বাংলাজুড়ে প্রতিটা পাড়ায় প্রতিটা বাড়িতে গিয়ে গত চার সপ্তাহ ধরে বিশেষভাবে প্রশিক্ষিত ৬০ হাজার আশা ও স্বাস্থ্যকর্মীরা জোরকদমে নজরদারি চালাচ্ছেন। মঙ্গলবার ৫ মে এই প্রক্রিয়াকে ‘হারকিউলিয়ান’ বলে চিহ্নিত করে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি ইলনেস বা সারি এবং ইনফ্লুয়েঞ্জা লাইক ইলনেস বা আইএলআই-এ কারা ভুগছেন তা রাজ্যজুড়ে খতিয়ে দেখা হচ্ছে।
করোনা মোকাবিলায় এই প্রক্রিয়া খুবই গুরুত্বপূর্ণ যা গত এক মাস ধরে বাংলায় চলছে। ৭ এপ্রিল থেকে ৩ মে অবধি ৫.৫৭ কোটির বেশি বাড়িতে গিয়ে স্বাস্থ্যপরীক্ষা করা হয়েছে। ৮১২ জন সারি ও ৯১১১৫ জন আইএলআই রোগীর সন্ধান মিলেছে। তাঁদের স্বাস্থ্য সংক্রান্ত পরামর্শ দেওয়া হয়েছে। ৩৭৫ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে ৬২ জনের করোনা পজিটিভ ধরা পড়ায় কোভিড হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করেছে রাজ্য সরকার। বাংলায় করোনা পরাস্ত না হওয়া পর্যন্ত এই নজরদারি চলবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।