিজোফেনিয়াতে ২০ মিলিয়ান এবং Dementia তে ৫০ মিলিয়ান ব্যক্তি অসুস্থ। ভারতীয়দের মধ্যে জনসংখ্যার ৬ থেকে ১৫ শতাংশ মানুষ মানসিক রোগে আক্রান্ত। তাই প্রাতিষ্ঠানিক চিকিৎসকদের মানসিক রোগ বিষয়ে প্রশিক্ষণ দেবার দরকার আছে। ‘Capacity Building intiative on Mental Health for KMC Medical Officers’ কলকাতা পুরসভা ও ECHO India র একটি যৌধ উদ্যোগ যার মাধ্যমে কেএমসি মেডিক্যাল অফিসারেরা প্রশিক্ষিত হয়ে নাগরিকদের মানসিক অসুখের চিকিৎসা করে স্বস্তি দেবে। ECHO মডেল সাধারণ চিকিৎসক ও বিশেষজ্ঞ চিকিৎসকদের মধ্যে দূরত্বের অবসান ঘটিয়ে প্রাথমিক চিকিৎসা ব্যবস্থাকে সমৃদ্ধ করে। মানসিক রোগের বিভিন্ন বিষয় নিয়ে প্রতিমাসে একটি করে ১২টি মডিউলের মাধ্যমে এই প্রশিক্ষণ চলবে। সমগ্র প্রশিক্ষণ ব্যবস্থাটি নাগরিক চিকিৎসাকে উন্নত ও সমৃদ্ধ করবে। মানসিক স্বাস্থ্য স্বাস্থ্যেরই একটি গুরুত্বপূর্ণ অংশ। মানসিক স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণে আমাদের চিকিৎসকেরা প্রশিক্ষিত হয়ে নাগরিকদের স্বাচ্ছন্দ দেবে। ECHO India -র দেওয়া প্রয়োজনীয় যন্ত্রপাতির সাহায্যে এই প্রশিক্ষণ সম্ভব হচ্ছে। ECHO India-কে ধন্যবাদ।”
ডা: সন্দীপ ভাল্লা ECHO India-র অ্যাসোসিয়েট ভাইস প্রেসিডেন্ট বলেন, ‘এই মুহূর্তে মানসিক স্বাস্থ্য বিষয়ে চিকিৎসকদের প্রশিক্ষণ অত্যন্ত প্রয়োজনীয়। ECHO India সবসময় চিকিৎসা ব্যবস্থায় সংশ্লিষ্টদের প্রশিক্ষণের মাধ্যমে সমৃদ্ধ করে আসছে। কলকাতা পুরসভার সঙ্গে যুক্ত থাকাটা ECHO India-র কাছে অত্যন্ত মূল্যবান। প্রশিক্ষণের আরও নানা বিষয়ে কলকাতা পুরসভাকে সাহায্য করতে আমরা উদগ্রীব।’
প্রসঙ্গত, কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগ ইতিমধ্যে বেশ কয়েকটি পৌর-প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে মানসিক রোগের চিকিৎসা পরিষেবা দেওয়া আরম্ভ করছে। অতীন ঘোষ জানান ভবিষ্যতে বিনামূল্যে দেওয়া এই পরিষেবা আমরা কলকাতার ১৪৪টি ওয়ার্ডেই চালু করতে চাই। এই পরিষেবা প্রদানে উক্ত প্রশিক্ষণ আমাদের একধাপ এগিয়ে দেবে বলে আমার বিশ্বাস।
১৮ মে কলকাতা পুরসভার মূল ভবনে আয়োজিত প্রশিক্ষণ শিবির সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরসভার স্বাস্থ্য বিভাগের প্রধান আধিকারিক সুব্রত রায়চৌধুরী, স্বাস্থ্য উপদেষ্টা তপন কুমার মুখোপাধ্যায়-সহ একাধিক চিকিৎস ও বিশিষ্টগণ।