রক্তের সংকট রয়েছে। সেই সংকট মেটাতে গোঘাটের মান্দারন অঞ্চল তৃণমূল মহিলা কংগ্রেসের উদ্যোগে রাঙামাটি প্রাথমিক বিদ্যালয়ে রক্তদান শিবির অনুষ্ঠিত হলো। ১৮৬ জন মহিলা রক্তদাতা রক্তদান করলেন।
বিধায়ক মানস মজুমদার ছাড়াও উপস্থিত ছিলেন ব্লক প্রেসিডেন্ট সাহাবুদ্দিন খান, প্রাক্তন ব্লক প্রেসিডেন্ট তপন মন্ডল, প্রভাত ব্যানার্জি, মকবুল হুসেন, প্রধান সানোয়ারা বেগম, সেখ আব্দুল, তাসের আলি, শান্তি ঘোষ, ব্লকের মহিলা সভানেত্রী মিনতি সাঁতরা।
অন্য একটি অনুষ্ঠানে গোঘাট ১ ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কুমারশা গ্রাম পঞ্চায়েতের কুমারশা গ্রামে দুস্থ ছাত্র-ছাত্রীদের খাতা, পেন, পনসিল, পিচবোর্ড, গাছের চারা এবং প্রাইভেট শিক্ষকদের এক মাসের বেতন দেওয়া হলো।
বিধায়ক মানস মজুমদার ছাড়াও উপস্থিত ছিলেন জেলা তৃণমূল ছাত্র পরিষেদের সভাপতি গোপাল রায়, ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আশিক হুসেন, আরামবাগ শহর তৃণমূলের সভাপতি টিঙ্কু আলি, প্রধান উত্তম মুদি।
ছবি ও সংবাদ : সুভাষ মজুমদার