রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর কথা মাথায় রেখে রবিবার ২১ জুন হুগলির ডানকুনি হাউজিং এস্টেট এলাকায় হুগলি জেলা হোমিওপ্যাথি ডক্টরস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এক হাজার মানুষকে আর্সেনিক অ্যালবাম থার্টি হোমিওপ্যাথি ওষুধ দেওয়া হলো। এই ওষুধ মানবদেহে গেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বহুলাংশে বেড়ে যায় এবং করোনার আক্রমণ থেকে অনেকটাই রক্ষা পাওয়া যায় বলে চিকিৎসকদের অভিমত।
এ বিষয়ে বলতে গিয়ে ডানকুনি পুরসভার বিদায়ী পুরপ্রধান এবং বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেশনের সদস্য দেবাশিস মুখোপাধ্যায় জানালেন, আমাদের ডাক্তারবাবুরা আজ একটা প্রশংসনীয় কাজ করলেন বহু মানুষকে হোমিওপ্যাথি এই রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির ওষুধ দিয়ে। তাঁরা বলেছেন আগামী দিনে আরও বেশি সংখ্যক মানুষের কাছে এই ওষুধ তাঁরা পৌছে দেবেন।