কথায় আছে বিপদে বন্ধু চেনা যায়। আর সেটা হাড়ে হাড়ে টের পেয়েছেন রাইপুর বিধানসভার গ্রামীণ এলাকার বিজেপি কর্মী-সমর্থকরা। গত লোকসভা ভোটে বিশ্বাস ও ভরসা করে যে বিজেপি কর্মীরা নিজের দলকে জিতিয়েছেন সেই কর্মীরাই আজ বিশ্বাসভঙ্গের অভিযোগ তুলছেন বিজেপির বিরুদ্ধে। তাঁদের আরো বক্তব্য, বিজেপির বড়ো, মেজো, সেজো নেতাদের আর টিকি খুঁজে পাওয়া যাচ্ছে না। লকডাউনের সময় যখন বিজেপির স্বঘোষিত নেতারা করোনার ভয়ে বাড়িতে বসে তৃণমূলের নামে কুৎসা করতে ব্যস্ত তখন গ্রামে গ্রামে ঘুরছেন তৃণমূল নেতা-কর্মীরাই। দল না দেখে সবার পাশে টিএমসি কর্মীরা যেভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন তা দেখেই আপ্লুত বিজেপি কর্মীরা। আর তাই নিজের ভুল বুঝতে পেরে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেন তাঁরা।
বাঁকুড়া জেলায় গত কয়েক মাস ধরে বিভিন্ন ব্লকে ক্রমাগত ঘর ভেঙ্গেছে পদ্ম ফুলের, সেই ভাঙ্গনের রেশ কাটতে না কাটতেই আজ ফের রাইপুর বিধানসভার ফুলকুসমা অঞ্চলে বাঁকুড়া জেলা সাংগঠনিক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি রাজকুমার সিংহের এর হাত ধরে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন বিজেপি যুব মোর্চার ও বিজেপির আইটি সেল এর যুবকরা।
ছবি ও সংবাদ : সুদীপ্ত চক্রবর্তী
কি বললো আইটি সেল ও যুবমোর্চার কর্মীরা, শুনুন—