রবিবার | ২৫শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ | রাত ১:২৩
Logo
এই মুহূর্তে ::
রবীন্দ্রনাথ ও শান্তিনিকেতন : শান্তা দেবী বাঙালি মুসলমান সম্পাদিত প্রথম পত্রিকা : ড. মোহাম্মদ মনিরুজ্জামান সিন্ধু সভ্যতার ভূখণ্ড মেলুহা-র সঙ্গে বাণিজ্যে মাগান দেশ : অসিত দাস তদন্তমূলক সাংবাদিকতা — প্রধান বিচারপতির কাছে খোলা চিঠি : দিলীপ মজুমদার হেমন্তকুমার সরকার ও নজরুল-স্মৃতিধন্য মদনমোহন কুটির : ড. দীপাঞ্জন দে রামমোহন — পুবের সূর্য পশ্চিমে অস্তাচলে গেলেও শেষ জীবনে পিছু ছাড়েনি বিতর্ক : মোহন গঙ্গোপাধ্যায় মাওবাদী দমন না আদিবাসীদের জমি জঙ্গল কর্পোরেট হস্তান্তর : তপন মল্লিক চৌধুরী জৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষে শ্রী অপরা একাদশী মাহাত্ম্য : রিঙ্কি সামন্ত পর্যটন মানচিত্রে রামমোহনের জন্মভূমিতে উন্নয়ন না হওয়ায় জনমানসে ক্ষোভ : মোহন গঙ্গোপাধ্যায় সংগীতে রবীন্দ্রনাথ : সৌম্যেন্দ্রনাথ ঠাকুর গোয়ার সংস্কৃতিতে সুপারি ও কুলাগার কৃষিব্যবস্থা : অসিত দাস পুলওয়ামা থেকে পহেলগাঁও, চিয়ার লিডার এবং ফানুসের শব : দিলীপ মজুমদার ক্যের-সাংরী কথা : নন্দিনী অধিকারী সুপারি তথা গুবাক থেকেই এসেছে গোয়ার নাম : অসিত দাস রোনাল্ড রসের কাছে জব্দ ম্যালেরিয়া : রিঙ্কি সামন্ত রাজ্যে পেঁয়াজের উৎপাদন বাড়ছে, কমবে অন্য রাজ্যের উপর নির্ভরতা : মোহন গঙ্গোপাধ্যায় উনিশের উত্তরাধিকার : শ্যামলী কর কেট উইন্সলেটের অভিনয় দক্ষতা ও চ্যালেঞ্জিং ভূমিকার ৩টি চলচ্চিত্র : কল্পনা পান্ডে হিন্দু-জার্মান ষড়যন্ত্র মামলা — আমেরিকায় রবীন্দ্রনাথ ঠাকুরের সংকট : সুব্রত কুমার দাস সিন্ধুসভ্যতার ভাষা যে ছিল প্রোটোদ্রাবিড়ীয়, তার প্রমাণ মেলুহা তথা শস্যভাণ্ডার : অসিত দাস চল্লিশের রাজনৈতিক বাংলার বিস্মৃত কথাকার সাবিত্রী রায় (শেষ পর্ব) : সুব্রত কুমার দাস জাতিভিত্তিক জনগণনার বিজেপি রাজনীতি : তপন মল্লিক চৌধুরী গরমের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে তালশাঁসের চাহিদা : রিঙ্কি সামন্ত চল্লিশের রাজনৈতিক বাংলার বিস্মৃত কথাকার সাবিত্রী রায় (ষষ্ঠ পর্ব) : সুব্রত কুমার দাস ভারতের সংবিধান রচনার নেপথ্য কারিগর ও শিল্পীরা : দিলীপ মজুমদার চল্লিশের রাজনৈতিক বাংলার বিস্মৃত কথাকার সাবিত্রী রায় (পঞ্চম পর্ব) : সুব্রত কুমার দাস আলোর পথযাত্রী : মৈত্রেয়ী ব্যানার্জী চল্লিশের রাজনৈতিক বাংলার বিস্মৃত কথাকার সাবিত্রী রায় (চতুর্থ পর্ব) : সুব্রত কুমার দাস কন্নড় মেল্ল থেকেই সিন্ধুসভ্যতার ভূখণ্ডের প্রাচীন নাম মেলুহা : অসিত দাস রবীন্দ্রনাথের চার্লি — প্রতীচীর তীর্থ হতে (শেষ পর্ব) : রিঙ্কি সামন্ত
Notice :

পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ বুদ্ধ পূর্ণিমা (গুরু পূর্ণিমা) আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা।  ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন,  ই-মেল : pagefour2020@gmail.com

সংসদের শীত অধিবেশনেই ‘এক দেশ এক নির্বাচন’ বিল পাশ হবে কি : তপন মল্লিক চৌধুরী

তপন মল্লিক চৌধুরী / ৩৪৩ জন পড়েছেন
আপডেট মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪

