কালনা থেকে কাটোয়া অবধি এসটিকেকে রোডের বেহাল দশা। বড়ো গর্ত, খানাখন্দে মৃত্যুফাঁদ। স্বভাবতই কমেছে গাড়ির গতি। এই পরিস্থিতিতে এসটিকেকে রোডের কাজ দ্রুত শেষ করার জন্য পূর্ব বর্ধমানের পূর্বস্থলী ১ নম্বর ব্লকের বিডিও অফিসে মহকুমাশাসক, বিডিও ও পূর্ত দফতরের বিভাগীয় ইঞ্জিনিয়ারদের সঙ্গে পর্যালোচনা বৈঠক করলেন মন্ত্রী স্বপন দেবনাথ। তিনি বলেন, যুদ্ধকালীনভাবে কাজ শেষ করতে হবে।
আগে খানাখন্দ, গর্ত দ্রুত বোজাতে হবে এবং রাস্তার পাশ দিয়ে ড্রেন রাখতে হবে, যাতে জল বেরিয়ে যেতে পারে। রাস্তার ধারে বালি, পাথর যাঁরা জড়ো করে রেখেছেন সেগুলি সরিয়ে ফেলতে হবে। কালনার মহকুমাশাসক সুমনসৌরভ মোহান্তি বলেন, কালনা ১ ও ২ নম্বর ব্লক এবং পূর্বস্থলী ১ ও ২ নং ব্লকে কাজ শুরু হচ্ছে। যাত দ্রুত কাজ হয় সেদিকে নজর রাখব।
ছবি ও সংবাদ : মোহন সাহা