সংসদে ‘এক দেশ এক নির্বাচন’ বিল চলতি শীতকালীন অধিবেশনেই পেশ হতে পারে বলে জোর জল্পনা। উল্লেখ্য, ইতিমধ্যেই প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ নেতৃত্বাধীন কমিটি একযোগে এর সুপারিশ করেছিল। পরবর্তীতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে সুপারিশ জমা পড়ে এবং কেন্দ্রীয় মন্ত্রিসভা তা অনুমোদন করে। এবার সর্বসম্মতি আদায় করতে বিলটি যৌথ সংসদীয় কমিটিতে পাঠানো হতে পারে বলে খবর। সেখানে আলোচনা হতে পারে সব রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে এমনকি বিলের সঙ্গে যুক্ত অন্যদেরও রাখা হতে পারে। অর্থাৎ অন্যান্য রাজ্যের বিধানসভার স্পিকারদেরও ডাকা হতে পারে। জানা যাচ্ছে সাধারণ মানুষের মতামত নেওয়ারর কথাও ভাবা হচ্ছে। এত সব হতে পারের কারণ হল, বিলটি পাস করানো খুব সহজ সরল বিষয় নয়। এর জন্য কেন্দ্রকে যথেষ্ট কঠিন অবস্থার মুখোমুখি হতে হবে। কারণ এটি পাশ হওয়ার প্রক্রিয়া অত্যন্ত জটিল, যে কারণে কেন্দ্র সর্বসম্মতি পাওয়ার ক্ষেত্রে চিন্তায় রয়েছে। এছাড়াও ‘এক দেশ এক নির্বাচন বিল’ আইন হিসেবে কার্যকর করতে গেলে, আরও ছ’টি সংশোধনী বিল আনতে হবে এবং দেশের সংবিধানও সংশোধন করতে হবে। আর তা করতে গেলে সংসদে মোদি সরকারের পক্ষে লাগবে দুই তৃতীয়াংশ সমর্থন।

এই মুহূর্তে সংসদের দুই কক্ষেই বিজেপি নেতৃত্বাধীন এনডিএ-র সংখ্যাগরিষ্ঠতা রয়েছে ঠিকই কিন্তু গত লোকসভা ভোটের পর বিজেপি-র আর সেই একক সংখ্যাগরিষ্ঠতা নেই। কারণ, আসন সংখ্যা অনেকটাই কমেছে। তার ফলে বিল পাস করানোর ক্ষেত্রে বিজেপিকে তার জোট শরিকদের উপর নির্ভর করতে হবে। অর্থাৎ এখন পরিস্থিতিটি দাড়াচ্ছে বিজেপিকে বিল পাস করাতে গেলে রাজ্যসভায় অন্তত ১৬৪ জন সাংসদের সমর্থন পেতে হবে। সংসদের বর্তমান হিসাব অনুযায়ী উচ্চকক্ষের ২৪৫টি আসনের মধ্যে, এনডিএর-র দখলে রয়েছে ১১২টি আসন অন্যদিকে বিরোধীদের দখলে ৮৫টি। তার মানে দুই তৃতীয়াংশ নয়। আর লোকসভার মোট আসন সংখ্যা ৫৪৫, সেখানে এনডিএ-র আসন সংখ্যা ২৯২। তার মানে এনডিএ-র দুই তৃতীয়াংশ সমর্থন পেতে অন্তত ৩৬৪ সাংসদের সমর্থন পেতে হবে। এই অবস্থায় এনডিএ-কে নির্ভর করতে হচ্ছে পরিস্থিতির। কারণ, বিল পাস করানোর ক্ষেত্রে ভোটাভুটিতে সংসদে কতজন সাংসদ অংশ নিচ্ছেন আর কত জন উপস্থিত রয়েছেন সেটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। কারণ, সংসদে উপস্থিত সাংসদ্দের সংখ্যাই শুধু নয়, ভোটাভুটিতে অংশ নেওয়া সাংসদদের নিরিখে সংখ্যাগরিষ্ঠতা নির্ণয় করা হতে পারে। প্রসঙ্গত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তাঁর দল কেন এক দেশ, এক নির্বাচন’ পরিকল্পনা করেছে বা এর পিছনে বিজেপির উদ্দেশ্য এবং প্রয়োজনীয়তা যে গণতন্ত্রকে শক্তিশালী নয় তা বিরোধী নেতা, রাজনৈতিক বিশ্লেষকদের বক্তব্যে স্পষ্ট। যারা রাজনীতির খোঁজখবর রাখেন তারাও জানেন যে এটি ২০১৪ সালে বিজেপির নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতিগুলির মধ্যে একটি৷ তাই এমন ধারণার অবকাশ নেই যে মোদি সরকার বা বিজেপি এটি বাস্তবায়নের জন্য উদ্যোগী হয়েছে। বরং বলা যায় এটি আরএসএস-র একটি গেমপ্ল্যানের অংশ যার মধ্যে দিয়ে তারা দেশের রাজনৈতিক দখলকে আরও শক্তিশালী করতে চায় যাতে এ দেশে তাদের শাসনকাল আরও অর্ধশত কাল পাকাপাকি হয়।

তাই বেশ কয়েক বছর ধরেই দেশের সমস্ত নির্বাচন একসঙ্গে করাতে সক্রিয় মোদি সরকার। আর তারা কারন হিসাবে এই তত্ত্ব খাড়া করছে যে এতে সময় ও অর্থ দুই বাঁচবে। বার বার নির্বাচন করতে উন্নয়নের কাজ থমকে থাকে সেটাও হবে না। যদিও গোড়া থেকেই এর বিরোধিতা করে আসছে বিজেপি বিরোধী প্রায় সমস্ত রাজনৈতিক দল। তাদের মত, রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে এবং বিরোধীদের একেবারে সাফ করে দিতেই মোদি সরকার ‘এক দেশ এক নির্বাচন’ আইন চালু করতে চাইছে। কেবল তাই নয়, এই আইন আসলে নির্বাচন তুলে দেওয়ার আইনসঙ্গত প্রচেষ্টাও বটে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, একসঙ্গে সবকটি নির্বাচন জনগণের বিচারশক্তিকে দুর্বল করবে। কারণ চলতি নির্বাচনী ব্যবস্থায় সংসদ নির্বাচন, বিধানসভা নির্বাচন এবং স্থানীয় পুরসভা বা পঞ্চায়েত ভোট আলাদা করে হয়। এতে ক্ষমতায় থাকা রাজনৈতিক দলটির কাজকর্মের হিসাব বুঝে নেওয়া অর্থাৎ ক্ষমতায় থাকা একটি দল যদি ভালো কাজ কিংবা কাজ না করার হিসাব অনুসারে একই দলকে কেন্দ্রে অথবা রাজ্যে এমনকি স্থানীয় প্রশাসনে গ্রহণ বা বর্জন করার সামান্য হলেও সুযোগ থাকে। কিন্তু একসঙ্গে সবকটি নির্বাচন হলে নির্বাচিত নেতারা নির্বাচিত হয়ে পরবর্তী সাড়ে চার বছর নাও হতে পারেন। সেই অবস্থায় ক্ষমতায় থাকা দল মানুষের কথা চিন্তা না করে রাজ্য বা দেশের নীতি প্রণয়ন করতে পারে এবং নিজেদের সবার্থ অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারে। যেহেতু পাঁচ বছর পর ফের নির্বাচন তাই ক্ষমতায় থাকা দল নির্বাচনের মাত্র কয়েক মাস আগে জনগণের জন্য সামান্য কিছু সুযোগ ঘোষণা করতে পারে। হতেই পারে জনগণ চার বছর আগে সরকারের ভুল নীতির কথা সেভাবে চিন্তা করলো না। তাই ‘এক জাতি, এক নির্বাচন’ ব্যবস্থা একভাবে জনগণের শক্তিকে দুর্বল করে দেয়। এটা গণতন্ত্রকে হাইজ্যাক করার শামিল হবে। তাই কেন্দ্রীয় সরকারের লক্ষ্য লোকসভা নির্বাচনের সঙ্গে প্রথম ধাপে বিধানসভা নির্বাচন এবং দ্বিতীয় ধাপে ১০০ দিনের মধ্যে পৌরসভা বা পঞ্চায়েত নির্বাচন করা।

বলাই বাহুল্য বিরোধিদের তরফে তীব্র বিরোধিতা আসবে। কারণ, সবকটি নির্বাচন একসঙ্গে হলে দু-একটি বড় দল যে পরিমাণ অর্থ নির্বাচনে খরচ করবে, ছোট দলগুলির পক্ষে সেই অঙ্কের পাশাপাশি মাথা তুলে দাঁড়াতে পারবে না। তাছাড়া ‘এক দেশ এক নির্বাচন’ চালু হলে, রাজ্যের স্থানীয় সমস্যাগুলি উপেক্ষিত থেকে যাবে। পাশাপাশি, নির্বাচনের পর খুব তাড়াতাড়ি সরকার পড়ে গেলে, বিকল্প ব্যবস্থার উল্লেখ নেই বলেও দাবি বিরোধীদের। তাদের অভিযোগ, ‘এক দেশ এক নির্বাচন’ নিয়ে রিপোর্ট তৈরি করতে যে কমিটি তৈরি হয়েছিল সেই কমিটির অধিকাংশ ছিলেন বিজেপি ঘনিষ্ঠ। ফলে বিশেষ একটি দলের রাজনৈতিক স্বার্থ মাথায় রেখেই যে এই নীতি আনতে এত তৎপরতা তা বলার অপেক্ষা রাখেনা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ১৪৩১ সংগ্রহ করতে ক্লিক করুন